ETV Bharat / state

রেশন দুর্নীতি সহ বিভিন্ন ইশু নিয়ে BJP-র অবস্থান বিক্ষোভ পাহাড়ে - bjp

রাজ্যের বিভিন্ন জেলায় চলছে রেশন নিয়ে চলছে দুর্নীতি । যার প্রতিবাদে প্রতিটি জেলায় অবস্থান বিক্ষোভ করছে BJP । ব্যতিক্রম হল না পাহাড়েও । রেশন দুর্নীতি সহ একাধিক ইশুতে BJP-র অবস্থান বিক্ষোভ কালিম্পঙে ।

ছবি
ছবি
author img

By

Published : May 8, 2020, 7:32 AM IST

Updated : May 8, 2020, 7:37 AM IST

কালিম্পং, 7 মে : রেশন দুর্নীতি-সহ একাধিক ইশুতে BJP-র অবস্থান বিক্ষোভ পাহাড়েও । গতকাল কালিম্পং টাউন এবং ব্লক-1 এর তরফে BDO অফিসে এই আন্দোলন কর্মসূচি হয় । তবে মুখে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনেই এই কর্মসূচি হয়েছে ।

রেশনে অনিয়ম, কোরোনা নিয়ে রাজ্যের তথ্য গোপন এবং দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শিলিগুড়িতে পোস্টারিংয়ের প্রতিবাদে এই কর্মসূচি, দলীয় সূত্রে এমনটাই জানানো হয়েছে । একইসঙ্গে লকডাউনের জেরে তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি করা হয় ।

BJP-র কালিম্পং টাউন সভানেত্রী অন্নপূর্ণা চতুর্বেদী, কালিম্পং ব্লক -1 এর সভাপতি গোপাল শর্মা ছাড়াও কিরণ প্রধান, লক্ষ্মী ছেত্রীদের নেতৃত্বে গতকাল এই আন্দোলন কর্মসূচি হয় । অন্নপূর্ণা দেবী বলেন, " কেন্দ্রীয় সরকার রাজ্যকে পর্যাপ্ত রেশন দিলেও তা ঠিকমতো বিলি করতে পারছে না । পাহাড়েও রেশন অনিয়মের অভিযোগ মিলেছে । এছাড়াও লকডাউনে সাধারণ মানুষের উপার্জন বন্ধ । এইজন্য অন্তত তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি জানানো হয়েছে ।"

কালিম্পং, 7 মে : রেশন দুর্নীতি-সহ একাধিক ইশুতে BJP-র অবস্থান বিক্ষোভ পাহাড়েও । গতকাল কালিম্পং টাউন এবং ব্লক-1 এর তরফে BDO অফিসে এই আন্দোলন কর্মসূচি হয় । তবে মুখে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনেই এই কর্মসূচি হয়েছে ।

রেশনে অনিয়ম, কোরোনা নিয়ে রাজ্যের তথ্য গোপন এবং দার্জিলিংয়ের BJP সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শিলিগুড়িতে পোস্টারিংয়ের প্রতিবাদে এই কর্মসূচি, দলীয় সূত্রে এমনটাই জানানো হয়েছে । একইসঙ্গে লকডাউনের জেরে তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি করা হয় ।

BJP-র কালিম্পং টাউন সভানেত্রী অন্নপূর্ণা চতুর্বেদী, কালিম্পং ব্লক -1 এর সভাপতি গোপাল শর্মা ছাড়াও কিরণ প্রধান, লক্ষ্মী ছেত্রীদের নেতৃত্বে গতকাল এই আন্দোলন কর্মসূচি হয় । অন্নপূর্ণা দেবী বলেন, " কেন্দ্রীয় সরকার রাজ্যকে পর্যাপ্ত রেশন দিলেও তা ঠিকমতো বিলি করতে পারছে না । পাহাড়েও রেশন অনিয়মের অভিযোগ মিলেছে । এছাড়াও লকডাউনে সাধারণ মানুষের উপার্জন বন্ধ । এইজন্য অন্তত তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি জানানো হয়েছে ।"

Last Updated : May 8, 2020, 7:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.