ETV Bharat / state

টি বোর্ডের কাছে 8 দফা দাবি পেশ তৃণমূল সাংসদের

একাধিক দাবি নিয়ে টি বোর্ডের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন শান্তা ছেত্রী । চা শ্রমিকদের জন্য একাধিক দাবির কথা জানালেন ।

ছবি
ছবি
author img

By

Published : May 5, 2020, 12:41 PM IST

কার্শিয়াং, 5 মে : চা শিল্পের স্বার্থে এবার টি বোর্ডের কাছে একগুচ্ছ প্রস্তাব তৃণমূলের রাজ্যসভার সদস্য শান্তা ছেত্রীর । গতকাল টি বোর্ডের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন তিনি । লকডাউনের জেরে চা শিল্পের বর্তমান অবস্থা, শ্রমিকদের পরিস্থিতিসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় । শান্তা ছেত্রী টি বোর্ডের কাছে আট দফা দাবি রাখেন ।

শান্তা ছেত্রী বলেন, "2017 সালে 104 দিনের পাহাড় বনধ আন্দোলনের জেরে চা শিল্পে ক্ষতি হয়েছে ।" সেজন্য গোটা রাজ্যে চা বাগানগুলির জন্য আটকে থাকা ভর্তুকিও দেওয়ার দাবি করেন তিনি । এছাড়া নেপালের চা দার্জিলিঙের চায়ের নাম করে বিক্রির অসাধু চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জিও টি বোর্ডের কাছে জানান তিনি ।

লকডাউনে আর পাঁচটা দিন আনা দিন খাওয়া মানুষের মতোই অবস্থা চা শ্রমিকদের । কাজ বন্ধ থাকায় আর্থিক অবস্থা তলানিতে । এই পরিস্থিতিতে তাঁদের জন্য আর্থিক প্যাকেজের দাবিসহ শ্রমিকদের সপ্তাহে মাথাপিছু এক হাজার টাকা করে দেওয়ার দাবিও টি বোর্ডের কাছে জানান তিনি ।

কার্শিয়াং, 5 মে : চা শিল্পের স্বার্থে এবার টি বোর্ডের কাছে একগুচ্ছ প্রস্তাব তৃণমূলের রাজ্যসভার সদস্য শান্তা ছেত্রীর । গতকাল টি বোর্ডের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন তিনি । লকডাউনের জেরে চা শিল্পের বর্তমান অবস্থা, শ্রমিকদের পরিস্থিতিসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় । শান্তা ছেত্রী টি বোর্ডের কাছে আট দফা দাবি রাখেন ।

শান্তা ছেত্রী বলেন, "2017 সালে 104 দিনের পাহাড় বনধ আন্দোলনের জেরে চা শিল্পে ক্ষতি হয়েছে ।" সেজন্য গোটা রাজ্যে চা বাগানগুলির জন্য আটকে থাকা ভর্তুকিও দেওয়ার দাবি করেন তিনি । এছাড়া নেপালের চা দার্জিলিঙের চায়ের নাম করে বিক্রির অসাধু চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জিও টি বোর্ডের কাছে জানান তিনি ।

লকডাউনে আর পাঁচটা দিন আনা দিন খাওয়া মানুষের মতোই অবস্থা চা শ্রমিকদের । কাজ বন্ধ থাকায় আর্থিক অবস্থা তলানিতে । এই পরিস্থিতিতে তাঁদের জন্য আর্থিক প্যাকেজের দাবিসহ শ্রমিকদের সপ্তাহে মাথাপিছু এক হাজার টাকা করে দেওয়ার দাবিও টি বোর্ডের কাছে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.