কালিম্পং, 7 জানুয়ারি : কালিম্পংয়ে বিমল গুরুঙের সভার আগে ভাঙচুর বিনয়পন্থী যুব মোর্চার কার্যালয় । বুধবার রাতে কালিম্পং বাজারে অবস্থিত ওই মোর্চা কার্যালয়ে ভাঙচুর চালানো হয় । বিনয়পন্থীদের অভিযোগ, গুরুঙের সমর্থকরাই এই কাণ্ড ঘটিয়েছে ।
আজ কালিম্পঙের মেলা গ্রাউন্ডে সভা রয়েছে মোর্চা নেতা বিমল গুরুঙের । সূত্রের খবর, বিমল গুরুঙের প্রত্যাবর্তনের পর দার্জিলিঙের পাশাপাশি কালিম্পঙেও গুরুংপন্থী মোর্চা কর্মীরা সক্রিয় হতে শুরু করেছে । এর থেকেই গতরাতের ভাঙচুরের ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । ঘটনায় কালিম্পং সদর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ।
যুব মোর্চা সভাপতি আমির বাসনেট বলেন, "এটাই বিমলপন্থী মোর্চার মানসিকতা । বিমল গুরুং পাহাড়ে ফিরতেই অশান্তির সৃষ্টি করছে । এটা কোনও ভাবেই মানা হবে না । পাহাড়বাসী এর জবাব দেবে।"
আরও পড়ুন : ফের কার্শিয়ঙে গুরুং বিরোধিতায় মিছিল মোর্চার