ETV Bharat / state

Accidnet in Kalimpong: কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত 12 - জাতীয় সড়কে দুর্ঘটনা

কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কে বাস ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ৷ শুক্রবারের ঘটনায় গাড়ির চালক-সহ 12 জন গুরুতর জখম হয়েছে ৷ সকলকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ ঘটনায় জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় ৷

Accidnet in Kalimpong ETV BHARAT
Accidnet in Kalimpong
author img

By

Published : Jul 7, 2023, 5:26 PM IST

কালিম্পং, 7 জুলাই: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের একটি বাস ৷ অল্পের জন্য 32 জন যাত্রী নিয়ে খাদে উলটে যাওয়ার মতো পরিস্থিতি থেকে রেহাই পেল বাসটি ৷ উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির ৷ কালিম্পংয়ের মাল্লি থানা এলাকায় 10 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় গাড়ির চালক-সহ 12 জন যাত্রী গুরুতর জখম হয়েছেন ৷ জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে চারচাকার গাড়িটি আসছিল ৷ আর যাত্রীবাহি বাসটি সিকিম থেকে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার সিকিম থেকে ন্যাশনাল ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাস শিলিগুড়ির দিকে আসছিল ৷ কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কের উপর শিলিগুড়ির দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের ৷ ঘটনার প্রতিঘাতে বাসটি খাদের দিকে চলে যায় ৷ তবে, অল্পের জন্য সেটি খাদে পড়ে যাওয়া থেকে রেহাই পায় ৷ তা না হলে, প্রায় 32 জন যাত্রীকে নিয়ে বাসটি খাদে পড়লে কারও প্রাণে বাঁচার আশা ছিল না ৷ তবে, এই দুর্ঘটনায় আহত গাড়ির চালক-সহ 12 জনের অবস্থা আশঙ্কাজনক ৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে ৷ স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায় ৷ আহতদের উদ্ধার করে দ্রুত রংফু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বাসের বাকি যাত্রীদের বিকল্প ব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় 10 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় ৷ দীর্ঘক্ষণ বহু গাড়ি পাহাড়ি রাস্তায় আটকে থাকে ৷ বর্ষাকাল হওয়ায় ধস নামার আশঙ্কা নিয়েই গাড়িগুলি সেখানে দাঁড়িয়ে থাকে ৷ কালিম্পং পুলিশের সুপার অপরাজিতা রাই বলেন, ‘‘যাত্রীদের উদ্ধার করা হয়েছে ৷ জাতীয় সড়কে যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷’’

আরও পড়ুন: তৎপর ভারতীয় সেনা, উদ্ধার উত্তর সিকিমে ধসে আটকে থাকা আরও 300 পর্যটক

অভিযোগ উঠেছে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের বাসগুলিতে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছিল ৷ এই দুর্ঘটনার পর সিকিম পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এ নিয়ে ৷ ফলে দু'দিক থেকে আসা বাসে লাগাতার নজরদারি চলছে ৷ এমনকি নজরদারি চালানোর সময় শিলিগুড়ির দিক থেকে আসা কয়েকটি বাস থেকে বেশ কয়েকজন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে বলে খবর ৷

কালিম্পং, 7 জুলাই: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের একটি বাস ৷ অল্পের জন্য 32 জন যাত্রী নিয়ে খাদে উলটে যাওয়ার মতো পরিস্থিতি থেকে রেহাই পেল বাসটি ৷ উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির ৷ কালিম্পংয়ের মাল্লি থানা এলাকায় 10 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় গাড়ির চালক-সহ 12 জন যাত্রী গুরুতর জখম হয়েছেন ৷ জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে চারচাকার গাড়িটি আসছিল ৷ আর যাত্রীবাহি বাসটি সিকিম থেকে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার সিকিম থেকে ন্যাশনাল ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাস শিলিগুড়ির দিকে আসছিল ৷ কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কের উপর শিলিগুড়ির দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের ৷ ঘটনার প্রতিঘাতে বাসটি খাদের দিকে চলে যায় ৷ তবে, অল্পের জন্য সেটি খাদে পড়ে যাওয়া থেকে রেহাই পায় ৷ তা না হলে, প্রায় 32 জন যাত্রীকে নিয়ে বাসটি খাদে পড়লে কারও প্রাণে বাঁচার আশা ছিল না ৷ তবে, এই দুর্ঘটনায় আহত গাড়ির চালক-সহ 12 জনের অবস্থা আশঙ্কাজনক ৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে ৷ স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায় ৷ আহতদের উদ্ধার করে দ্রুত রংফু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বাসের বাকি যাত্রীদের বিকল্প ব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় 10 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় ৷ দীর্ঘক্ষণ বহু গাড়ি পাহাড়ি রাস্তায় আটকে থাকে ৷ বর্ষাকাল হওয়ায় ধস নামার আশঙ্কা নিয়েই গাড়িগুলি সেখানে দাঁড়িয়ে থাকে ৷ কালিম্পং পুলিশের সুপার অপরাজিতা রাই বলেন, ‘‘যাত্রীদের উদ্ধার করা হয়েছে ৷ জাতীয় সড়কে যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷’’

আরও পড়ুন: তৎপর ভারতীয় সেনা, উদ্ধার উত্তর সিকিমে ধসে আটকে থাকা আরও 300 পর্যটক

অভিযোগ উঠেছে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের বাসগুলিতে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছিল ৷ এই দুর্ঘটনার পর সিকিম পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এ নিয়ে ৷ ফলে দু'দিক থেকে আসা বাসে লাগাতার নজরদারি চলছে ৷ এমনকি নজরদারি চালানোর সময় শিলিগুড়ির দিক থেকে আসা কয়েকটি বাস থেকে বেশ কয়েকজন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.