ETV Bharat / state

বড়বাজারে বাজেয়াপ্ত 10 কেজি সোনা

বাংলাদেশ থেকে পাচার হওয়া সোনা চলে আসছে বড়বাজারে ৷ সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের সব জায়গায় ৷ এই পদ্ধতিতেই এখন সোনা পাচার চলছে ৷

বাজেয়াপ্ত হওয়া সোনা
বাজেয়াপ্ত হওয়া সোনা
author img

By

Published : Jan 25, 2020, 5:58 PM IST

Updated : Jan 25, 2020, 6:15 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : সোনা পাচার চক্রের মূল পান্ডা রয়েছে বড়বাজারে ৷ নাম অনুরাগ জালান ৷ বড়বাজার এলাকার ধনী ব্যবসায়ী ৷ চেতন সেন স্ট্রিট, নলিনী শেঠ রোড ও মনোহর দাস স্ট্রিটে রয়েছে অফিস ৷ এই খবর কয়েকদিন ধরে গোপন সূত্রে পাচ্ছিল ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স (DRI) ৷ সেই খবরের উপর ভিত্তি করেই আজ তল্লাশি চালায় তারা ৷ বাজেয়াপ্ত হয় 10 কেজি পাচার হওয়া সোনা, 429 কেজি রুপো ও নগদ 20 লাখ 16 হাজার 100 টাকা ৷ এই অভিযানে অনুরাগ জালান ও তার কর্মী বৈকুন্ঠ প্রসাদকে গ্রেপ্তার করেছে DRI ৷ ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স তরফে জানানো হয়েছে বাজেয়াপ্ত জিনিসের মূল্য ছয় কোটি 42 লাখ টাকা ৷

বাংলাদেশ থেকে পাচার হওয়া সোনা চলে আসছে বড়বাজারে ৷ সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের সব জায়গায় ৷ এই পদ্ধতিতেই এখন সোনা পাচার চলছে ৷ উত্তর 24 পরগনা, নদিয়া-সহ বিস্তীর্ণ এলাকার বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার হচ্ছে সোনা ৷ তেমনই এক চক্রের মূল পান্ডা হিসেবে কাজ করছিল অনুরাগ ৷ গত বছর 13 অক্টোবর 3 কেজি সোনা বাজেয়াপ্ত করে DRI ৷ পরে 10 জানুয়ারি বাজেয়াপ্ত হয় চার কেজি সোনা ৷ প্রতিবারই নাম উঠে আসে অনুরাগের ৷ তারপর আজ রীতিমতো আঁটঘাট বেঁধে তিন জায়গায় অভিযান চালায় DRI ৷

Smuggled gold
বাজেয়াপ্ত হওয়া সোনা

অনুরাগের নলিনী শেঠ রোডের অফিস থেকে উদ্ধার হয় 23টি কাপড়ের ব্যাগ ৷ সেখানে 505টি রূপোর বার বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা ৷ পাশাপাশি, বাজেয়াপ্ত হয় 20টি সোনার বিস্কুট ৷ সঙ্গে নগদ 20 লাখ 16 হাজার 100 টাকা ৷ পরে, অন্য একটি অফিসে তল্লাশি চালাতে বাজেয়াপ্ত হয় চার কেজি সোনা ৷ চেতন সেন স্ট্রিটের অফিস থেকে উদ্ধার হয় ছ'কেজি 356 গ্রাম সোনা ৷

বড়বাজার থেকে বাজেয়াপ্ত কোটি কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল DRI

ঘটনায় অনুরাগের কেয়ারটেকার বৈকুণ্ঠ ওতপ্রোতভাবে জড়িত বলে অভিযোগ ৷ তাকে ও অনুরাগকে অভিযানের পর গ্রেপ্তার করে DRI ৷

এই খবর সংগ্রহ করতে গেলে ETV ভারতের প্রতিনিধিকে ছবি তুলতে বারণ করে অনুরাগের কর্মীরা ৷

কলকাতা, 25 জানুয়ারি : সোনা পাচার চক্রের মূল পান্ডা রয়েছে বড়বাজারে ৷ নাম অনুরাগ জালান ৷ বড়বাজার এলাকার ধনী ব্যবসায়ী ৷ চেতন সেন স্ট্রিট, নলিনী শেঠ রোড ও মনোহর দাস স্ট্রিটে রয়েছে অফিস ৷ এই খবর কয়েকদিন ধরে গোপন সূত্রে পাচ্ছিল ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স (DRI) ৷ সেই খবরের উপর ভিত্তি করেই আজ তল্লাশি চালায় তারা ৷ বাজেয়াপ্ত হয় 10 কেজি পাচার হওয়া সোনা, 429 কেজি রুপো ও নগদ 20 লাখ 16 হাজার 100 টাকা ৷ এই অভিযানে অনুরাগ জালান ও তার কর্মী বৈকুন্ঠ প্রসাদকে গ্রেপ্তার করেছে DRI ৷ ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স তরফে জানানো হয়েছে বাজেয়াপ্ত জিনিসের মূল্য ছয় কোটি 42 লাখ টাকা ৷

