ETV Bharat / state

World Travel in Bicycle : ভারতীয় সংস্কৃতির প্রচারে সাইকেলে বিশ্বভ্রমণে পুরুলিয়ার অক্ষয় - World Travel in Bicycle

ভারতীয় সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এবং শান্তির বার্তা দিতে বিশ্বভ্রমণে পুরুলিয়ার অক্ষয় ভকত (World Travel in Bicycle to Spread Message of Peace by Akshay Bhakat of Purulia) ৷ তাও সাইকেল চালিয়ে ৷ শনিবার পুরুলিয়ার বাড়ি থেকে রওনা দিয়েছেন অক্ষয় ৷ দিল্লি হয়ে ইজিপ্ট পৌঁছবেন তিনি ৷ সেখান থেকেই শুরু হবে তাঁর সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ ৷

World Travel in Bicycle to Spread Message of Peace by Akshay Bhakat of Purulia
World Travel in Bicycle to Spread Message of Peace by Akshay Bhakat of Purulia
author img

By

Published : Apr 3, 2022, 12:21 PM IST

ঝাড়গ্রাম, 3 এপ্রিল : সাইকেলে বাড়ি বাড়ি পেপার পৌঁছে দিতেন ৷ সাইকেলে ঘুরে ঘুরে লটারিও বিক্রি করতেন । সেই সাইকেল নিয়েই এবার বিশ্বভ্রমণে বেরিয়ে পড়লেন পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানা বুড়দা গ্রামের 28 বছরের অক্ষয় ভকত ৷ বিশ্বশান্তি, পরিবেশ রক্ষা এবং বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য নিয়েই তাঁর এই বিশ্বভ্রমণ (World Travel in Bicycle to Spread Message of Peace by Akshay Bhakat of Purulia) ৷ এর আগে 400 দিন সাইকেল চালিয়ে ভারত ভ্রমণ করেছেন অক্ষয় ৷ তার পর লাদাখে বিশ্বের উচ্চতম রাস্তায় প্রথম ব্যক্তি হিসেবে সাইকেল চালিয়ে গিনেস বুক এফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে তিনি ৷

শনিবার সন্ধ্যায় বিশ্বভ্রমণের উদ্দেশ্যে পুরুলিয়ার বাড়ি থেকে রওনা দিয়ে ঝাড়গ্রামে পৌঁছেছেন অক্ষয় ভকত ৷ ঝাড়গ্রামে অক্ষয়কে দহিজুড়ির মোড়ে স্বাগত জানায় ঝাড়গ্রাম সাইকেল রাইডার গ্রুপ ৷ দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম শহরে ঢোকার মুখে জামদা হরি মঞ্চের কাছে অক্ষয়কে সংবর্ধনা জানায় ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাব, ঝাড়গাম জেলা প্রাথমিক শিক্ষক সংগঠন, ঝাড়গ্রাম সাইকেল রাইডার গ্রুপ এবং ঝাড়গ্রামের সমাজসেবী উজ্জ্বল পাত্র ৷ রাতে ঝাড়গ্রামের একটি অতিথিশালায় রাতে থাকেন তিনি ৷ রবিবারেও ঝাড়গ্রামেই থাকবেন তিনি ৷ সোমবার ঝাড়গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন অক্ষয় ৷

আরও পড়ুন : Folk Song on Russia-Ukraine War : বিশ্বশান্তি ও যুদ্ধবিরতির বার্তা দিয়ে গান বাঁধলেন লোকশিল্পী তরণীমোহন

কলকাতা থেকে দিল্লি এবং সেখান থেকে ইজিপ্ট যাবেন অক্ষয় । সেখান থেকেই যাত্রা শুরু করবেন আফ্রিকা মহাদেশ ভ্রমণের ৷ আফ্রিকা থেকে ইউরোপ ৷ সেখান থেকে আমেরিকা এবং এশিয়া মহাদেশ ভ্রমণ করে বাড়ি ফিরবেন অক্ষয় । তাঁর এই ভ্রমণে পাঁচ থেকে সাত বছর সময় লাগবে ৷ অক্ষয় বলেন, ‘‘পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানা বুড়দা নামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বেরিয়েছি ৷ আমার লক্ষ্য হচ্ছে, সাইকেলে করে পুরো বিশ্বভ্রমণ করা ৷ আমি এখন ঝাড়গ্রাম পৌঁছেছি । ঝাড়গ্রাম থেকে কলকাতা হয়ে দিল্লি যাব আমি ৷ দিল্লি থেকে সোজা চলে যাব ইজিপ্ট ৷ আমার ইচ্ছে রয়েছে পুরো আফ্রিকা মহাদেশ ঘোরার পর ইউরোপ, আমেরিকা এবং এশিয়া মহাদেশ হয়ে বাড়ি ফেরার ৷ প্রায় পাঁচ থেকে সাত বছরের আমার এই যাত্রা রয়েছে ৷ আমার লক্ষ্য সারা পৃথিবীজুড়ে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া ৷ তাছাড়াও, আমার ইচ্ছে রয়েছে প্রতিটি দেশে একটি করে গাছ লাগাব ৷ বিশ্বশান্তির বার্তা এবং ভারতীয় সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে তুলে ধরব ৷’’

2018 সালে অক্ষয় তাঁর জীবনের গতিপথ বদলে সাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন ৷ প্রায় 400 দিনের মাথায় সাইকেলে ভারত ভ্রমণ করে পুরুলিয়ার বাড়িতে পৌঁছান তিনি ৷ এই ভারত ভ্রমণের সময় ভারতের প্রত্যন্ত গ্রামগুলিতে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন অক্ষয় ভকত ৷ লকডাউন পর্বে লাদাখের বিপজ্জনক স্থানে সাইকেল চালিয়ে গিনেস বুক এফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন তিনি ৷ এ বার বিশ্বভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলেন তিনি ৷

অক্ষয় বলেন, ‘‘আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল, স্বামী বিবেকানন্দের মত পায়ে হেঁটে বিশ্বভ্রমণ করার ৷ যখন আমি পড়াশোনা করি তখন আরও ভালভাবে বুঝতে পারি ৷ আমি মাত্র মাধ্যমিক পাশ ৷ কিন্তু, আমি লাইব্রেরিতে অনেক বই পড়েছি ৷ আমি যত বই পড়ি তত আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগে যে, পায়ে হেঁটে না হলেও সাইকেলে পুরো বিশ্বভ্রমণ করতে পারব ৷’’

2018 সালে প্রথম বাড়ি থেকে বেরিয়ে ছিলেন একটি সাইকেল ও পকেটে 200 টাকা নিয়ে ৷ স্বপ্ন ছিল সারা ভারতবর্ষ ঘোরার ৷ সেই ইচ্ছে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অক্ষয় ৷ তার পর ভারত ভ্রমণের সময় বাল্যবিবাহ নিয়ে মানুষকে সচেতন করেন অক্ষয় ৷ অক্ষয় এই বিশ্বভ্রমণে পরিবারকে পাশে পেয়েছেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর বাবা-মা ভীষণভাবে তাঁকে সমর্থন করেন ৷

ঝাড়গ্রাম, 3 এপ্রিল : সাইকেলে বাড়ি বাড়ি পেপার পৌঁছে দিতেন ৷ সাইকেলে ঘুরে ঘুরে লটারিও বিক্রি করতেন । সেই সাইকেল নিয়েই এবার বিশ্বভ্রমণে বেরিয়ে পড়লেন পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানা বুড়দা গ্রামের 28 বছরের অক্ষয় ভকত ৷ বিশ্বশান্তি, পরিবেশ রক্ষা এবং বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য নিয়েই তাঁর এই বিশ্বভ্রমণ (World Travel in Bicycle to Spread Message of Peace by Akshay Bhakat of Purulia) ৷ এর আগে 400 দিন সাইকেল চালিয়ে ভারত ভ্রমণ করেছেন অক্ষয় ৷ তার পর লাদাখে বিশ্বের উচ্চতম রাস্তায় প্রথম ব্যক্তি হিসেবে সাইকেল চালিয়ে গিনেস বুক এফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে তিনি ৷

শনিবার সন্ধ্যায় বিশ্বভ্রমণের উদ্দেশ্যে পুরুলিয়ার বাড়ি থেকে রওনা দিয়ে ঝাড়গ্রামে পৌঁছেছেন অক্ষয় ভকত ৷ ঝাড়গ্রামে অক্ষয়কে দহিজুড়ির মোড়ে স্বাগত জানায় ঝাড়গ্রাম সাইকেল রাইডার গ্রুপ ৷ দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম শহরে ঢোকার মুখে জামদা হরি মঞ্চের কাছে অক্ষয়কে সংবর্ধনা জানায় ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাব, ঝাড়গাম জেলা প্রাথমিক শিক্ষক সংগঠন, ঝাড়গ্রাম সাইকেল রাইডার গ্রুপ এবং ঝাড়গ্রামের সমাজসেবী উজ্জ্বল পাত্র ৷ রাতে ঝাড়গ্রামের একটি অতিথিশালায় রাতে থাকেন তিনি ৷ রবিবারেও ঝাড়গ্রামেই থাকবেন তিনি ৷ সোমবার ঝাড়গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন অক্ষয় ৷

