ETV Bharat / state

'এবার দুর্গাপুজো কার্নিভালকে বর্জন করুন', শহরবাসীর কাছে আবেদন শুভেন্দুর - SUVENDU ADHIKARI

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবছর রেড রোডের কার্নিভালকে বর্জনের আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

SUVENDU ADHIKARI ON DURGA PUJA CARNIVAL
শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

কলকাতা, 4 অক্টোবর: আরজি কর কাণ্ডে বিচার এখনও অধরা ৷ সেই ঘটনার প্রতিবাদে রেড রোডে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালকে এবছর বর্জন করার আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন, "14 তারিখ রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাচনকোদন, তাকে এবার উপেক্ষা করুন ৷ কলকাতা তথা বাংলার মানুষের কাছে আমার আবেদন এবার সেটি বর্জন করুন ৷ কার্নিভালের নামে প্রতিবছর মুখ্যমন্ত্রী নাচনকোদনের আয়োজন করেন ৷ এবছর কেউ ওটাকে গ্রহণ করবেন না ৷ বর্জন করুন ৷" বৃহস্পতিবার কলকাতার বেলেঘাটায় প্রয়াত অভিজিৎ সরকার প্রতিষ্ঠিত 'সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ' পরিষদ পরিচালিত দুর্গাপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী । এরপর তিনি সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজোর উদ্বোধন করেন ৷

শুভেন্দু দাবি করেন, 2021 সালের নির্বাচনের সময় থেকেই ইমাম ও মুয়াজ্জিমদের ভাতা নিয়ে ভুল বোঝানো হচ্ছে ৷ তিনি বলেন, "নির্বাচনের ঠিক আগের শুক্রবার মগজধোলাই করা হয় । নির্বাচনে সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, বিভাজন, তোষণ তৃণমূল কংগ্রেস আমদানি করে । শুধুমাত্র সেই কারণেই তৃণমূল কংগ্রেস টিকে আছে ।"

এরপরই তিনি বলেন, "একটা রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন । দলের লক্ষ্য কখনই সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, বিভাজন তোষণ হওয়া উচিত নয় । তাই এদেরকে সরাতে হলে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে ।"

রাজ্য রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, তৃণমূলের কয়েকজন সংখ্যালঘু বিধায়ক আলাদা করে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ৷ এদিন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আমি সংখ্যালঘুদের আলাদা করে সম্মান বা অসম্মান করি না। আমরা সবাই ভারতীয়। প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো কি একটা বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য নাকি ? সেটা তো সবার জন্য । আসলে পশ্চিমবাংলায় ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে। যা হচ্ছে তা ভালো হচ্ছে না।"

তৃণমূল কংগ্রেসের দাবি এবছর কলকাতায় 200টি দুর্গাপুজো বেড়েছে । এই বিষয়ে শুভেন্দু বলেন, "তৃণমূলের সঙ্গে পুজোর কোনও সম্পর্ক নেই । তৃণমূল কংগ্রেস দুর্গাপুজোকে বলে উৎসব । দুর্গাপুজোটা তো পুজো । তৃণমূল দুর্গাপুজোকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে, তৃণমূলকে পুজো নিয়ে ভাবতে হবে না ।" এরপর নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "আমার কথায় উনি এবার পিতৃপক্ষে শ্রীভূমিতে গিয়ে উদ্বোধন না-করে শুধু বক্তৃতা দিয়েছেন ৷ বলেছেন, উনি নাকি পিতৃপক্ষে উদ্বোধন করেন না ৷ আসলে ঠেলায় না-পড়লে বিড়াল গাছে ওঠে না ।"

কলকাতা, 4 অক্টোবর: আরজি কর কাণ্ডে বিচার এখনও অধরা ৷ সেই ঘটনার প্রতিবাদে রেড রোডে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালকে এবছর বর্জন করার আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন, "14 তারিখ রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাচনকোদন, তাকে এবার উপেক্ষা করুন ৷ কলকাতা তথা বাংলার মানুষের কাছে আমার আবেদন এবার সেটি বর্জন করুন ৷ কার্নিভালের নামে প্রতিবছর মুখ্যমন্ত্রী নাচনকোদনের আয়োজন করেন ৷ এবছর কেউ ওটাকে গ্রহণ করবেন না ৷ বর্জন করুন ৷" বৃহস্পতিবার কলকাতার বেলেঘাটায় প্রয়াত অভিজিৎ সরকার প্রতিষ্ঠিত 'সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ' পরিষদ পরিচালিত দুর্গাপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী । এরপর তিনি সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজোর উদ্বোধন করেন ৷

শুভেন্দু দাবি করেন, 2021 সালের নির্বাচনের সময় থেকেই ইমাম ও মুয়াজ্জিমদের ভাতা নিয়ে ভুল বোঝানো হচ্ছে ৷ তিনি বলেন, "নির্বাচনের ঠিক আগের শুক্রবার মগজধোলাই করা হয় । নির্বাচনে সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, বিভাজন, তোষণ তৃণমূল কংগ্রেস আমদানি করে । শুধুমাত্র সেই কারণেই তৃণমূল কংগ্রেস টিকে আছে ।"

এরপরই তিনি বলেন, "একটা রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন । দলের লক্ষ্য কখনই সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, বিভাজন তোষণ হওয়া উচিত নয় । তাই এদেরকে সরাতে হলে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে ।"

রাজ্য রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, তৃণমূলের কয়েকজন সংখ্যালঘু বিধায়ক আলাদা করে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ৷ এদিন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আমি সংখ্যালঘুদের আলাদা করে সম্মান বা অসম্মান করি না। আমরা সবাই ভারতীয়। প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো কি একটা বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য নাকি ? সেটা তো সবার জন্য । আসলে পশ্চিমবাংলায় ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে। যা হচ্ছে তা ভালো হচ্ছে না।"

তৃণমূল কংগ্রেসের দাবি এবছর কলকাতায় 200টি দুর্গাপুজো বেড়েছে । এই বিষয়ে শুভেন্দু বলেন, "তৃণমূলের সঙ্গে পুজোর কোনও সম্পর্ক নেই । তৃণমূল কংগ্রেস দুর্গাপুজোকে বলে উৎসব । দুর্গাপুজোটা তো পুজো । তৃণমূল দুর্গাপুজোকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে, তৃণমূলকে পুজো নিয়ে ভাবতে হবে না ।" এরপর নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "আমার কথায় উনি এবার পিতৃপক্ষে শ্রীভূমিতে গিয়ে উদ্বোধন না-করে শুধু বক্তৃতা দিয়েছেন ৷ বলেছেন, উনি নাকি পিতৃপক্ষে উদ্বোধন করেন না ৷ আসলে ঠেলায় না-পড়লে বিড়াল গাছে ওঠে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.