ETV Bharat / state

Subhankar Bala : ভাল পোস্ট নয়, ভাল মানুষ হতে চান হবু আইএএস শুভঙ্কর - ঝাড়গ্রাম

ভাল পোস্ট নয়, ভাল মানুষ হতে চান হবু আইএএস শুভঙ্কর বালা (Subhankar Bala)৷ ইউপিএসসি পরীক্ষায় (Union Public Service Commission) 79তম স্থান পাওয়ার পর ঝাড়গ্রামে বাড়িতে ফিরতেই তাঁকে সংবর্ধনা জানালেন এলাকার মানুষজন ৷

upsc-topper-subhankar-bala-felicitated-after-returning-home
ভালো পোস্ট নয়, ভালো মানুষ হতে চান হবু আইএএস শুভঙ্কর
author img

By

Published : Sep 29, 2021, 3:38 PM IST

ঝাড়গ্রাম, 29 সেপ্টেম্বর : ভাল পোস্ট নয়, ভাল মানুষ হতে চাই । বাড়ি ফিরে বললেন হবু আইএএস ঝাড়গ্রামের ভূমিপুত্র শুভঙ্কর বালা (Subhankar Bala)। সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় (Union Public Service Commission) 79তম স্থান পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হন শুভঙ্কর । বুধবার সন্ধ্যায় ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছতেই তাঁকে স্বাগত জানান স্থানীয়রা ৷

ঝাড়গ্রাম স্টেশনে শুভঙ্করকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান এলাকার বিশিষ্ট ব্যক্তিরা । শুভঙ্কর ফিরতেই তাঁকে সংবর্ধনা জানাতে বাড়ি পৌঁছন ঝাড়গ্রাম পৌরসভার সহ-পৌর প্রশাসক কল্লোল তপাদার, ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি । সবার অভিবাদন পেয়ে আপ্লুত শুভঙ্কর বললেন, "যা ব়্যাঙ্ক করেছি আইএএস হতে চাই । আমি ভাল পোস্ট-এর চেয়েও ভাল মানুষ হতে চাই । অনেক সময় ভাল পোস্টের তাগিদে মানুষ ভাল হওয়াটাকেই ভুলে যায় ।" তিনি আরও বলেন, "নিজের জেলায় কখনও পোস্টিং হয় না ৷ যদি কখনও ঝাড়গ্রামের জন্য কাজ করার সুযোগ পাই, আমার অনেক কিছু করার রয়েছে ।"

শুভঙ্করের বাড়ি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে ৷ ছোট থেকেই বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন তিনি ৷ ঝাড়গ্রাম কেকেআই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান বেঙ্গালুরু ৷ 2017 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেই বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি শুরু করেন শুভঙ্কর ৷ চাকরির পাশাপাশি চলে পড়াশোনাও ৷

আরও পড়ুন: Subhankar Bala UPSC : সোশ্যাল মিডিয়ার ছোঁয়াচ বাঁচিয়ে ইউপিএসসিতে সফল ঝাড়গ্রামের শুভঙ্কর

2019 সালে প্রথম ইউপিএসসি পরীক্ষা দেন তিনি ৷ সেবার প্রিলি-তে পাশ করলেও মেইনে উত্তীর্ণ হতে পারেননি শুভঙ্কর ৷ তাতে অবশ্য হাল ছাড়েননি তিনি ৷ স্থির করেন, আরও ভাল করে প্রস্তুতি নিয়ে ফের পরীক্ষায় বসবেন ৷ পড়াশোনায় যতটা বেশি সম্ভব সময় বরাদ্দ করার জন্য বেঙ্গালুরুর চাকরি ছেড়ে দেন শুভঙ্কর ৷ 2019 সালেই দিল্লি চলে যান তিনি ৷ ঘর ভাড়া নিয়ে শুরু করে ইউপিএসসির প্রস্তুতি ৷ 2020 সালে আবারও পেরিয়ে যান প্রিলির গণ্ডি ৷ বসেন মেইন-এ ৷ এর আর তাঁকে হতাশ হয়নি ৷ 79তম স্থানে থেকে উত্তীর্ণ হন তিনি ৷

শুভঙ্করের সাফল্যে গর্বিত ঝাড়গ্রাম

আরও পড়ুন : UPSC Result : ইউপিএসসির মেধা তালিকায় প্রথম দুশোর মধ্যে রাজ্যের তিন, শীর্ষে ঝাড়গ্রামের শুভঙ্কর বালা

শুভঙ্করদের আদি বাড়ি গোপীবল্লভপুরের শাশড়ায় ৷ শুভঙ্করের বাবা রাজনারায়ণ বালা পেশায় সরকারি হাসপাতালের হোমিয়োপ্যাথিক চিকিৎসক ৷ এখন অবসর নিয়েছেন ৷ শুভঙ্করের দুই দিদি আছে ৷ তিন ভাইবোন যখন ছোট, তখন থেকেই তাদের পড়াশোনার খরচ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন রাজনারায়ণ ৷ তিন সন্তানের পড়াশোনার খরচ জোগাতেই গ্রামের জমি, বাড়ি বিক্রি করে দেন তিনি ৷ পরিবার নিয়ে উঠে আসেন ঝাড়গ্রামের একটি ভাড়া বাড়িতে ৷ তবে বদলির চাকরিতে ছেলেমেয়েদের সে ভাবে সময় দিতে পারতেন না রাজনারায়ণ ৷ সংসার সামলে সেই দায়িত্ব পালন করেন শুভঙ্করের মা ছবি বালা ৷

