ETV Bharat / state

হোম গার্ডের চাকরিতে সিভিক ভলান্টিয়ারদের বিশেষ সংরক্ষণ

জঙ্গলমহল কাপের উইনার ও রানারদের সিভিক পুলিশে নিয়োগ করা হবে । জাগ্রত বাংলার অনুষ্ঠান থেকে জানালেন মুখ্যমন্ত্রী ।

author img

By

Published : Jan 28, 2021, 4:33 PM IST

Mamata Banerjee
ফাইল ছবি

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্য পুলিশে চাকরির নতুন সুযোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । রাজ্য পুলিশে 2400 জন কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি রাজ্যে আরও 9 টি নতুন পুলিশ জেলা তৈরির কথাও ঘোষণা করেন । বাড়তি নজর দেওয়া হচ্ছে রাজ্যের নারী সুরক্ষার দিকেও । আজ নেতাজি ইন্ডোরে জাগ্রত বাংলার অনুষ্ঠান থেকে 48 টি নতুন মহিলা থানা তৈরির কথাও ঘোষণা করেন তিনি ।

কিছুদিন আগেই দলীয় কর্মসূচিতে পুরুলিয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে জনসভা চলাকালীন চাকরি নিয়ে প্রশ্ন তোলায় বকা দিয়েছিলেন কিছু মানুষকে । ভোটের আগে এবার জঙ্গল মহলবাসীকে কাছে টানার একটি সূক্ষ্ম প্রয়াস করে গেলেন মুখ্যমন্ত্রী । জাগ্রত বাংলার অনুষ্ঠান থেকে জঙ্গলমহল কাপের উইনার ও রানারদের সিভিক পুলিশে নিয়োগ করা হবে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, সিভিক ভলান্টিয়ারদের জন্য বিশেষ সুবিধার কথাও ঘোষণা করেন । এবার থেকে হোম গার্ডের চাকরিতে 10 শতাংশ সংরক্ষণ থাকবে সিভিক পুলিশদের জন্য ।

আরও পড়ুন : এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে করোনার সময়ে রাজ্যের পুলিশকর্মীদের ভূমিকা নিয়েও ভূয়সি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী । বিশেষ করে রাজ্যে যখন রক্তের অভাব ছিল, পুলিশকর্মীরা তখন যেভাবে রক্ত দিয়েছেন, সেই কথাও আজ স্মরণ করেন তিনি ।

পাশাপাশি, বিজেপিকে নাম না করে আক্রমণ করতেও ছাড়লেন না বাংলার মুখ্যমন্ত্রী । বলে রাখলেন, "হোয়াটস অ্যাপে কিছু ফেক গ্রুপ তৈরি হয়েছে । কেউ দাঙ্গা করার ফন্দি করলে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে ।"

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্য পুলিশে চাকরির নতুন সুযোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । রাজ্য পুলিশে 2400 জন কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি রাজ্যে আরও 9 টি নতুন পুলিশ জেলা তৈরির কথাও ঘোষণা করেন । বাড়তি নজর দেওয়া হচ্ছে রাজ্যের নারী সুরক্ষার দিকেও । আজ নেতাজি ইন্ডোরে জাগ্রত বাংলার অনুষ্ঠান থেকে 48 টি নতুন মহিলা থানা তৈরির কথাও ঘোষণা করেন তিনি ।

কিছুদিন আগেই দলীয় কর্মসূচিতে পুরুলিয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে জনসভা চলাকালীন চাকরি নিয়ে প্রশ্ন তোলায় বকা দিয়েছিলেন কিছু মানুষকে । ভোটের আগে এবার জঙ্গল মহলবাসীকে কাছে টানার একটি সূক্ষ্ম প্রয়াস করে গেলেন মুখ্যমন্ত্রী । জাগ্রত বাংলার অনুষ্ঠান থেকে জঙ্গলমহল কাপের উইনার ও রানারদের সিভিক পুলিশে নিয়োগ করা হবে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, সিভিক ভলান্টিয়ারদের জন্য বিশেষ সুবিধার কথাও ঘোষণা করেন । এবার থেকে হোম গার্ডের চাকরিতে 10 শতাংশ সংরক্ষণ থাকবে সিভিক পুলিশদের জন্য ।

আরও পড়ুন : এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে করোনার সময়ে রাজ্যের পুলিশকর্মীদের ভূমিকা নিয়েও ভূয়সি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী । বিশেষ করে রাজ্যে যখন রক্তের অভাব ছিল, পুলিশকর্মীরা তখন যেভাবে রক্ত দিয়েছেন, সেই কথাও আজ স্মরণ করেন তিনি ।

পাশাপাশি, বিজেপিকে নাম না করে আক্রমণ করতেও ছাড়লেন না বাংলার মুখ্যমন্ত্রী । বলে রাখলেন, "হোয়াটস অ্যাপে কিছু ফেক গ্রুপ তৈরি হয়েছে । কেউ দাঙ্গা করার ফন্দি করলে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.