ETV Bharat / state

ক্রিসমাস উপলক্ষে পাহাড় সেজে উঠলেও ভিড় নেই পর্যটকদের - christmas

ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠেছে পাহাড় । গতবছরের তুলনায় সংখ্যায় অনেকটা কম হলেও হোটেল, রেঁস্তোরায় পর্যটকদের জন্য থাকছে বিশেষ মেনু । নিয়ম মেনে বেশ কয়েকদিন ধরেই চলছে ক্যারল । সেজে উঠেছে চার্চগুলি । পাহাড়ে আসা পর্যটকরাও বড়দিনের আনন্দ উপভোগ করছেন । তবে NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভে পর্যটকদের সংখ্যা কমে গেছে এবার ।

image
ক্রিসমাস উপলক্ষে পাহাড়ে পর্যটকরা
author img

By

Published : Dec 25, 2019, 12:02 AM IST

কালিম্পং, 24 ডিসেম্বর : আর কিছুক্ষণ পর বড়দিন । আর কিছু দিন পরেই বছর শেষ, নতুন বছরের শুরু । কিন্তু এই মরশুমেও পর্যটকের দেখা নেই দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিকে । NRC ও CAA নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের জেরেই এই পরিস্থিতি বলে মনে করছে ওয়াকিবহাল মহল । তবে গতবছরের তুলনায় সংখ্যাটা কম হলেও হোটেল, রেঁস্তোরায় পর্যটকদের জন্য থাকছে বিশেষ মেনু ।

ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠেছে পাহাড় । গতবছরের তুলনায় সংখ্যায় অনেকটা কম হলেও হোটেল, রেঁস্তোরায় পর্যটকদের জন্য থাকছে বিশেষ মেনু । নিয়ম মেনে বেশ কয়েকদিন ধরেই চলছে ক্যারল । সেজে উঠেছে চার্চগুলি । পাহাড়ে আসা পর্যটকরাও বড়দিনের আনন্দ উপভোগ করছেন । তবে NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভে পর্যটকদের সংখ্যা কমে গেছে এবার ।

দার্জিলিংয়ের লাডেনলা রোডের এক হোটেল ব্যবসায়ী বলেন, "NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের জেরে দার্জিলিংয়ে 50 শতাংশ বুকিং বাতিল হয়েছে । আপাতত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও গতবছরের তুলনায় এ বছর বড়দিনের মরশুমে 35 শতাংশ পর্যটক কম । "

কালিম্পং, 24 ডিসেম্বর : আর কিছুক্ষণ পর বড়দিন । আর কিছু দিন পরেই বছর শেষ, নতুন বছরের শুরু । কিন্তু এই মরশুমেও পর্যটকের দেখা নেই দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিকে । NRC ও CAA নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের জেরেই এই পরিস্থিতি বলে মনে করছে ওয়াকিবহাল মহল । তবে গতবছরের তুলনায় সংখ্যাটা কম হলেও হোটেল, রেঁস্তোরায় পর্যটকদের জন্য থাকছে বিশেষ মেনু ।

ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠেছে পাহাড় । গতবছরের তুলনায় সংখ্যায় অনেকটা কম হলেও হোটেল, রেঁস্তোরায় পর্যটকদের জন্য থাকছে বিশেষ মেনু । নিয়ম মেনে বেশ কয়েকদিন ধরেই চলছে ক্যারল । সেজে উঠেছে চার্চগুলি । পাহাড়ে আসা পর্যটকরাও বড়দিনের আনন্দ উপভোগ করছেন । তবে NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভে পর্যটকদের সংখ্যা কমে গেছে এবার ।

দার্জিলিংয়ের লাডেনলা রোডের এক হোটেল ব্যবসায়ী বলেন, "NRC ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের জেরে দার্জিলিংয়ে 50 শতাংশ বুকিং বাতিল হয়েছে । আপাতত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও গতবছরের তুলনায় এ বছর বড়দিনের মরশুমে 35 শতাংশ পর্যটক কম । "

Intro:এনআরসি ও সিএএ-এর প্রতিবাদ বিক্ষোভের জেরে পর্যটন মরসুমেও পর্যটনে ভাটা । বর্ষ বিদায় ও ক্রিসমাসের আগে গতবছরের তুলনায় এবছর অনেকটাই কম পর্যটক দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং ও .মিরিক সহ পাহাড়ে । কিন্তু এরপরেও আনন্দে ভাটা নেই । ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠেছে পাহাড় । গতবছরের তুলনায় সংখ্যায় অনেকটা কম হলেও হোটেল, রেঁস্তোরায় পর্যটকদের জন্য রয়েছে বিশেষ মেনু । নিয়ম মেনে বেশ কয়েকদিন ধরেই চলছে ক্যারল । সেজে উঠেছে চার্চগুলি । পাহাড়ে আসা পর্যটকরাও বড়দিনের আনন্দ উপভোগ করছেন । Body:এনআরসি ও সিএএ-এর প্রতিবাদ বিক্ষোভের জেরে পর্যটন মরসুমেও পর্যটনে ভাটা । বর্ষ বিদায় ও ক্রিসমাসের আগে গতবছরের তুলনায় এবছর অনেকটাই কম পর্যটক দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং ও .মিরিক সহ পাহাড়ে । কিন্তু এরপরেও আনন্দে ভাটা নেই । ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠেছে পাহাড় । গতবছরের তুলনায় সংখ্যায় অনেকটা কম হলেও হোটেল, রেঁস্তোরায় পর্যটকদের জন্য রয়েছে বিশেষ মেনু । নিয়ম মেনে বেশ কয়েকদিন ধরেই চলছে ক্যারল । সেজে উঠেছে চার্চগুলি । পাহাড়ে আসা পর্যটকরাও বড়দিনের আনন্দ উপভোগ করছেন । Conclusion:এনআরসি ও সিএএ-এর প্রতিবাদ বিক্ষোভের জেরে পর্যটন মরসুমেও পর্যটনে ভাটা । বর্ষ বিদায় ও ক্রিসমাসের আগে গতবছরের তুলনায় এবছর অনেকটাই কম পর্যটক দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং ও .মিরিক সহ পাহাড়ে । কিন্তু এরপরেও আনন্দে ভাটা নেই । ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠেছে পাহাড় । গতবছরের তুলনায় সংখ্যায় অনেকটা কম হলেও হোটেল, রেঁস্তোরায় পর্যটকদের জন্য রয়েছে বিশেষ মেনু । নিয়ম মেনে বেশ কয়েকদিন ধরেই চলছে ক্যারল । সেজে উঠেছে চার্চগুলি । পাহাড়ে আসা পর্যটকরাও বড়দিনের আনন্দ উপভোগ করছেন ।

বিস্তরিত কপি যাচ্ছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.