কালিম্পং, 16 জুন : পাহাড়ে GTA এলাকায় কোরোনা পরীক্ষার অনুমোদন থেকে শুরু করে অত্যাধুনিক মেশিন আনার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তা । সোমবার তিনি কালিম্পংয়ে আসেন । এখানকার কোয়ারানটিন সেন্টার ও দার্জিলিং জেলা হাসপাতাল পরিদর্শন করেন । তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিধায়ক নিরোজ জিম্বা এবং কালিম্পংয়ের বিধায়ক সরিতা রাই সহ পাহাড়ে BJP জোট নেতৃত্বরা ।
কালিম্পংয়ে সাংসদ রাজু বিস্তা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ কুমার বড়াই সহ অন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলেন ৷ এবং কালিম্পংয়ের কোরোনা পরিস্থিতি নিয়ে সমগ্র তথ্য সংগ্রহ করেন । এরপর রাজু বিস্তা রাজ্যের তথা পাহাড়ের বেহাল স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সরব হন ।
সাংবাদিকদের দার্জিলিংয়ের সাংসদ বলেন, পাহাড়ে মাইক্রো বায়োলজিস্ট, ল্যাব টেকনিশিয়ানের সংকট রয়েছে । এজন্য কোরোনার পরীক্ষা করা সম্ভব হচ্ছে না । তবে ত্রিবেণীতে COVID হাসপাতালের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হলে কোরোনা পরীক্ষার অত্যাধুনিক মেশিন ও ICMR অনুমোদন পাওয়ার বিষয়টি দেখবেন তিনি । রাজু বিস্তা বলেন, দার্জিলিং ও কালিম্পং জেলায় স্বাস্থ্য পরিকাঠামো সহ বিভিন্ন বিষয়ে তাঁর পর্যবেক্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে তিনি জানাবেন ।
একইসঙ্গে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে মেডিকেল কলেজ করার বিষয়টিও তিনি দেখবেন বলে জানান । পাহাড়ে সামনের সারিতে থেকে কোরোনার বিরুদ্ধে লড়াই করা সবাইকে ধন্যবাদ জানান সাংসদ ।