ETV Bharat / state

দার্জিলিঙের কমলালেবুর মান বাড়াতে কেন্দ্রের উদ্যোগ, দায়িত্ব উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে

author img

By

Published : Dec 4, 2019, 9:31 AM IST

দার্জিলিঙের কমলালেবুর ফলন বাড়াতে উদ্য়োগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের তরফে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে ৷

কমলালেবু
কমলালেবু

কালিম্পং, 4 ডিসেম্বর : রোগ-পোকার কারণে ফলন কমছে দার্জিলিঙের কমলালেবুর ৷ ফলন বাড়াতে উদ্য়োগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের তরফে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে ৷

চলতি বছর থেকে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় ৷ রোগ-পোকার আক্রমণ, আবহাওয়ার পরিবর্তন ও ভাইরাসের দাপটে দার্জিলিঙের কমলালেবুর গুণগত মান কমছে ৷ এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ না করা এবং নতুন গাছ রোপণ না করার জন্ও ফলন কমছে বলে জানিয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে উদ্যানপালন আধিকারিক ও পাহাড়ের কমলালেবু বিশেষজ্ঞরা ৷

প্রকল্প নিয়ে বলছেন অধ্যাপক ডঃ শরদ গুরুং

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কালিম্পং ক্যাম্পাসের অধ্যাপক ডঃ শরদ গুরুং বলেন, "স্বাদে ও গন্ধে বিশ্ব সেরা দার্জিলিং কমলালেবু । কিন্তু তার ফলন ও মান দিন দিন কমছে ৷ সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে । কেন্দ্রের তরফে এনিয়ে একটি প্রকল্প দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে ৷ এবছর থেকেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাচ্ছে ৷ এই প্রকল্পে পাহাড়ের কমলালেবু চাষিদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রতিটি ব্যাচে 50 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজ থেকে চারা তৈরি ও গাছের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা সবকিছুই এই প্রকল্পে শেখানো হবে ৷"

কালিম্পং, 4 ডিসেম্বর : রোগ-পোকার কারণে ফলন কমছে দার্জিলিঙের কমলালেবুর ৷ ফলন বাড়াতে উদ্য়োগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের তরফে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে ৷

চলতি বছর থেকে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় ৷ রোগ-পোকার আক্রমণ, আবহাওয়ার পরিবর্তন ও ভাইরাসের দাপটে দার্জিলিঙের কমলালেবুর গুণগত মান কমছে ৷ এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ না করা এবং নতুন গাছ রোপণ না করার জন্ও ফলন কমছে বলে জানিয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে উদ্যানপালন আধিকারিক ও পাহাড়ের কমলালেবু বিশেষজ্ঞরা ৷

প্রকল্প নিয়ে বলছেন অধ্যাপক ডঃ শরদ গুরুং

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কালিম্পং ক্যাম্পাসের অধ্যাপক ডঃ শরদ গুরুং বলেন, "স্বাদে ও গন্ধে বিশ্ব সেরা দার্জিলিং কমলালেবু । কিন্তু তার ফলন ও মান দিন দিন কমছে ৷ সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে । কেন্দ্রের তরফে এনিয়ে একটি প্রকল্প দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে ৷ এবছর থেকেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাচ্ছে ৷ এই প্রকল্পে পাহাড়ের কমলালেবু চাষিদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রতিটি ব্যাচে 50 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজ থেকে চারা তৈরি ও গাছের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা সবকিছুই এই প্রকল্পে শেখানো হবে ৷"

Intro: রোগ-পোকা থেকে ভাইরাসের আক্রমনে ফলন কমছে দার্জিলিংয়ের কমলালেবুর । প্রতিরোধে নয়া প্রকল্পে কাজ শুরু ইউবিকেভি-র কালিমপঙ, 29 নভেম্বর : দার্জিলিংয়ের গর্বের কমলা লেবুর গুণমান বজায় রেখে ফলন বাড়াতে নয়া প্রকল্প উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের। চলতি বছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু করছে ইউবিকেভি। রোগ পোকার আক্রমণ, আবহাওয়ার পরিবর্তন ও ভাইরাসের দাপট তো রয়েছেই সেই সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে কমলালেবুর চাষ না হওয়ায় দার্জিলিং কমলা লেবুর মান কমছে। পুরোনো গাছ সরিয়ে নয়া গাছের রোপণ সেভাবে না হওয়াও এরজন্য অনেকটা দায়ী বলে জানাচ্ছেন কৃষি অধ্যাপক থেকে শুরু করে উদ্যান পালন আধিকারিক ও পাহাড়ের কমলালেবু বিশেষজ্ঞ রা।


Body:উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কালিমপঙ ক্যাম্পাসের অধ্যাপক ড: শরদ গুরুং জানিয়েছেন, স্বাদে ও গন্ধে বিশ্ব সেরা দার্জিলিং কমলালেবুর ফলন ও মান দিন দিন কমছে। এর থেকে মুক্তি পেতে কাজ করছেন তাঁরা। কেন্দ্রের তরফে এনিয়ে একটি প্রকল্প দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বা ইউবিকেভি'কে। এবছর থেকেই সেই কাজ শুরু হয়ে যাচ্ছে। এই প্রকল্পে কমলালেবু চাষিদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি ব্যাচে 50 জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। বীজ থেকে চারা তৈরি ও গাছের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা শেখানো হবে।


Conclusion:দার্জিলিং পাহাড়ে এই ধরণের প্রকল্প এই প্রথম। এখন দেখার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বা ইউবকেভি এই প্রকল্প কার্যকর করে দার্জিলিংয়ের কমলালেবুর মান ও ফলন বাড়াতে কতটা সক্ষম হয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.