ETV Bharat / state

সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক বেহাল, ভোগান্তি

10 নম্বর জাতীয় সড়কে খানাখন্দ, রয়েছে প্রাণের ঝুঁকি ৷

author img

By

Published : Aug 21, 2019, 12:15 PM IST

যানবাহনের যন্ত্রাংশও খারাপ হয়ে যাচ্ছে খানাখন্দ ভরা রাস্তা দিয়ে চলতে চলতে ।

কালিম্পং, 21 অগাস্ট : সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক বেহাল ৷ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই

৷ পাহাড়, সমতলের বিভিন্ন প্রান্ত প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রয়েছে । ভরা বর্ষার মরশুমে ধসের সমস্যা তো রয়েছে, কোথাও কোথাও রাস্তা একাংশ খরস্রোতা তিস্তার কবলে । সড়কের অনেক জায়গায় রয়েছে বড় বড় গর্ত । ফলে ভাঙাচোরা এই পথে চলতে গিয়ে যানবাহন মাঝে মধ্যেই বিকল হয়ে যাচ্ছে ।

জরাজীর্ণ জাতীয় সড়ক ধসের গেরোয় অবরুদ্ধ হয়ে পড়ছে প্রায়ই । ধস সরিয়ে যান চলাচলের উপযুক্ত করা হলেও যাত্রীদের অনেক সময় লেগে যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাতে । ফলে প্রাণের ঝুঁকি রয়েছে যাতায়াতের পথে ৷

শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের মধ্যে তো বটেই সেবক-বাঘপুল হয়ে ডুয়ার্সের মধ্যে সড়ক পথে সংযোগের 31 নম্বর জাতীয় সড়কে যান চলাচলও এর উপর অনেকটাই নির্ভরশীল । আগে দশ নম্বর জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) । এখন পূর্ত বিভাগের দায়িত্বে 10 নম্বর জাতীয় সড়ক ।

10 নম্বর জাতীয় সড়কে খানাখন্দ, রয়েছে প্রাণের ঝুঁকি ৷

পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার উত্তম প্রধান বলেন, বর্ষায় পাহাড়ি পথে ধস নামা একটি স্বাভাবিক ঘটনা । তবে ধসে ওই পথ যাতে বেশিক্ষণ অবরুদ্ধ হয়ে হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখা হচ্ছে । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । শ্রমিকরা আপ্রাণ চেষ্টা করছেন রাস্তা দ্রুত ঠিক করে ফেলতে ৷ ইতিমধ্যে অনেক দুর্ঘটনা, এমন কী প্রাণহানির ঘটনাও ঘটেছে । মাঝে মধ্যেই এই পথে তীব্র যানজটে নাকাল হন পর্যটকরা । বর্ষার ক'দিন এই দুর্ভোগ বাদ দিলে জঙ্গল, পাহাড় ও নদী ঘেরা এই পাহাড়ি বাঁকের জাতীয় সড়ক পর্যটকদের কাছে বেশ উপভোগ্য বলেই যাত্রীদের অভিমত ।

কালিম্পং, 21 অগাস্ট : সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক বেহাল ৷ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই

৷ পাহাড়, সমতলের বিভিন্ন প্রান্ত প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রয়েছে । ভরা বর্ষার মরশুমে ধসের সমস্যা তো রয়েছে, কোথাও কোথাও রাস্তা একাংশ খরস্রোতা তিস্তার কবলে । সড়কের অনেক জায়গায় রয়েছে বড় বড় গর্ত । ফলে ভাঙাচোরা এই পথে চলতে গিয়ে যানবাহন মাঝে মধ্যেই বিকল হয়ে যাচ্ছে ।

জরাজীর্ণ জাতীয় সড়ক ধসের গেরোয় অবরুদ্ধ হয়ে পড়ছে প্রায়ই । ধস সরিয়ে যান চলাচলের উপযুক্ত করা হলেও যাত্রীদের অনেক সময় লেগে যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাতে । ফলে প্রাণের ঝুঁকি রয়েছে যাতায়াতের পথে ৷

শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের মধ্যে তো বটেই সেবক-বাঘপুল হয়ে ডুয়ার্সের মধ্যে সড়ক পথে সংযোগের 31 নম্বর জাতীয় সড়কে যান চলাচলও এর উপর অনেকটাই নির্ভরশীল । আগে দশ নম্বর জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) । এখন পূর্ত বিভাগের দায়িত্বে 10 নম্বর জাতীয় সড়ক ।

