কালিম্পং, 21 অগাস্ট : সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক বেহাল ৷ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই
৷ পাহাড়, সমতলের বিভিন্ন প্রান্ত প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রয়েছে । ভরা বর্ষার মরশুমে ধসের সমস্যা তো রয়েছে, কোথাও কোথাও রাস্তা একাংশ খরস্রোতা তিস্তার কবলে । সড়কের অনেক জায়গায় রয়েছে বড় বড় গর্ত । ফলে ভাঙাচোরা এই পথে চলতে গিয়ে যানবাহন মাঝে মধ্যেই বিকল হয়ে যাচ্ছে ।
জরাজীর্ণ জাতীয় সড়ক ধসের গেরোয় অবরুদ্ধ হয়ে পড়ছে প্রায়ই । ধস সরিয়ে যান চলাচলের উপযুক্ত করা হলেও যাত্রীদের অনেক সময় লেগে যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাতে । ফলে প্রাণের ঝুঁকি রয়েছে যাতায়াতের পথে ৷
শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের মধ্যে তো বটেই সেবক-বাঘপুল হয়ে ডুয়ার্সের মধ্যে সড়ক পথে সংযোগের 31 নম্বর জাতীয় সড়কে যান চলাচলও এর উপর অনেকটাই নির্ভরশীল । আগে দশ নম্বর জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) । এখন পূর্ত বিভাগের দায়িত্বে 10 নম্বর জাতীয় সড়ক ।
পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার উত্তম প্রধান বলেন, বর্ষায় পাহাড়ি পথে ধস নামা একটি স্বাভাবিক ঘটনা । তবে ধসে ওই পথ যাতে বেশিক্ষণ অবরুদ্ধ হয়ে হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখা হচ্ছে । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । শ্রমিকরা আপ্রাণ চেষ্টা করছেন রাস্তা দ্রুত ঠিক করে ফেলতে ৷ ইতিমধ্যে অনেক দুর্ঘটনা, এমন কী প্রাণহানির ঘটনাও ঘটেছে । মাঝে মধ্যেই এই পথে তীব্র যানজটে নাকাল হন পর্যটকরা । বর্ষার ক'দিন এই দুর্ভোগ বাদ দিলে জঙ্গল, পাহাড় ও নদী ঘেরা এই পাহাড়ি বাঁকের জাতীয় সড়ক পর্যটকদের কাছে বেশ উপভোগ্য বলেই যাত্রীদের অভিমত ।