কলকাতা, 15 মে: রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল ৷ গত 24 ঘন্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 84 জন ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷
গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 2 হাজার 377 ৷ আজ আরও 84 জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2 হাজার 461-এ ৷ আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘন্টায় 10জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷
আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 61 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট 890 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1 হাজার 420 ৷
আজ 6 হাজার 706টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এই সপ্তাহে নতুন করে তিনটি ল্যাবে কোরোনা পরীক্ষা শুরু হয়েছে ৷ বর্তমানে রাজ্যে মোট 24টি ল্যাবে কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