ETV Bharat / state

চা, সিঙ্কোনার পর পাহাড়ে এবার ব্র্যান্ড 'কালিম্পং কফি' - GTA related news

পরিকল্পনা বাস্তবায়িত করতে মোট 64টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে ৷ সেখানে 'কালিম্পং কফি', এই ব্র্যান্ড নামে কফি চাষ করা হবে ৷ এ জন্য ইতিমধ্যেই 1232 জন কৃষককে 7 লাখ 20 হাজার কফি গাছের চারা বিতরণ করা হয়েছে ।

কালিম্পং কফি, coffee plantation in Kalimpong
কফি
author img

By

Published : Nov 27, 2019, 7:37 PM IST

Updated : Nov 27, 2019, 8:42 PM IST

কালিম্পং, 27 নভেম্বর : দার্জিলিং-এর চা ৷ স্বাদে ও গন্ধে অতুলনীয় ৷ বিশ্ব জুড়ে সুনাম রয়েছে ৷ তেমনি কালিম্পংকে এবার থেকে বিশ্ব চিনবে কফির জন্য ৷ আর যেমন ভাবনা তেমন কাজ ৷ GTA (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর উদ্যোগে রাজ্যের উদ্যান পালন দপ্তর, কৃষি দপ্তর এবং সিঙ্কোনা প্ল্যান্টেশনের যৌথ চেষ্টায় জোর কদমে শুরু হয়েছে কাজ ৷ জানালেন কালিম্পং-এর উদ্যান পালন দপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও ইনচার্জ মহাদেব ছেত্রী ৷

2018 সালে পাহাড়ে GTA-এর উদ্যোগে কফি চাষের পরিকল্পনা করা হয় ৷ মংপুর সিঙ্কোনা প্ল্যান্টেশনের উদ্যোগে প্রকল্প তৈরি করা হয় । আর এই পরিকল্পনা বাস্তবায়িত করতে মোট 64টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে ৷ সেখানে 'কালিম্পং কফি', এই ব্র্যান্ড নামে কফি চাষ করা হবে ৷ এ জন্য ইতিমধ্যেই 1232 জন কৃষককে 7 লাখ 20 হাজার কফি গাছের চারা বিতরণ করা হয়েছে । কালিম্পং ব্লক -1, ব্লক -2 এবং ব্লক- 3-এ সাংসে ভালুখোপ, গীতাবলিং, লোলে, আলগাড়ার মতো জায়গা সহ 412 একর জমিকে এই চাষের আওতায় আনা হয়েছে । এরপর থেকে বীজ থেকে কৃষকরা যাতে নিজেরাই কফি চারা তৈরি করতে পারে সেই প্রশিক্ষণ উদ্যান পালন দপ্তরের তরফে দেওয়া হবে । সেই লক্ষ্যেই এগোচ্ছে কালিম্পং উদ্যান পালন দপ্তর । মহাদেব ছেত্রী জানান, ''পাহাড়ে কমলা, আদা ও এলাচ চাষের প্রতি মানুষের ঝোঁক কমছে । কারণ, ওই সব চাষে আর আগের মতো ফলন নেই । ফলে অর্থনৈতিক বিকাশের দিকটি লক্ষ্য রেখে পাহাড়ে কফি চাষে উৎসাহ দেওয়া হচ্ছে ।

kalimpong coffee new project
কালিম্পং-এ জোরকদমে চলছে কফি চাষ

তিনি আরও জানান, কর্ণাটকের চিকমাগালুর থেকে অ্যারাবিক চন্দ্রগিরি প্রজাতির কফি চারা এনে কালিম্পং পাহাড়ে কফি চাষ করা হচ্ছে । তবে 2020 সাল থেকে লক্ষ্য মাত্রা রাখা হয়েছে কফি বীজ এনে কৃষকদের চারা তৈরির জন্য দেওয়া হবে । সব ঠিকঠাক থাকলে 10 বছর পর কালিম্পংকে কফির শহর হিসাবে চিনবে বিশ্ব । এখানে কফি গাছ দেখতে, কফি খেতে পর্যটকদেরও কালিম্পঙে আসার ইচ্ছে আরও বাড়বে ।

দেখুন ভিডিয়ো...

