ETV Bharat / state

বিচ্ছিন্ন পাহাড়, থমকে জনজীবন; বৃষ্টি-ধসে আটকে বহু পর্যটক

জলের তোড়ে ভেসে গেল শিলিগুড়ির টাইপু নদীর সেতু । তিস্তার জলস্তর বাড়ায় দোমহনি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর ।

author img

By

Published : Jul 12, 2019, 2:47 PM IST

Updated : Jul 12, 2019, 3:37 PM IST

ধসের জেরে বন্ধ জাতীয় সড়ক

দার্জিলিং, 12 জুলাই: ধস ও বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন । ধসের জেরে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক । বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা । ফুঁসছে ডুয়ার্সের তোর্সা, তিস্তা সহ বিভিন্ন নদী ।

জলের তোড়ে ভেসে গেল শিলিগুড়ির টাইপু নদীর সেতু । তিস্তার জলস্তর বাড়ায় দোমহনি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর । টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে আলিপুরদুয়ারের কালজানি, রায়ডাক সহ বিভিন্ন নদীতে । বিশেষ নজরদারি দল গঠন করেছে আলিপুরদুয়ারের সেচ দপ্তর । জেলা সেচ দপ্তরের আধিকারিক নীরজকুমার সিং জানান, বিশেষ দলটি নদীগুলির উপর নজর রাখবে । প্রতি ঘণ্টায় রিপোর্ট দেবে । পরিস্থিতি মোকাবিলার জন্য বিপর্যয়ের মোকাবিলা বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

দেখুন ভিডিয়ো

বিগত কয়েক দিনের বৃষ্টিতে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে । জলমগ্ন জলপাইগুড়ির চাপাডাঙা, বোয়ালমারি এলাকা । আলিপুরদুয়ারের কালচিনি, কুমারগ্রাম, ফালাকাটা, শামুকতলা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন । তোর্সার জলস্তর বেড়ে ভাঙ্গন দেখা দিয়েছে কোচবিহার শহর সংলগ্ন কেশব আশ্রম এলাকায় । এখনও পর্যন্ত 10টি বাড়ি তলিয়ে গেছে বলে খবর । প্রশাসনিকস্তরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে ।

দার্জিলিং, 12 জুলাই: ধস ও বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন । ধসের জেরে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক । বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা । ফুঁসছে ডুয়ার্সের তোর্সা, তিস্তা সহ বিভিন্ন নদী ।

জলের তোড়ে ভেসে গেল শিলিগুড়ির টাইপু নদীর সেতু । তিস্তার জলস্তর বাড়ায় দোমহনি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর । টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে আলিপুরদুয়ারের কালজানি, রায়ডাক সহ বিভিন্ন নদীতে । বিশেষ নজরদারি দল গঠন করেছে আলিপুরদুয়ারের সেচ দপ্তর । জেলা সেচ দপ্তরের আধিকারিক নীরজকুমার সিং জানান, বিশেষ দলটি নদীগুলির উপর নজর রাখবে । প্রতি ঘণ্টায় রিপোর্ট দেবে । পরিস্থিতি মোকাবিলার জন্য বিপর্যয়ের মোকাবিলা বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

দেখুন ভিডিয়ো

বিগত কয়েক দিনের বৃষ্টিতে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে । জলমগ্ন জলপাইগুড়ির চাপাডাঙা, বোয়ালমারি এলাকা । আলিপুরদুয়ারের কালচিনি, কুমারগ্রাম, ফালাকাটা, শামুকতলা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন । তোর্সার জলস্তর বেড়ে ভাঙ্গন দেখা দিয়েছে কোচবিহার শহর সংলগ্ন কেশব আশ্রম এলাকায় । এখনও পর্যন্ত 10টি বাড়ি তলিয়ে গেছে বলে খবর । প্রশাসনিকস্তরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে ।

sample description
Last Updated : Jul 12, 2019, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.