ETV Bharat / state

School Student Heart Attack: মাত্র সতেরোতে হার্ট-অ্যাটাক, স্কুলে প্রার্থনা চলাকালীন মৃত্যু ছাত্রীর - ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

স্কুলে প্রার্থনা চলাকালীন দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু ৷ মৃত্যুর কারণ ম্যাসিভ হার্ট-অ্যাটাক বলে জানিয়েছেন চিকিৎসক ৷

Heart Attack During School's Prayer
স্কুলে প্রার্থনা চলাকালীন মৃত্যু ছাত্রীর
author img

By

Published : Jun 22, 2023, 8:27 PM IST

কলকাতা, 22 জুন: বৃহস্পতিবার স্কুলে গিয়ে মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর ৷ জানা গিয়েছে, তাঁর মৃত্যুর কারণ ম্যাসিভ হার্ট-অ্যাটাক ৷ ভবানীপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্রী ছিল আফিফা নাসিন ৷ তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ৷ শোকাহত স্কুলের শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়ারা ৷

জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতো স্কুলে গিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফিফা ৷ আচকাই সকাল সাড়ে নটা নাগাদ স্কুলে প্রার্থনার সময় সংজ্ঞাহীন হয়ে পড়ে যায় বছর সতেরোর আফিফা নাসিন। এমন ঘটনা দেখে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য বন্ধু-বান্ধব, কর্মচারীরা সকলেই এগিয়ে আসেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি একটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা আফিফাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর ওই ছাত্রীর মৃত্যু হয়েছে ম্যাসিভ হার্ট-অ্যাটাকে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। ইতিমধ্যে ছাত্রীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

অন্যদিকে খবর দেওয়া হয় ছাত্রীর পরিবারকেও ৷ তাঁদের দাবি, সকাল থেকে কোনওরকম শারীরিক অসুস্থ ছিল না আফিফার ৷ এমনকী, কোনও ওষুধ তাকে নিয়মিত খেতে হত না। তার হার্টের কোনও সমস্যা ছিল কি না, তা জানা নেই পরিবারের। ফলে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া আদতে কী হয়েছিল তা স্পষ্ট করে কেউই বলতে পারেননি ৷

তবে এই ছবি নতুন নয় ৷ এর আগেও তীব্র গরমের জেরে বহু ছাত্রী স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। মৃত্যুও হয়েছে কিছুজনের। 2014 সালে কলকাতার অন্যতম নামী স্কুল সাউথ পয়েন্ট-এর প্রথম শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর কথা জানা গিয়েছিল ৷ তবে যার জন্য দায়ী ছিল প্রচণ্ড গরম। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, প্রথম শ্রেণীর ওই ছাত্রী আগে থেকেই অসুস্থ ছিল ৷ স্কুলের বিরুদ্ধে অবশ্য তখন এফআইআর করতেও দেখা গিয়েছিল অভিভাবকদের।

আরও পড়ুন: স্কুলে কবাডি খেলতে খেলতে হার্ট অ্যাটাক, মর্মান্তিক মৃত্যু ছাত্রীর

তাঁদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল, যখন তাঁরা দেখেছেন শিশুটি অসুস্থ তখন কেন সময়মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি স্কুলের তরফে ৷ ফলে বৃহস্পতিবার, দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর মৃত্যুর কারণ অতিরিক্ত গরম না অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই পরিষ্কার হবে ৷

কলকাতা, 22 জুন: বৃহস্পতিবার স্কুলে গিয়ে মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর ৷ জানা গিয়েছে, তাঁর মৃত্যুর কারণ ম্যাসিভ হার্ট-অ্যাটাক ৷ ভবানীপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্রী ছিল আফিফা নাসিন ৷ তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ৷ শোকাহত স্কুলের শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়ারা ৷

জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতো স্কুলে গিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফিফা ৷ আচকাই সকাল সাড়ে নটা নাগাদ স্কুলে প্রার্থনার সময় সংজ্ঞাহীন হয়ে পড়ে যায় বছর সতেরোর আফিফা নাসিন। এমন ঘটনা দেখে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য বন্ধু-বান্ধব, কর্মচারীরা সকলেই এগিয়ে আসেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি একটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা আফিফাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর ওই ছাত্রীর মৃত্যু হয়েছে ম্যাসিভ হার্ট-অ্যাটাকে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। ইতিমধ্যে ছাত্রীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

অন্যদিকে খবর দেওয়া হয় ছাত্রীর পরিবারকেও ৷ তাঁদের দাবি, সকাল থেকে কোনওরকম শারীরিক অসুস্থ ছিল না আফিফার ৷ এমনকী, কোনও ওষুধ তাকে নিয়মিত খেতে হত না। তার হার্টের কোনও সমস্যা ছিল কি না, তা জানা নেই পরিবারের। ফলে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া আদতে কী হয়েছিল তা স্পষ্ট করে কেউই বলতে পারেননি ৷

তবে এই ছবি নতুন নয় ৷ এর আগেও তীব্র গরমের জেরে বহু ছাত্রী স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। মৃত্যুও হয়েছে কিছুজনের। 2014 সালে কলকাতার অন্যতম নামী স্কুল সাউথ পয়েন্ট-এর প্রথম শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর কথা জানা গিয়েছিল ৷ তবে যার জন্য দায়ী ছিল প্রচণ্ড গরম। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, প্রথম শ্রেণীর ওই ছাত্রী আগে থেকেই অসুস্থ ছিল ৷ স্কুলের বিরুদ্ধে অবশ্য তখন এফআইআর করতেও দেখা গিয়েছিল অভিভাবকদের।

আরও পড়ুন: স্কুলে কবাডি খেলতে খেলতে হার্ট অ্যাটাক, মর্মান্তিক মৃত্যু ছাত্রীর

তাঁদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল, যখন তাঁরা দেখেছেন শিশুটি অসুস্থ তখন কেন সময়মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি স্কুলের তরফে ৷ ফলে বৃহস্পতিবার, দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর মৃত্যুর কারণ অতিরিক্ত গরম না অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই পরিষ্কার হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.