পাহাড়ে অর্থনৈতিক বিকাশ ও বিকল্প আয়ের উৎসের খোঁজে জোরদার কাজ চলছে । সিঙ্কোনা, চা এর পর এবার কালিম্পংকে কফির জন্য চিনবে বিশ্ববাসী ৷

কালিম্পং, 27 নভেম্বর : দার্জিলিং-এর চা ৷ স্বাদে ও গন্ধে অতুলনীয় ৷ বিশ্ব জুড়ে সুনাম রয়েছে ৷ তেমনি কালিম্পংকে এবার থেকে বিশ্ব চিনবে কফির জন্য ৷ আর যেমন ভাবনা তেমন কাজ ৷ GTA (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর উদ্যোগে রাজ্যের উদ্যান পালন দপ্তর, কৃষি দপ্তর এবং সিঙ্কোনা প্ল্যান্টেশনের যৌথ চেষ্টায় জোর কদমে শুরু হয়েছে কাজ ৷ জানালেন কালিম্পং-এর উদ্যান পালন দপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও ইনচার্জ মহাদেব ছেত্রী ৷

2018 সালে পাহাড়ে GTA-এর উদ্যোগে কফি চাষের পরিকল্পনা করা হয় ৷ মংপুর সিঙ্কোনা প্ল্যান্টেশনের উদ্যোগে প্রকল্প তৈরি করা হয় । আর এই পরিকল্পনা বাস্তবায়িত করতে মোট 64টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে ৷ সেখানে 'কালিম্পং কফি', এই ব্র্যান্ড নামে কফি চাষ করা হবে ৷ এ জন্য ইতিমধ্যেই 1232 জন কৃষককে 7 লাখ 20 হাজার কফি গাছের চারা বিতরণ করা হয়েছে । কালিম্পং ব্লক -1, ব্লক -2 এবং ব্লক- 3-এ সাংসে ভালুখোপ, গীতাবলিং, লোলে, আলগাড়ার মতো জায়গা সহ 412 একর জমিকে এই চাষের আওতায় আনা হয়েছে । এরপর থেকে বীজ থেকে কৃষকরা যাতে নিজেরাই কফি চারা তৈরি করতে পারে সেই প্রশিক্ষণ উদ্যান পালন দপ্তরের তরফে দেওয়া হবে । সেই লক্ষ্যেই এগোচ্ছে কালিম্পং উদ্যান পালন দপ্তর । মহাদেব ছেত্রী জানান, ''পাহাড়ে কমলা, আদা ও এলাচ চাষের প্রতি মানুষের ঝোঁক কমছে । কারণ, ওই সব চাষে আর আগের মতো ফলন নেই । ফলে অর্থনৈতিক বিকাশের দিকটি লক্ষ্য রেখে পাহাড়ে কফি চাষে উৎসাহ দেওয়া হচ্ছে ।

kalimpong coffee new project
কালিম্পং-এ জোরকদমে চলছে কফি চাষ

তিনি আরও জানান, কর্ণাটকের চিকমাগালুর থেকে অ্যারাবিক চন্দ্রগিরি প্রজাতির কফি চারা এনে কালিম্পং পাহাড়ে কফি চাষ করা হচ্ছে । তবে 2020 সাল থেকে লক্ষ্য মাত্রা রাখা হয়েছে কফি বীজ এনে কৃষকদের চারা তৈরির জন্য দেওয়া হবে । সব ঠিকঠাক থাকলে 10 বছর পর কালিম্পংকে কফির শহর হিসাবে চিনবে বিশ্ব । এখানে কফি গাছ দেখতে, কফি খেতে পর্যটকদেরও কালিম্পঙে আসার ইচ্ছে আরও বাড়বে ।

দেখুন ভিডিয়ো...

