ঝাড়গ্রাম, 6 জুন : মধ্যরাতে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল (Elephant Enters in Jhargram town)। শহরে হাতি ঢুকে পড়ার ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় শহরজুড়ে ।
জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ শহর লাগোয়া কন্যাডুবার দিক থেকে একটি দলছুট দাঁতাল বামদা এলাকায় ঢুকে পড়ে । বামদা হয়ে লোকালবোর্ড পুকুর সংলগ্ন রাস্তা ধরে ঝাড়গ্রাম ফ্লাইওভার পেরিয়ে হাতিটি ঢুকে পড়ে ঝাড়গ্রাম সবজি বাজারে । সবজি বাজারের দু'টি দোকানের দরজা ভেঙে সবজি খায় হাতিটি । তারপর ঝাড়গ্রাম স্টেশনের সামনে হয়ে জেলখানার পিছনের রাস্তা ধরে হাতিটি ঘোড়াধারার দিকে চলে যায় । ঘোড়াধরা এলাকায় ঘোড়াধরা পার্ক সংলগ্ন এলাকায় ঘুরপাক খেয়ে হাতিটি স্থানীয় মানুষজনের তাড়া খেয়ে কাঞ্চন মিলের পিছনের জঙ্গলে চলে যায় ।
আরও পড়ুন : দাঁতাল লামার আক্রমণে মৃত্যু ব্যক্তির
রাতের অন্ধকারে ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয় । এর আগে তিন থেকে চারবারের বেশি হাতি ঢুকে পড়েছিল । শহরে হাতি ঢুকে পড়ার ঘটনায় মৃত্যুও হয়েছিল একজনের । কিন্তু এদিন হাতি ঢুকে পড়ার ঘটনায় ক্ষুব্ধ ঝাড়গ্রাম শহরের বহু বাসিন্দা ৷ তাঁদের অভিযোগ, জেলা সদরে রাতের অন্ধকারে হাতি ঢুকে পড়ছে কিন্তু বনদফতরের কোনও হুঁশ নেই । হাতি জঙ্গলে ফিরে যাবার পর বনদফতরের ঐরাবত গাড়ি শহরে ছুটে বেড়াচ্ছে ।
বর্তমান সময়ে হাতিদের আস্তানা হিসেবে পরিচিতি লাভ করেছে ঝাড়গ্রাম । ঝাড়গ্রাম বনবিভাগের লোধাশুলি রেঞ্জে 75 থেকে 80টি হাতির একটি দল রয়েছে, যা প্রতিদিনই ফসলের খোঁজে হানা দিচ্ছে এবং ব্যাপক পরিমাণে ফসলের ক্ষতি করছে । এছাড়াও শহর লাগোয়া কলাবনির জঙ্গলে বেশ কয়েকটি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে ।