ETV Bharat / state

কলকাতা পেতে চলেছে প্রথম আর্ট গ্যালারি ট্রাম

ডিসেম্বর মাস থেকেই শহরের রাস্তায় চোখে পড়বে ট্রামটি ৷ বিভিন্ন শিল্পী ট্রামটি বুক করে নিজেদের কারুশিল্প বা আঁকার প্রদর্শনী করতে পারবেন ৷ একদিনের জন্য ট্রামটি বুক করলে তার খরচ পড়বে 3600 টাকা ৷

Kolkata tram
কলকাতা ট্রাম
author img

By

Published : Nov 28, 2020, 8:52 AM IST

কলকাতা, 28 নভেম্বর : ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) উদ্যোগে একটি গোটা ট্রাম সেজে উঠেছে বিভিন্ন কিংবদন্তি চিত্রশিল্পীর আঁকায় । কলকাতা শহরের ঐতিহ্য ট্রামকে বিভিন্ন বয়সি মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য রাজ্য পরিবহন দপ্তরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে । ট্রামের ভিতরে ও বাইরে তাকালে চোখে পড়বে বিভিন্ন কিংবদন্তি শিল্পীর আঁকা ছবি ৷ নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপে WBTC-এর শিল্পীরা ট্রামের ভিতরে ও বাইরে ছবিগুলি এঁকেছেন ৷ ট্রামটি খুব দ্রুত উদ্বোধন হতে পারে ৷

বিভিন্ন শিল্পী ট্রামটি বুক করে নিজেদের কারুশিল্প বা আঁকার প্রদর্শনী করতে পারবেন ৷ একদিনের জন্য ট্রামটি বুক করলে তার খরচ পড়বে 3600 টাকা ৷ তবে, দুদিনের জন্য বুক করলে খরচ পড়বে 6000 টাকা ও তিনদিনের জন্য বুক করলে খরচ পড়বে 8000 টাকা ৷ সাধারণ মানুষ ট্রামটি পরিদর্শন করতে পারবেন ৷ তার জন্য খরচ পড়বে 6টাকা ৷ জানা গিয়েছে, চ্যারিটেবল সংস্থা ও শিক্ষানবিশদের জন্য 50 শতাংশ ছাড় দেওয়া হবে ৷ তবে, সেক্ষেত্রে শিক্ষানবিশদের ID দেখাতে হবে ৷

WBTC-এর ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, " ট্রাম আর্ট গ্যালারিটি হচ্ছে একটি চলমান আর্ট গ্যালারি ৷ যেখানে নবীন শিল্পীরা নিজেদের শিল্প প্রদর্শন করার সুযোগ পাবেন । এর ফলে যেমন ট্রাম জনপ্রিয়তা পাবে তেমনই এই নবীন শিল্পীরা নিজেদের শিল্পকে সাধারণ মানুষের কাছে প্রদর্শন করার একটি আদর্শ প্ল্যাটফর্ম খুঁজে পাবেন ।" শহরের রাস্তায় দেখা মিলবে ট্রামটির ৷ তবে, ট্রাম্পটি এসপ্ল্যানেড, শ্যামবাজার ও গড়িয়াহাট ডিপোতে প্রতিদিন অথবা প্রতি একদিন অন্তর বেশ কিছুক্ষণ দাঁড়াবে ৷

কলকাতা, 28 নভেম্বর : ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) উদ্যোগে একটি গোটা ট্রাম সেজে উঠেছে বিভিন্ন কিংবদন্তি চিত্রশিল্পীর আঁকায় । কলকাতা শহরের ঐতিহ্য ট্রামকে বিভিন্ন বয়সি মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য রাজ্য পরিবহন দপ্তরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে । ট্রামের ভিতরে ও বাইরে তাকালে চোখে পড়বে বিভিন্ন কিংবদন্তি শিল্পীর আঁকা ছবি ৷ নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপে WBTC-এর শিল্পীরা ট্রামের ভিতরে ও বাইরে ছবিগুলি এঁকেছেন ৷ ট্রামটি খুব দ্রুত উদ্বোধন হতে পারে ৷

বিভিন্ন শিল্পী ট্রামটি বুক করে নিজেদের কারুশিল্প বা আঁকার প্রদর্শনী করতে পারবেন ৷ একদিনের জন্য ট্রামটি বুক করলে তার খরচ পড়বে 3600 টাকা ৷ তবে, দুদিনের জন্য বুক করলে খরচ পড়বে 6000 টাকা ও তিনদিনের জন্য বুক করলে খরচ পড়বে 8000 টাকা ৷ সাধারণ মানুষ ট্রামটি পরিদর্শন করতে পারবেন ৷ তার জন্য খরচ পড়বে 6টাকা ৷ জানা গিয়েছে, চ্যারিটেবল সংস্থা ও শিক্ষানবিশদের জন্য 50 শতাংশ ছাড় দেওয়া হবে ৷ তবে, সেক্ষেত্রে শিক্ষানবিশদের ID দেখাতে হবে ৷

WBTC-এর ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, " ট্রাম আর্ট গ্যালারিটি হচ্ছে একটি চলমান আর্ট গ্যালারি ৷ যেখানে নবীন শিল্পীরা নিজেদের শিল্প প্রদর্শন করার সুযোগ পাবেন । এর ফলে যেমন ট্রাম জনপ্রিয়তা পাবে তেমনই এই নবীন শিল্পীরা নিজেদের শিল্পকে সাধারণ মানুষের কাছে প্রদর্শন করার একটি আদর্শ প্ল্যাটফর্ম খুঁজে পাবেন ।" শহরের রাস্তায় দেখা মিলবে ট্রামটির ৷ তবে, ট্রাম্পটি এসপ্ল্যানেড, শ্যামবাজার ও গড়িয়াহাট ডিপোতে প্রতিদিন অথবা প্রতি একদিন অন্তর বেশ কিছুক্ষণ দাঁড়াবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.