10 নম্বর জাতীয় সড়কে খানাখন্দ, রয়েছে প্রাণের ঝুঁকি ৷

পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার উত্তম প্রধান বলেন, বর্ষায় পাহাড়ি পথে ধস নামা একটি স্বাভাবিক ঘটনা । তবে ধসে ওই পথ যাতে বেশিক্ষণ অবরুদ্ধ হয়ে হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখা হচ্ছে । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । শ্রমিকরা আপ্রাণ চেষ্টা করছেন রাস্তা দ্রুত ঠিক করে ফেলতে ৷ ইতিমধ্যে অনেক দুর্ঘটনা, এমন কী প্রাণহানির ঘটনাও ঘটেছে । মাঝে মধ্যেই এই পথে তীব্র যানজটে নাকাল হন পর্যটকরা । বর্ষার ক'দিন এই দুর্ভোগ বাদ দিলে জঙ্গল, পাহাড় ও নদী ঘেরা এই পাহাড়ি বাঁকের জাতীয় সড়ক পর্যটকদের কাছে বেশ উপভোগ্য বলেই যাত্রীদের অভিমত ।

Intro:সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক বেহাল, জীবনের ঝুঁকি নিয়ে চলছেন পর্যটকরা

কালিমপঙ, ২১ আগস্ট: সিকিমের লাইফ লাইন বলে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়ক বেহাল । ভরা বর্ষার মরশুমে ধসের সমস্যা তো রয়েছেই, কোথাও কোথাও রাস্তা একাংশ গিলেছে খরস্রোতা তিস্তা। সড়কের অনেক জায়গায় রয়েছে বড় বড় গর্ত । ফলে ভাঙাচোরা এই পথে চলতে গিয়ে যান বাহন মাঝে মধ্যেই বিকল হচ্ছে। যানবাহনের যন্ত্রাংশ খারাপ হচ্ছে। জরাজীর্ণ এই জাতীয় সড়কে কখনও ধসের গেরোয় অবরুদ্ধ হয়ে পড়ছে এই সড়ক। ধস সরিয়ে যান চলাচলের উপযুক্ত করা হলেও যাত্রীদের অনেক সময় লেগে যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছতে। ফলে প্রাণের ঝুঁকি নিয়ে এই পথে চলতে হচ্ছে পর্যটক থেকে নিত্য যাত্রীদের।


Body:শিলিগুড়ি থেকে কালিমপঙ ও সিকিমের মধ্যে তো বটেই সেবক বাঘপুল হয়ে ডুয়ার্সের মধ্যে সড়ক যোগাযোগের ৩১ নম্বর জাতীয় সড়কও এর সঙ্গে অনেকটাই নির্ভরশীল। আগে দশ নম্বর জাতীয়সড়কের রক্ষণাবেক্ষনের দায়িত্বে ছিল বর্ডার রোডস অর্গানাইজেশন। এখন পূর্ত বিভাগের দায়িত্বে ১০ নম্বর জাতীয় সড়ক। পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার উত্তম প্রধান বলেন, বর্ষায় পাহাড়ি পথে ধস নামা একটি স্বাভাবিক ঘটনা। তবে ধসে ওই পথ যাতে বেশিক্ষণ অবরুদ্ধ হয়ে হয়ে না থাকে সেদিকে খেয়াল রয়েছে তাঁদের। এজন্য জেসিবি ও লেবার মজুত রয়েছে। দিনরাত এক করে কাজ করেন তাঁরা।


Conclusion:তবে যাই হোক ধস বিধ্বস্ত ও বেহাল এই সড়কে যান চলাচল রীতিমতো ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে অনেক দুর্ঘটনা এমনকী প্রাণ হানির ঘটনাও ঘটেছে। মাঝে মধ্যেই এই পথে তীব্র যানজটের ফাঁসে পড়তে হয় পর্যটকদের। তবে বর্ষার কদিন এই দুর্ভোগ বাদ দিলে জঙ্গল, পাহাড় ও নদী ঘেরা এই পাহাড়ি বাঁকের জাতীয় সড়ক পর্যটকদের কাছে বেশ উপভোগ্য বলেই যাত্রীদের অভিমত।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.