ETV Bharat / technology

নম্বর সেভ না করেই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে - WhatsApp Without Saving Number

নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যায় না ৷ সম্প্রতি হোয়াটসঅ্যাপ আপডেট হয়েছে ৷ নতুন আপডেটে নম্বর সেভ না করেই মসেজ পাঠানোর সুবিধা রয়েছে ৷

author img

By ETV Bharat Tech Team

Published : 2 hours ago

WHATSAPP MESSAGE
হোয়াটসঅ্যাপে মেসেজ (ফাইল ছবি)

হায়দরাবাদ: ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট ও ফিচার আনছে হোয়াটসঅ্যাপ ৷ এবার আনল আরও এক নতুন ফিচার ৷ এবার থেকে নম্বর সেভ না করেই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে ৷ হোয়াটসঅ্যাপ মোবাইলে স্ট্যান্ডার্ড মেসেজ অ্যাপ্লিকেশনের মাধ্যেমে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা । শুধু মেসেজ নয় টেক্সট মেসেজ, ভিডিয়ো, ছবি ও যেকোনও ডকুমেন্টও পাঠানো যাবে ৷ এখানে আমরা আপনাকে এমন কিছু পদ্ধতির কথা বলছি, যার সাহায্যে আপনি নম্বরটি সেভ না করেই হোয়াটসঅ্যাপে যে কাউকে মেসেজ করতে পারবেন।

10 কোটি গাড়ি উৎপাদন করে রেকর্ড হুন্ডাইয়ের

পদ্ধতি 1: WhatsApp অ্যাপ্লিকেশনের মাধ্যমে নম্বর সংরক্ষণ না করে বার্তা পাঠান

এটি একটি অজানা নম্বরে WhatsApp বার্তা পাঠানোর সবচেয়ে সহজ উপায়।

  • প্রথমে আপনার Android বা iOS স্মার্টফোনে WhatsApp অ্যাপ্লিকেশন খুলতে হবে
  • যে মোবাইল নম্বরে WhatsApp মেসেজ পাঠানোর প্রয়োজন, সেটি কপি করতে হবে
  • নীচের 'নতুন চ্যাট' বোতামে ক্লিক করতে হবে
  • টেক্সট বক্সে মোবাইল নম্বর পেস্ট করে এবং send এ ক্লিক করতে হবে
  • এবার মোবাইল নম্বরে ট্যাপ করলেই ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ থাকলে, চ্যাট উইথ বিকল্প দেখতে পাবেন
  • সেই অপশনে গিয়ে এটিতে আলতো চাপুন এবং সেভ না করেই নম্বরটিতে WhatsApp বার্তা পাঠাতে পারবেন

আরও সস্তা আইফোন, নতুন রূপে বাজারে আসছে SE সিরিজ

পদ্ধতি 2: Truecaller অ্যাপের মাধ্যমে নম্বর সেভ না করেই WhatsApp মেসেজ পাঠান

Truecaller এর একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ সুইচ রয়েছে ৷ এই অ্যাপের মাধ্যমে নম্বর সেভ না করে মেসেজ পাঠানো যাবে ৷

  • Android বা iOS ডিভাইসে Truecaller অ্যাপ্লিকেশনটি খুলতে হবে
  • অ্যাপ্লিকেশনে গিয়ে সংশ্লিষ্ট মোবাইল নম্বরের গেলেই WhatsApp আইকন দেখা যাবে
  • ওই অপশনে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডো খুলবে, সেখান থেকে সরাসরি মেসেজ পাঠানো যাবে নম্বর সেভ না করে

পদ্ধতি 3: Google অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে WhatsApp মেসেজ

Google অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেও অজানা নম্বর ও সেভ না করেই WhatsApp মেসেজ পাঠানো যাবে

  • আপনার স্মার্টফোনে Google অ্যাসিস্ট্যান্ট আপডেট করতে হবে
  • Google অ্যাসিস্ট্যান্ট-এ 'সেন্ড' অপশনে হোয়াটসঅ্যাপ' বলতে হবে ,তারপর সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি উল্লেখ করতে দেশের কোড দিতে হবে
  • উদাহরণস্বরূপ, যদি নম্বরটি 9142373839 হয়, তাহলে নম্বরটি উল্লেখ করে বলতে হবে WhatsApp পাঠান
  • Google অ্যাসিস্ট্যান্ট তার কাজ শুরু করে দেবে

