নিউটাউন, 12 জানুয়ারি: ফের পথ দুর্ঘটনা নিউটাউনে ৷ বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে নিউটাউন ইকোপার্ক মিষ্টিকার কাছে ঘটনা ৷ গতির বলি 2, আহত এক ৷ বাইকটিকে বাজেয়াপ্ত করেছে ইকোপার্ক থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, একটি বুলেটে তিনজন আরোহী ছিলেন ৷ অনুমান, তাঁরা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন এবং অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি ৷ দুর্ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয় ৷ একজনকে গুরুতর আহত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বুলেট বাইকটি এখন ইকোপার্ক থানায় (Accident took place near Newtown) ৷
পুলিশ দুর্ঘটনার জায়গাটি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে ৷ পাশাপাশি যে দু'জন এই ঘটনায় মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে ৷ মৃত দু'জনের শবদেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল কি না, তা সেই রিপোর্ট এলে জানা যাবে ৷
আরও পড়ুন: চিংড়িঘাটা পথ দুর্ঘটনায় জখম মহিলার মৃত্যু চিত্তরঞ্জন হাসপাতালে
এর আগেও নিউটাউনে বহুবার পথদুর্ঘটনা হয়েছে ৷ গত বছরের 8 ডিসেম্বর চিংড়িঘাটায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ এই ঘটনায় পুলিশকর্মী-সহ 7 জন জখম হয়েছেন ৷ ঘাতক গাড়িটি ফুটপাথে উঠে পড়ে এবং পথচারী আহত হন ৷ একজন পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরের দিন চিত্তরঞ্জন হাসপাতালে মারা যান ওই পথচারী খুকু গায়েন (47) ৷ তিনি পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা ছিলেন ৷ তাঁর পাঁজরের অনেকগুলি হাড় ভেঙে গিয়েছিল বলে জানা গিয়েছে ৷
নিউটাউনে ফাঁকা রাস্তায় অনেক সময়ই নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইকচালক ৷ তাতে অনেক দুর্ঘটনা ঘটেছে ৷ বিশেষত পুজোর সময় দুর্ঘটনা ঘটে ৷ এই অঞ্চলে দুর্ঘটনা ঘটা নিয়ে সম্প্রতি দুশ্চিন্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অঞ্চলে পথ দুর্ঘটনা রুখতে স্পিড ব্রেকার, সিসিটিভি ক্যামেরা এবং সেন্সর লাগানো হয়েছে ৷ তাতেও কমছে না দুর্ঘটনা ৷ প্রাণ হারাচ্ছে অনেকে ৷
আরও পড়ুন: চিংড়িঘাটা ট্রাফিকের দায়িত্ব পেতে পারে কলকাতা পুলিশ