ETV Bharat / state

রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ

author img

By

Published : Jul 2, 2019, 5:12 PM IST

Updated : Jul 2, 2019, 11:24 PM IST

রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়ার জন্য 10 শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার । তবে তপশিলি জাতি ও উপজাতি এই সংরক্ষণের আওতার বাইরে ।

পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, 2 জুলাই : আর্থিকভাবে পিছিয়ে পড়াদের পাশে রাজ্য সরকার । এবার থেকে সরকারি চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য 10 শতাংশ আসন সংরক্ষিত থাকবে । মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । 10 শতাংশ সংরক্ষণের বিষয়টি রাজ্য মন্ত্রিসভা সম্মতি দিয়েছে বলে জানান তিনি ।

এতদিন শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকত । এবার সেই সংরক্ষণের মাত্রা বৃদ্ধি হল । স্কুল সহ বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে এই অতিরিক্ত সংরক্ষণ কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী । তবে তপশিলি জাতি ও উপজাতি বা OBC তালিকাভুক্তরা এই সুবিধা পাবেন না । অর্থাৎ সম্পূর্ণ নতুনভাবে এই সংরক্ষণ চালু হল ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 2 জুলাই : আর্থিকভাবে পিছিয়ে পড়াদের পাশে রাজ্য সরকার । এবার থেকে সরকারি চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য 10 শতাংশ আসন সংরক্ষিত থাকবে । মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । 10 শতাংশ সংরক্ষণের বিষয়টি রাজ্য মন্ত্রিসভা সম্মতি দিয়েছে বলে জানান তিনি ।

এতদিন শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকত । এবার সেই সংরক্ষণের মাত্রা বৃদ্ধি হল । স্কুল সহ বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে এই অতিরিক্ত সংরক্ষণ কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী । তবে তপশিলি জাতি ও উপজাতি বা OBC তালিকাভুক্তরা এই সুবিধা পাবেন না । অর্থাৎ সম্পূর্ণ নতুনভাবে এই সংরক্ষণ চালু হল ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য
Haridwar, Uttarakhand July 2, 2019 (ANI): A growing metropolis and hub of religious tourism, the ancient city of Haridwar attracts lakhs of tourists every year to take a holy dip in river Ganga. With rising population and high inflow of visitors, the city generates over 108-Million litres of sewage per day, but its existing sewage treatment plants can treat only half of it. So, to prevent the discharge of sewage into the river, several initiatives have been taken by the government under the Nanami Gange programme. Out of 22 major drains in Haridwar, 21 of them have been completely tapped and the flow has been diverted. The capacity of Sewage Treatment Plants (or STPs) is also being enhanced by constructing new facilities. 68 MLD STP at Jagjeetpur and 14 MLD STP at Sarai are near completion. Constructed under Hybrid Annuity based PPP model, these STPs will exclusively address the sewage treatment requirements of the town. With the launch of new STPs, the total sewage treatment capacity in Haridwar thus will be 145 MLD, which will be adequate to meet the sewage treatment demands of the town for coming years too. inaction.
Last Updated : Jul 2, 2019, 11:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.