বাংলাদেশ থেকে পাচার হওয়া সোনা চলে আসছে বড়বাজারে ৷ সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের সব জায়গায় ৷ এই পদ্ধতিতেই এখন সোনা পাচার চলছে ৷ উত্তর 24 পরগনা, নদিয়া-সহ বিস্তীর্ণ এলাকার বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার হচ্ছে সোনা ৷ তেমনই এক চক্রের মূল পান্ডা হিসেবে কাজ করছিল অনুরাগ ৷ গত বছর 13 অক্টোবর 3 কেজি সোনা বাজেয়াপ্ত করে DRI ৷ পরে 10 জানুয়ারি বাজেয়াপ্ত হয় চার কেজি সোনা ৷ প্রতিবারই নাম উঠে আসে অনুরাগের ৷ তারপর আজ রীতিমতো আঁটঘাট বেঁধে তিন জায়গায় অভিযান চালায় DRI ৷

Smuggled gold
বাজেয়াপ্ত হওয়া সোনা

অনুরাগের নলিনী শেঠ রোডের অফিস থেকে উদ্ধার হয় 23টি কাপড়ের ব্যাগ ৷ সেখানে 505টি রূপোর বার বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা ৷ পাশাপাশি, বাজেয়াপ্ত হয় 20টি সোনার বিস্কুট ৷ সঙ্গে নগদ 20 লাখ 16 হাজার 100 টাকা ৷ পরে, অন্য একটি অফিসে তল্লাশি চালাতে বাজেয়াপ্ত হয় চার কেজি সোনা ৷ চেতন সেন স্ট্রিটের অফিস থেকে উদ্ধার হয় ছ'কেজি 356 গ্রাম সোনা ৷

বড়বাজার থেকে বাজেয়াপ্ত কোটি কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল DRI

ঘটনায় অনুরাগের কেয়ারটেকার বৈকুণ্ঠ ওতপ্রোতভাবে জড়িত বলে অভিযোগ ৷ তাকে ও অনুরাগকে অভিযানের পর গ্রেপ্তার করে DRI ৷

এই খবর সংগ্রহ করতে গেলে ETV ভারতের প্রতিনিধিকে ছবি তুলতে বারণ করে অনুরাগের কর্মীরা ৷

Intro:কলকাতা, 25 জনুয়ারি: বেশ কয়েকজন স্মাগলারকে পাকড়াও করার পর নাম পাওয়া যাচ্ছিল সোনা স্মাগলিং চক্রের বড়বাজারের কিং পিনের। তিনি অনুরাগ জালান। সামনে বড় বাজার এলাকার ধনী ব্যবসায়ী। বড়দা যাদের তিন নম্বর চেতন সেন স্ট্রিটে রুপম শাড়ি, 43 নলিনী শেঠ রোডে জালান জুয়েলার্স এবং মনোহর দাস স্ট্রিটে বিলিয়ন বিজনেস প্রাইভেট লিমিটেড নামে তাদের অফিস রয়েছে। এই তিনটি জায়গাতেই আজ তল্লাশি চালানো ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স। সেখানে উদ্ধার হয়েছে 10 কেজি স্মাগলিং সোনা, 429 কেজি রূপো এবং নগদ কুড়ি লাখ 16 হাজার 100 টাকা। ঘটনায় অনুরাগ জালান এবং তার কর্মী বৈকুণ্ঠ প্রসাদকে গ্রেপ্তার করেছে DRI।


Body:বাংলাদেশ থেকে স্মাগলিং ঘোষণা চলে আসছে বড় বাজারে। সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। এটা এখন সোনা স্মাগ্লিংয়ের মোডাস অপারেন্ডি। উত্তর 24 পরগনা, নদীয়া সহ বিস্তীর্ণ এলাকার বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার হচ্ছে সোনা। তেমনই এক চক্রের কিংপিন হিসেবে কাজ করছিল এই অনুরাগ জানান। এভাবে গত বছর 13 অক্টোবর 3 কেজি সোনা উদ্ধার করে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স। পরে 10 জানুয়ারি উদ্ধার করা হয় আরো 4 কেজি সোনা। প্রতি ক্ষেত্রেই নাম উঠে আসে অনুরাগের। তারপর আজ রীতিমতো আঁটঘাট বেঁধে তার তিনটি জায়গাতেই তল্লাশি শুরু করে ডিআরআই। জালান জুয়েলারি থেকে উদ্ধার হয় তেইশটি কাপড়ের ব্যাগ। সেখানে 505 টি রুপোর বার উদ্ধার করে তদন্তকারীরা। পাশাপাশি উদ্ধার হয় কুড়িটি সোনার বিস্কুট। এবং কুড়ি লক্ষ 16 হাজার 100 টাকা। পরে বিলিয়ান প্রাইভেট লিমিটেডের অফিসে তল্লাশি চালাতে উদ্ধার হয় 4 কেজি সোনা। রুপম শাড়ি থেকে উদ্ধার হয় 6 কেজি 356 গ্রাম সোনা।



Conclusion:ঘটনায় বিলিয়ন প্রাইভেট লিমিটেড কেয়ারটেকার বৈকুন্ঠ প্রসাদ ওতপ্রোতভাবে জড়িত বলে অভিযোগ ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের। তাকে এবং অনুরাগকে গ্রপ্তার করে DRI। পরে অবশ্য তিনি ভারতকে অনুরাগের কর্মীরা তার অফিস পেনিসের ছবি তুলতে বাধা দেয়।
Last Updated : Jan 25, 2020, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.