ETV Bharat / state

পৌরনিগমের গাড়ির ধাক্কায় মৃত প্রবীণ ব্যক্তি - 1 died on a KMC car accident in kolkata

পৌরনিগমের গাড়ি পিষে দিল এক প্রবীণ ব্যক্তিকে ৷ তদন্তে নেমেছে কলকাতা পৌরনিগম ও পুলিশ ৷

1-died-on-a-kmc-car-accident-in-kolkata
পৌরনিগমের গাড়ির ধাক্কায় মৃত বৃদ্ধ, চালক পলাতক
author img

By

Published : Sep 25, 2020, 6:15 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : পৌরনিগমের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির ৷ আজ এমনই অভিযোগ উঠল কলেজ স্কোয়ার চত্বরে ৷ মৃতের নাম সুরেশ মোদক(62) ৷ মৃত ওই প্রবীণ ব্যক্তি কলেজ স্কোয়ার সংলগ্ন সূর্যসেন স্ট্রিটের বাসিন্দা ৷

জানা গেছে, সুরেশবাবু আজ সকালে বাজার করে হেঁটে ফিরছিলেন ৷ সেই সময়ে কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷ ঘটনার পর চালক গাড়ি ফেলে চম্পট দেয় ৷

খবর পেয়ে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ আসে ৷ দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ এই ঘটনায় কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম শোক প্রকাশ করেছেন ৷ সেই সঙ্গে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তাঁর কথায়, পুলিশ যেমন নিজের তদন্ত করছে করবে, কলকাতা পৌরনিগম আলাদা করে তদন্ত করে দেখবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর : পৌরনিগমের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির ৷ আজ এমনই অভিযোগ উঠল কলেজ স্কোয়ার চত্বরে ৷ মৃতের নাম সুরেশ মোদক(62) ৷ মৃত ওই প্রবীণ ব্যক্তি কলেজ স্কোয়ার সংলগ্ন সূর্যসেন স্ট্রিটের বাসিন্দা ৷

জানা গেছে, সুরেশবাবু আজ সকালে বাজার করে হেঁটে ফিরছিলেন ৷ সেই সময়ে কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷ ঘটনার পর চালক গাড়ি ফেলে চম্পট দেয় ৷

খবর পেয়ে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ আসে ৷ দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ এই ঘটনায় কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম শোক প্রকাশ করেছেন ৷ সেই সঙ্গে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তাঁর কথায়, পুলিশ যেমন নিজের তদন্ত করছে করবে, কলকাতা পৌরনিগম আলাদা করে তদন্ত করে দেখবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.