ETV Bharat / state

সীমান্তে উদ্ধার 126 কেজি ইলিশ, গ্রেপ্তার লরি চালক - সীমান্তে উদ্ধার 126 কেজি ইলিশ

পেট্রাপোলে উদ্ধার 126 কেজি বাংলাদেশি ইলিশ । বে-আইনিভাবে পাচার করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল এক লরি চালক ।

smuggling hilsa fish
ইলিশ মাছ পাচার
author img

By

Published : Aug 6, 2020, 7:24 PM IST

কলকাতা, 6 অগাস্ট: বাংলাদেশ থেকে বেআইনিভাবে ইলিশ পাচার করতে গিয়ে গ্রেপ্তার 1 । গতকাল সীমান্তরক্ষী বাহিনী পেট্রাপোলে একটি লরি থেকে উদ্ধার করে 126 কেজি প্যাকেটজাত ইলিশ মাছ । লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃত, বাজেয়াপ্ত বাংলাদেশি ইলিশ ও লরিটিকে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

ধৃতের নাম বিপ্লব শীল । বনগাঁর দীনবন্ধু নগরের বাসিন্দা । পেশায় লরিচালক । জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, গতকাল রাত্রে বাংলাদেশে পণ্য খালাস করে লরি নিয়ে ফিরছিল বিপ্লব । সেই সময় 9 টি প্লাস্টিকের প্যাকেট তার গাড়িতে তুলে দেয় বাংলাদেশের মিডিয়া মিরাজ চৌধুরি । প্যাকেটগুলি বনগাঁর নরহরিপুরের ট্রাক পার্কিংয়ের খোকন নামে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা বলেছিল মিরাজ । পরিবর্তে বিপ্লবকে 5 হাজার টাকা দেওয়া হবে । বাজেয়াপ্ত করা ইলিশ ও লরির বাজার মূল্য প্রায় 11 লাখ 26 হাজার টাকা ।

2012 সালে তিস্তার জলবণ্টন বিতর্কের জেরে এদেশে ইলিশ রপ্তানি বন্ধ করেছে হাসিনা সরকার । 2015 সালের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে গিয়েছিলেন । পরে তিনি রাজ্য বিধানসভায় বলেছিলেন, “বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি । তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে ।"

অবশ্য গতবছর দুর্গা পুজোর সময় কলকাতায় 500 টন ইলিশ পাঠানোর সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ সরকার । কিন্তু সেই শেষ ।

কলকাতা, 6 অগাস্ট: বাংলাদেশ থেকে বেআইনিভাবে ইলিশ পাচার করতে গিয়ে গ্রেপ্তার 1 । গতকাল সীমান্তরক্ষী বাহিনী পেট্রাপোলে একটি লরি থেকে উদ্ধার করে 126 কেজি প্যাকেটজাত ইলিশ মাছ । লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃত, বাজেয়াপ্ত বাংলাদেশি ইলিশ ও লরিটিকে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

ধৃতের নাম বিপ্লব শীল । বনগাঁর দীনবন্ধু নগরের বাসিন্দা । পেশায় লরিচালক । জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, গতকাল রাত্রে বাংলাদেশে পণ্য খালাস করে লরি নিয়ে ফিরছিল বিপ্লব । সেই সময় 9 টি প্লাস্টিকের প্যাকেট তার গাড়িতে তুলে দেয় বাংলাদেশের মিডিয়া মিরাজ চৌধুরি । প্যাকেটগুলি বনগাঁর নরহরিপুরের ট্রাক পার্কিংয়ের খোকন নামে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা বলেছিল মিরাজ । পরিবর্তে বিপ্লবকে 5 হাজার টাকা দেওয়া হবে । বাজেয়াপ্ত করা ইলিশ ও লরির বাজার মূল্য প্রায় 11 লাখ 26 হাজার টাকা ।

2012 সালে তিস্তার জলবণ্টন বিতর্কের জেরে এদেশে ইলিশ রপ্তানি বন্ধ করেছে হাসিনা সরকার । 2015 সালের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে গিয়েছিলেন । পরে তিনি রাজ্য বিধানসভায় বলেছিলেন, “বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি । তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে ।"

অবশ্য গতবছর দুর্গা পুজোর সময় কলকাতায় 500 টন ইলিশ পাঠানোর সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ সরকার । কিন্তু সেই শেষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.