ETV Bharat / bharat

ট্রাক্টর-ট্রাকের ভয়াবহ দুর্ঘটনায় মৃত 10, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর - ROAD ACCIDENT

মির্জাপুরে বারাণসী-প্রয়াগরাজ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ অনিয়ন্ত্রিত হয়ে শ্রমিকবাহী ট্রলিতে ধাক্কা ট্রাকের ৷ মৃত একাধিক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 41 minutes ago

Mirzapur Road Accident
মির্জাপুরে ভয়াবহ দুর্ঘটনা (ইটিভি ভারত)

মির্জাপুর, 4 অক্টোবর: বারাণসী-প্রয়াগরাজ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ ট্রাক ও ট্রাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত 10 জন ৷ গুরুতর আহত আরও 3 জন ৷ ঘটনাটি ঘটেছে মির্জাপুরের কাচওয়ান এলাকায় ৷ নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 1টা নাগাদ কটকা গ্রামের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী ট্রাক্টর-ট্রলির পিছনে এসে ধাক্কা মাড়ে ৷ দুর্ঘটনায় উল্টে যায় ট্রাক্টরটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 10 জন শ্রমিকের ৷ আহত হন আরও 3 জন ৷

ভয়াবহ দুর্ঘটনা (ইটিভি ভারত)

ঘটনাটি 'অত্যন্ত বেদনাদায়ক' বলে অভিহিত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে নিহতের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি ৷

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ তাঁরা এসে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান ৷ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যান। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই বারাণসীর বাসিন্দা ৷ তাঁদের নাম ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে ৷ মৃতরা হলেন, ভানু প্রতাপ (25), বিকাশ কুমার (20), অনিল কুমার (35), সুরজ কুমার (22), সানোহর (25), রাকেশ কুমার (25), প্রেম কুমার (40), রাহুল কুমার ওরফে টিল্লু (26), নীতিন কুমার (22) এবং রোশন কুমার (17) ।

দুর্ঘটনায় আহত হয়েছেন আকাশ কুমার (18), জামুনি (26) এবং অজয় ​​সরোজ (50) । তাঁরাও সকলে বারাণসীর বাসিন্দা । জানা গিয়েছে, ভাদোহি জেলা থেকে ছাদ ঢালাইয়ের কাজ সেরে এদিন রাতে ট্রাক্টর-ট্রলিতে করে বাড়ি ফিরছিলেন সমস্ত শ্রমিকরা ।

ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অভিনন্দন জানান, পিছন থেকে ট্রাক্টর-ট্রলিটিকে ধাক্কা দেয় ট্রাকটি । দুর্ঘটনায় 10 জন মারা যান এবং 3 জন আহত হন । দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে । পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ ৷ দুর্ঘটনার পর রীতিমতো টুকরো টুকরো হয়ে যায় ট্রাক্টর-ট্রলিটা ৷ এদিকে, ট্রাক্টরে ধাক্কা মারার পর রাস্তার ধারের বড় ড্রেনের মধ্যে ঢুকে যায় ট্রাকটি ৷

মির্জাপুর, 4 অক্টোবর: বারাণসী-প্রয়াগরাজ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ ট্রাক ও ট্রাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত 10 জন ৷ গুরুতর আহত আরও 3 জন ৷ ঘটনাটি ঘটেছে মির্জাপুরের কাচওয়ান এলাকায় ৷ নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 1টা নাগাদ কটকা গ্রামের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী ট্রাক্টর-ট্রলির পিছনে এসে ধাক্কা মাড়ে ৷ দুর্ঘটনায় উল্টে যায় ট্রাক্টরটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 10 জন শ্রমিকের ৷ আহত হন আরও 3 জন ৷

ভয়াবহ দুর্ঘটনা (ইটিভি ভারত)

ঘটনাটি 'অত্যন্ত বেদনাদায়ক' বলে অভিহিত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে নিহতের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি ৷

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ তাঁরা এসে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান ৷ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যান। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই বারাণসীর বাসিন্দা ৷ তাঁদের নাম ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে ৷ মৃতরা হলেন, ভানু প্রতাপ (25), বিকাশ কুমার (20), অনিল কুমার (35), সুরজ কুমার (22), সানোহর (25), রাকেশ কুমার (25), প্রেম কুমার (40), রাহুল কুমার ওরফে টিল্লু (26), নীতিন কুমার (22) এবং রোশন কুমার (17) ।

দুর্ঘটনায় আহত হয়েছেন আকাশ কুমার (18), জামুনি (26) এবং অজয় ​​সরোজ (50) । তাঁরাও সকলে বারাণসীর বাসিন্দা । জানা গিয়েছে, ভাদোহি জেলা থেকে ছাদ ঢালাইয়ের কাজ সেরে এদিন রাতে ট্রাক্টর-ট্রলিতে করে বাড়ি ফিরছিলেন সমস্ত শ্রমিকরা ।

ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অভিনন্দন জানান, পিছন থেকে ট্রাক্টর-ট্রলিটিকে ধাক্কা দেয় ট্রাকটি । দুর্ঘটনায় 10 জন মারা যান এবং 3 জন আহত হন । দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে । পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ ৷ দুর্ঘটনার পর রীতিমতো টুকরো টুকরো হয়ে যায় ট্রাক্টর-ট্রলিটা ৷ এদিকে, ট্রাক্টরে ধাক্কা মারার পর রাস্তার ধারের বড় ড্রেনের মধ্যে ঢুকে যায় ট্রাকটি ৷

Last Updated : 41 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.