পাহাড়ে অর্থনৈতিক বিকাশ ও বিকল্প আয়ের উৎসের খোঁজে জোরদার কাজ চলছে । সিঙ্কোনা, চা এর পর এবার কালিম্পংকে কফির জন্য চিনবে বিশ্ববাসী ৷

Intro:চা, সিনকোনার পাহাড়ে এবার ব্র্যান্ড 'কালিমপঙ কফি'

কালিমপঙ, 26 নভেম্বর: চায়ের জন্য যেমন বিখ্যাত দার্জিলিং। তেমনি কালিমপঙকে বিশ্ব চিনবে কফির জন্য। আর যেমন ভাবনা তেমন কাজ। উদ্যান পালন দফতর, কৃষি এবং সিনকোনা প্ল্যান্টেশনের যৌথ চেষ্টায় জোর কদমে চলছে এই কাজ। জানালেন কালিমপঙয়ের উদ্যান পালন দফতরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও ইনচার্জ মহাদেব ছেত্রী।


Body:2018 সালে সরকারি ভাবে পাহাড়ে কফি চাষে উদ্যোগ নেওয়া হয়। মংপুর সিনকোনা প্ল্যান্টেশনের উদ্যোগে প্রকল্প তৈরি করা হয়। কৃষি, উদ্যান পালন ও সিনকোনা প্ল্যান্টেশনের যৌথ উদ্যোগে 'কালিমপঙ কফি' ব্র্যান্ড নামে কফি চাষের জন্য 64 টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। এজন্য ইতিমধ্যে 1232 টি কৃষককে 7 লাখ 20 হাজার কফি চারা গাছ বিতরণ করা হয়েছে। কালিমপঙ ব্লক -1, ব্লক -2 এবং ব্লক- 3 এ সাংসে ভালুখোপ, গিতাবলিং, লোলে,আলগাড়ার মতো জায়গা সহ 412 একর জমিকে এই চাষের আওতায় আনা হয়েছে। তবে এরপর থেকে বিজ থেকে কৃষকরা যাতে নিজেই কফি চারা তৈরি করতে পারে সেই প্রশিক্ষণ উদ্যান পালন দফতর থেকে দেওয়া হবে। সেই লক্ষ্যেই এগোচ্ছে কালিমপঙ উদ্যান পালন দফতর। মহাদেব ছেত্রী জানান, পাহাড়ে কমলা, আদা ও এলাচ চাষের প্ৰতি মানুষের ঝোঁক কমছে। কেননা, ওইসব চাষে আর আগের মতো ফলন নেই। ফলে অর্থনৈতিক বিকাশের দিকটি লক্ষ্য রেখে পাহাড়ে কফি চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। কর্ণাটকের চিকমাংলুর থেকে আরোবিক চন্দ্রগিরি প্রজাতির কফি চারা এনে কালিমপঙ পাহাড়ে কফি চাষ করা হচ্ছে। তবে 2020 সাল থেকে লক্ষ্য মাত্রা রাখা হয়েছে কফি বীজ এনে কৃষক দের চারা তৈরির জন্য দেওয়া হবে। সব ঠিকঠাক থাকলে 10 বছর পর কালিমপঙকে কফির শহর হিসাবে চিনবে বিশ্ব। এখানে কফি গাছ দেখতে, কফি খেতে পর্যটকদের কালিমপঙয়ে আসার বাসনা জাগবে।


Conclusion:এভাবেই পাহাড়ের অর্থনৈতিক বিকাশে বিকল্প আয়ের উৎসে জোরদার কাজ চলছে। সিনকোনা, চা চাষের পাহাড়ে এখন এভাবেই কফি চাষের জোয়ার শুরু হতে চলেছে।
Last Updated : Nov 27, 2019, 8:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.