আরও পড়ুন : Folk Song on Russia-Ukraine War : বিশ্বশান্তি ও যুদ্ধবিরতির বার্তা দিয়ে গান বাঁধলেন লোকশিল্পী তরণীমোহন

কলকাতা থেকে দিল্লি এবং সেখান থেকে ইজিপ্ট যাবেন অক্ষয় । সেখান থেকেই যাত্রা শুরু করবেন আফ্রিকা মহাদেশ ভ্রমণের ৷ আফ্রিকা থেকে ইউরোপ ৷ সেখান থেকে আমেরিকা এবং এশিয়া মহাদেশ ভ্রমণ করে বাড়ি ফিরবেন অক্ষয় । তাঁর এই ভ্রমণে পাঁচ থেকে সাত বছর সময় লাগবে ৷ অক্ষয় বলেন, ‘‘পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানা বুড়দা নামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বেরিয়েছি ৷ আমার লক্ষ্য হচ্ছে, সাইকেলে করে পুরো বিশ্বভ্রমণ করা ৷ আমি এখন ঝাড়গ্রাম পৌঁছেছি । ঝাড়গ্রাম থেকে কলকাতা হয়ে দিল্লি যাব আমি ৷ দিল্লি থেকে সোজা চলে যাব ইজিপ্ট ৷ আমার ইচ্ছে রয়েছে পুরো আফ্রিকা মহাদেশ ঘোরার পর ইউরোপ, আমেরিকা এবং এশিয়া মহাদেশ হয়ে বাড়ি ফেরার ৷ প্রায় পাঁচ থেকে সাত বছরের আমার এই যাত্রা রয়েছে ৷ আমার লক্ষ্য সারা পৃথিবীজুড়ে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া ৷ তাছাড়াও, আমার ইচ্ছে রয়েছে প্রতিটি দেশে একটি করে গাছ লাগাব ৷ বিশ্বশান্তির বার্তা এবং ভারতীয় সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে তুলে ধরব ৷’’

2018 সালে অক্ষয় তাঁর জীবনের গতিপথ বদলে সাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন ৷ প্রায় 400 দিনের মাথায় সাইকেলে ভারত ভ্রমণ করে পুরুলিয়ার বাড়িতে পৌঁছান তিনি ৷ এই ভারত ভ্রমণের সময় ভারতের প্রত্যন্ত গ্রামগুলিতে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন অক্ষয় ভকত ৷ লকডাউন পর্বে লাদাখের বিপজ্জনক স্থানে সাইকেল চালিয়ে গিনেস বুক এফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন তিনি ৷ এ বার বিশ্বভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলেন তিনি ৷

অক্ষয় বলেন, ‘‘আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল, স্বামী বিবেকানন্দের মত পায়ে হেঁটে বিশ্বভ্রমণ করার ৷ যখন আমি পড়াশোনা করি তখন আরও ভালভাবে বুঝতে পারি ৷ আমি মাত্র মাধ্যমিক পাশ ৷ কিন্তু, আমি লাইব্রেরিতে অনেক বই পড়েছি ৷ আমি যত বই পড়ি তত আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগে যে, পায়ে হেঁটে না হলেও সাইকেলে পুরো বিশ্বভ্রমণ করতে পারব ৷’’

2018 সালে প্রথম বাড়ি থেকে বেরিয়ে ছিলেন একটি সাইকেল ও পকেটে 200 টাকা নিয়ে ৷ স্বপ্ন ছিল সারা ভারতবর্ষ ঘোরার ৷ সেই ইচ্ছে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অক্ষয় ৷ তার পর ভারত ভ্রমণের সময় বাল্যবিবাহ নিয়ে মানুষকে সচেতন করেন অক্ষয় ৷ অক্ষয় এই বিশ্বভ্রমণে পরিবারকে পাশে পেয়েছেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর বাবা-মা ভীষণভাবে তাঁকে সমর্থন করেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.