মির্জাপুর, 4 অক্টোবর: বারাণসী-প্রয়াগরাজ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ ট্রাক ও ট্রাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত 10 জন ৷ গুরুতর আহত আরও 3 জন ৷ ঘটনাটি ঘটেছে মির্জাপুরের কাচওয়ান এলাকায় ৷ নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 1টা নাগাদ কটকা গ্রামের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী ট্রাক্টর-ট্রলির পিছনে এসে ধাক্কা মাড়ে ৷ দুর্ঘটনায় উল্টে যায় ট্রাক্টরটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 10 জন শ্রমিকের ৷ আহত হন আরও 3 জন ৷
ঘটনাটি 'অত্যন্ত বেদনাদায়ক' বলে অভিহিত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
मिर्जापुर, उत्तर प्रदेश में एक सड़क दुर्घटना में कई लोगों की मृत्यु का समाचार अत्यंत पीड़ादायक है। दुःख की इस घड़ी में, मैं शोकाकुल प्रियजनों के प्रति गहरी संवेदनाएं व्यक्त करती हूं तथा घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करती हूं।
— President of India (@rashtrapatibhvn) October 4, 2024
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে নিহতের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি ৷
उत्तर प्रदेश के मिर्जापुर में हुआ सड़क हादसा अत्यंत पीड़ादायक है। इसमें जान गंवाने वालों के शोकाकुल परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं। ईश्वर उन्हें इस पीड़ा को सहने की शक्ति प्रदान करे। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख…
— Narendra Modi (@narendramodi) October 4, 2024
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ তাঁরা এসে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান ৷ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যান। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
जनपद मीरजापुर में हुई हृदय विदारक घटना में मृतकों के परिजनों को ₹02-02 लाख और गंभीर रूप से घायलों को ₹50-50 हजार की सहायता राशि तत्काल प्रदान करने हेतु जिला प्रशासन को निर्देश दिए हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) October 4, 2024
मेरी संवेदनाएं शोक संतप्त परिजनों के साथ हैं।@UPGovt पीड़ित परिजनों की हर संभव सहायता करने… https://t.co/Puku9ctuCD
পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই বারাণসীর বাসিন্দা ৷ তাঁদের নাম ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে ৷ মৃতরা হলেন, ভানু প্রতাপ (25), বিকাশ কুমার (20), অনিল কুমার (35), সুরজ কুমার (22), সানোহর (25), রাকেশ কুমার (25), প্রেম কুমার (40), রাহুল কুমার ওরফে টিল্লু (26), নীতিন কুমার (22) এবং রোশন কুমার (17) ।
দুর্ঘটনায় আহত হয়েছেন আকাশ কুমার (18), জামুনি (26) এবং অজয় সরোজ (50) । তাঁরাও সকলে বারাণসীর বাসিন্দা । জানা গিয়েছে, ভাদোহি জেলা থেকে ছাদ ঢালাইয়ের কাজ সেরে এদিন রাতে ট্রাক্টর-ট্রলিতে করে বাড়ি ফিরছিলেন সমস্ত শ্রমিকরা ।
ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অভিনন্দন জানান, পিছন থেকে ট্রাক্টর-ট্রলিটিকে ধাক্কা দেয় ট্রাকটি । দুর্ঘটনায় 10 জন মারা যান এবং 3 জন আহত হন । দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে । পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ ৷ দুর্ঘটনার পর রীতিমতো টুকরো টুকরো হয়ে যায় ট্রাক্টর-ট্রলিটা ৷ এদিকে, ট্রাক্টরে ধাক্কা মারার পর রাস্তার ধারের বড় ড্রেনের মধ্যে ঢুকে যায় ট্রাকটি ৷