ETV Bharat / state

হাইকোর্টের নির্দেশে পুনর্মূল্যায়ন, আবেদনের সুযোগ টেট সফল 130 জনকে - হাইকোর্টের নির্দেশে পুনর্মূল্যায়ন, চাকরি পাচ্ছেন টেট সফল 130 জন

2014 সালের টেট-এ মোট ছয়টি প্রশ্ন ভুল ছিল । বিষয়টি নিয়ে মামলা হয় হাইকোর্টে । শেষ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর যাঁরা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের পুরো নম্বর দিতে হবে । তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন ।

হাইকোর্টের নির্দেশে পুনর্মূল্যায়ন, চাকরি পাচ্ছেন টেট সফল 130 জন
author img

By

Published : Oct 23, 2019, 7:23 PM IST

Updated : Oct 23, 2019, 8:17 PM IST

কলকাতা, 23 অক্টোবর : উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর যে ১৩০ জন মামলাকারী ২০১৪ সালের টেট-এ সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বলল প্রাথমিক শিক্ষা পর্ষদ । প্রশ্ন ভুল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে পর্ষদ গতকাল বিজ্ঞপ্তি জারি করে অনলাইন আবেদনের কথা জানিয়েছে । অনলাইনে আবেদনের পাশাপাশি প্রতিটি জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

2014 সালের টেট-এ মোট ছয়টি প্রশ্ন ভুল ছিল । বিষয়টি নিয়ে মামলা হয় হাইকোর্টে । শেষ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর যাঁরা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের পুরো নম্বর দিতে হবে । সেই নির্দেশ অনুযায়ী মামলাকারীদের টেটের OMR শিট পুনর্মূল্যায়ন করে ফলপ্রকাশ করে পর্ষদ । পুনর্মূল্যায়নের পর যে 130 জন মামলাকারী টেট পরীক্ষায় সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্টের নির্দেশে OMR শিট পুনর্মূল্যায়নের পর যে 130 জন মামলাকারী 2014 সালের টেট-এ সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন জমা দিতে বলা হয়েছে । জেলাভিত্তিক মোট কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ।

কলকাতা, 23 অক্টোবর : উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর যে ১৩০ জন মামলাকারী ২০১৪ সালের টেট-এ সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বলল প্রাথমিক শিক্ষা পর্ষদ । প্রশ্ন ভুল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে পর্ষদ গতকাল বিজ্ঞপ্তি জারি করে অনলাইন আবেদনের কথা জানিয়েছে । অনলাইনে আবেদনের পাশাপাশি প্রতিটি জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

2014 সালের টেট-এ মোট ছয়টি প্রশ্ন ভুল ছিল । বিষয়টি নিয়ে মামলা হয় হাইকোর্টে । শেষ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর যাঁরা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের পুরো নম্বর দিতে হবে । সেই নির্দেশ অনুযায়ী মামলাকারীদের টেটের OMR শিট পুনর্মূল্যায়ন করে ফলপ্রকাশ করে পর্ষদ । পুনর্মূল্যায়নের পর যে 130 জন মামলাকারী টেট পরীক্ষায় সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্টের নির্দেশে OMR শিট পুনর্মূল্যায়নের পর যে 130 জন মামলাকারী 2014 সালের টেট-এ সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন জমা দিতে বলা হয়েছে । জেলাভিত্তিক মোট কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ।

Intro:কলকাতা, ২৩ অক্টোবর: প্রশ্নভুল মামলায় হাইকোর্টের নির্দেশে পূনর্মূল্যায়নের পর যে ১৩০ জন মামলাকারী ২০১৪ সালের টেট পরীক্ষায় সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বলল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে এই অনলাইন আবেদনের কথা জানিয়েছে পর্ষদ। অনলাইনে আবেদনের পাশাপাশি প্রতিটি জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
Body:২০১৪ সালের টেট পরীক্ষায় মোট ছয়টি প্রশ্ন ভুল ছিল সেই অভিযোগে মামলা হয় হাইকোর্টে। তারপরে দীর্ঘদিন সেই মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন ছিল। শেষ পর্যন্ত হাইকোর্টেই ফিরে আসে মামলাটি। হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় গত প্রাথমিক শিক্ষা পর্ষদকে ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর যাঁরা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের নম্বর দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী মামলাকারীদের টেটের OMR শিট পূনর্মূল্যায়ণ করে ফলপ্রকাশ করে পর্ষদ। পূনর্মূল্যায়ণের পর যে ১৩০ জন মামলাকারী টেট পরীক্ষায় সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বলে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্টের নির্দেশে OMR শিট পূনর্মূল্যায়নের পর যে ১৩০ জন মামলাকারী ২০১৪ সালের টেট পরীক্ষায় সফল হয়েছেন তাঁদেরকে অনলাইনে আবেদন জমা দিতে বলা হয়েছে। এই নিয়োগ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস ২০১৬ অনুযায়ী করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রতিটি জেলাভিত্তিক মোট কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
Conclusion:
Last Updated : Oct 23, 2019, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.