আরও পড়ুন : OP Chautala : 86 বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম, 29 সেপ্টেম্বর : ভাল পোস্ট নয়, ভাল মানুষ হতে চাই । বাড়ি ফিরে বললেন হবু আইএএস ঝাড়গ্রামের ভূমিপুত্র শুভঙ্কর বালা (Subhankar Bala)। সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় (Union Public Service Commission) 79তম স্থান পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হন শুভঙ্কর । বুধবার সন্ধ্যায় ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছতেই তাঁকে স্বাগত জানান স্থানীয়রা ৷

ঝাড়গ্রাম স্টেশনে শুভঙ্করকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান এলাকার বিশিষ্ট ব্যক্তিরা । শুভঙ্কর ফিরতেই তাঁকে সংবর্ধনা জানাতে বাড়ি পৌঁছন ঝাড়গ্রাম পৌরসভার সহ-পৌর প্রশাসক কল্লোল তপাদার, ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি । সবার অভিবাদন পেয়ে আপ্লুত শুভঙ্কর বললেন, "যা ব়্যাঙ্ক করেছি আইএএস হতে চাই । আমি ভাল পোস্ট-এর চেয়েও ভাল মানুষ হতে চাই । অনেক সময় ভাল পোস্টের তাগিদে মানুষ ভাল হওয়াটাকেই ভুলে যায় ।" তিনি আরও বলেন, "নিজের জেলায় কখনও পোস্টিং হয় না ৷ যদি কখনও ঝাড়গ্রামের জন্য কাজ করার সুযোগ পাই, আমার অনেক কিছু করার রয়েছে ।"

শুভঙ্করের বাড়ি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে ৷ ছোট থেকেই বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন তিনি ৷ ঝাড়গ্রাম কেকেআই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান বেঙ্গালুরু ৷ 2017 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেই বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি শুরু করেন শুভঙ্কর ৷ চাকরির পাশাপাশি চলে পড়াশোনাও ৷

আরও পড়ুন: Subhankar Bala UPSC : সোশ্যাল মিডিয়ার ছোঁয়াচ বাঁচিয়ে ইউপিএসসিতে সফল ঝাড়গ্রামের শুভঙ্কর

2019 সালে প্রথম ইউপিএসসি পরীক্ষা দেন তিনি ৷ সেবার প্রিলি-তে পাশ করলেও মেইনে উত্তীর্ণ হতে পারেননি শুভঙ্কর ৷ তাতে অবশ্য হাল ছাড়েননি তিনি ৷ স্থির করেন, আরও ভাল করে প্রস্তুতি নিয়ে ফের পরীক্ষায় বসবেন ৷ পড়াশোনায় যতটা বেশি সম্ভব সময় বরাদ্দ করার জন্য বেঙ্গালুরুর চাকরি ছেড়ে দেন শুভঙ্কর ৷ 2019 সালেই দিল্লি চলে যান তিনি ৷ ঘর ভাড়া নিয়ে শুরু করে ইউপিএসসির প্রস্তুতি ৷ 2020 সালে আবারও পেরিয়ে যান প্রিলির গণ্ডি ৷ বসেন মেইন-এ ৷ এর আর তাঁকে হতাশ হয়নি ৷ 79তম স্থানে থেকে উত্তীর্ণ হন তিনি ৷

শুভঙ্করের সাফল্যে গর্বিত ঝাড়গ্রাম

আরও পড়ুন : UPSC Result : ইউপিএসসির মেধা তালিকায় প্রথম দুশোর মধ্যে রাজ্যের তিন, শীর্ষে ঝাড়গ্রামের শুভঙ্কর বালা

শুভঙ্করদের আদি বাড়ি গোপীবল্লভপুরের শাশড়ায় ৷ শুভঙ্করের বাবা রাজনারায়ণ বালা পেশায় সরকারি হাসপাতালের হোমিয়োপ্যাথিক চিকিৎসক ৷ এখন অবসর নিয়েছেন ৷ শুভঙ্করের দুই দিদি আছে ৷ তিন ভাইবোন যখন ছোট, তখন থেকেই তাদের পড়াশোনার খরচ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন রাজনারায়ণ ৷ তিন সন্তানের পড়াশোনার খরচ জোগাতেই গ্রামের জমি, বাড়ি বিক্রি করে দেন তিনি ৷ পরিবার নিয়ে উঠে আসেন ঝাড়গ্রামের একটি ভাড়া বাড়িতে ৷ তবে বদলির চাকরিতে ছেলেমেয়েদের সে ভাবে সময় দিতে পারতেন না রাজনারায়ণ ৷ সংসার সামলে সেই দায়িত্ব পালন করেন শুভঙ্করের মা ছবি বালা ৷

আরও পড়ুন : OP Chautala : 86 বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.