ঝাড়গ্রাম, 15 ডিসেম্বর: আবেদন জানানোর পর অবশেষে ফাইনালের আগেই এল টিভি ৷ জেলের বন্দিদের আবেদনে সাড়া দিয়ে বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা প্রদান কর্তৃপক্ষ(TV Sets Installed in Jhargram Correctional Home to Watch Football World Cup on the Request of Prisoners)। 15 নভেম্বর ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারে 150 জন বন্দি বিশ্বকাপ ফুটবল দেখার জন্য লিখিত আবেদন জানায় জেল সুপার নিরঞ্জন সাহার কাছে ।
নিরঞ্জনবাবু সেই আবেদনটি ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা প্রদান কর্তৃপক্ষর কাছে জানালে সেখান থেকে বিষয়টি রশ্মি গ্রুপ অব কোম্পানিকে জানায় । রশ্মি গ্রুপ অফ কোম্পানি ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে পাঁচটি 32 ইঞ্চির এলসিডি টিভি বরাদ্দ করে । বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারকে পাঁচটি এলসিডি টিভি তুলে দেওয়া হয় । এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা প্রদান কর্তৃপক্ষের সচিব সুনীল কুমার শর্মা, ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারের সুপার নিরঞ্জন সাহা, রশ্মি গ্রুপ অব কোম্পানির দুই জেনারেল ম্যানেজার প্রদ্যুৎ সুই ও শুভ মজুমদার এবং ডিরেক্টর শুভেন্দু বিশ্বাস ।
আরও পড়ুন : বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষার বার্তা নিয়ে কলকাতা থেকে পুরুলিয়া সাইকেল যাত্রা দুই বন্ধুর
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা প্রদান কর্তৃপক্ষের সচিব সুনীল কুমার শর্মা এবং রশ্মি গ্রুপ অব কোম্পানির দুই জেনারেল ম্যানেজার ও ডিরেক্টর পাঁচটি এলসিডি টিভি ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারের সুপার নিরঞ্জন সাহার হাতে তুলে দেন । এই বিষয়ে ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগানের সুপার নিরঞ্জন সাহা বলেন, "বন্দিদের জন্য যে টিভিগুলি ছিল তা খারাপ হয়ে গিয়েছিল ৷ আমি বহুবার সারানোর চেষ্টা করেছি । আমার অনেক টাকা চলে গেলেও টিভিগুলি আর ঠিক হয়নি । বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য বন্দিরা আমাকে একটি আবেদন জানায় ৷ সেই আবেদন আমি জেলা আইনি পরিষেবা প্রদান কর্তৃপক্ষের সচিব মহাশয়কে বিষয়টি জানাতেই তিনি এই টিভির ব্যবস্থা করেন । আজকে এই টিভিগুলি পেয়ে খুবই ভালো লাগছে ।"
আরও পড়ুন : জঙ্গলমহলের ছেলেমেয়েদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা প্রদান কর্তৃপক্ষের সচিব সুনীল কুমার শর্মার কথায়, "জেল সুপারের আবেদন পাওয়ার পরে রশ্মি গ্রুপের সহযোগিতায় পাঁচটি এলসিডি টিভি তুলে দেওয়া হল আজ । যার ফলে বন্দিরা ফুটবল বিশ্বকাপ দেখতে পাবে । তারা সকলেই সংশোধনাগারে রয়েছে এর মধ্যে থেকেও যদি বিনোদন থেকে বঞ্চিত হয় তাহলে তাদের মধ্যে সংশোধন হবে কি ৷ তাই টিভিগুলি দেওয়া হল তাদের মানসিক দিক থেকে সুস্থ রাখার জন্য ।"
রশ্মি গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর শুভেন্দু বিশ্বাস বলেন, "এই পরিবেশে এসে এই সমস্ত কাজ করতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করি । এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমাদের ম্যানেজমেন্ট বিষয়টিকে পাস করে দেন । যারা বন্দি রয়েছে তারা দোষী কিনা তা এখনও প্রমাণিত হয়নি । কিন্তু তাদের স্বাধীনতা তো হারিয়ে যেতে পারে না । তাই তাদের কথা মাথায় রেখে কোম্পানি টিভিগুলি দেওয়ার সিদ্ধান্ত নিই ।"
আরও পড়ুন : কঠিন প্রতিপক্ষ মেসির আর্জেন্তিনা, প্রতিপক্ষকে সমীহ লরিসের