একাকীত্বে সঙ্গী AI, এবার জেমিনির সঙ্গে 'মন কি বাত'

হায়দরাবাদ: ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট ও ফিচার আনছে হোয়াটসঅ্যাপ ৷ এবার আনল আরও এক নতুন ফিচার ৷ এবার থেকে নম্বর সেভ না করেই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে ৷ হোয়াটসঅ্যাপ মোবাইলে স্ট্যান্ডার্ড মেসেজ অ্যাপ্লিকেশনের মাধ্যেমে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা । শুধু মেসেজ নয় টেক্সট মেসেজ, ভিডিয়ো, ছবি ও যেকোনও ডকুমেন্টও পাঠানো যাবে ৷ এখানে আমরা আপনাকে এমন কিছু পদ্ধতির কথা বলছি, যার সাহায্যে আপনি নম্বরটি সেভ না করেই হোয়াটসঅ্যাপে যে কাউকে মেসেজ করতে পারবেন।

10 কোটি গাড়ি উৎপাদন করে রেকর্ড হুন্ডাইয়ের

পদ্ধতি 1: WhatsApp অ্যাপ্লিকেশনের মাধ্যমে নম্বর সংরক্ষণ না করে বার্তা পাঠান

এটি একটি অজানা নম্বরে WhatsApp বার্তা পাঠানোর সবচেয়ে সহজ উপায়।

  • প্রথমে আপনার Android বা iOS স্মার্টফোনে WhatsApp অ্যাপ্লিকেশন খুলতে হবে
  • যে মোবাইল নম্বরে WhatsApp মেসেজ পাঠানোর প্রয়োজন, সেটি কপি করতে হবে
  • নীচের 'নতুন চ্যাট' বোতামে ক্লিক করতে হবে
  • টেক্সট বক্সে মোবাইল নম্বর পেস্ট করে এবং send এ ক্লিক করতে হবে
  • এবার মোবাইল নম্বরে ট্যাপ করলেই ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ থাকলে, চ্যাট উইথ বিকল্প দেখতে পাবেন
  • সেই অপশনে গিয়ে এটিতে আলতো চাপুন এবং সেভ না করেই নম্বরটিতে WhatsApp বার্তা পাঠাতে পারবেন

আরও সস্তা আইফোন, নতুন রূপে বাজারে আসছে SE সিরিজ

পদ্ধতি 2: Truecaller অ্যাপের মাধ্যমে নম্বর সেভ না করেই WhatsApp মেসেজ পাঠান

Truecaller এর একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ সুইচ রয়েছে ৷ এই অ্যাপের মাধ্যমে নম্বর সেভ না করে মেসেজ পাঠানো যাবে ৷

  • Android বা iOS ডিভাইসে Truecaller অ্যাপ্লিকেশনটি খুলতে হবে
  • অ্যাপ্লিকেশনে গিয়ে সংশ্লিষ্ট মোবাইল নম্বরের গেলেই WhatsApp আইকন দেখা যাবে
  • ওই অপশনে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডো খুলবে, সেখান থেকে সরাসরি মেসেজ পাঠানো যাবে নম্বর সেভ না করে

পদ্ধতি 3: Google অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে WhatsApp মেসেজ

Google অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেও অজানা নম্বর ও সেভ না করেই WhatsApp মেসেজ পাঠানো যাবে

  • আপনার স্মার্টফোনে Google অ্যাসিস্ট্যান্ট আপডেট করতে হবে
  • Google অ্যাসিস্ট্যান্ট-এ 'সেন্ড' অপশনে হোয়াটসঅ্যাপ' বলতে হবে ,তারপর সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি উল্লেখ করতে দেশের কোড দিতে হবে
  • উদাহরণস্বরূপ, যদি নম্বরটি 9142373839 হয়, তাহলে নম্বরটি উল্লেখ করে বলতে হবে WhatsApp পাঠান
  • Google অ্যাসিস্ট্যান্ট তার কাজ শুরু করে দেবে

একাকীত্বে সঙ্গী AI, এবার জেমিনির সঙ্গে 'মন কি বাত'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.