ETV Bharat / state

কেন্দ্রের পাঠানো টাকায় আদিবাসীদের উন্নয়ন হচ্ছে না : অর্জুন মুন্ডা - Minister of Tribal Affairs arjun munda

গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সোনাহারা, ফানিয়ামারা এবং ছাচনাশোলের মতো আদিবাসী গ্রামের বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অর্জুন মুন্ডা । আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধা ঠিকমতো পৌঁছেছে কি না সেই বিষয়ে খোঁজ নেন তিনি ।

arjun munda
arjun munda
author img

By

Published : Dec 6, 2020, 2:10 PM IST

ঝাড়গ্রাম, 6 ডিসেম্বর : "গৃহ সম্পর্ক" অভিযানে ঝাড়গ্রামে এসে আদিবাসীদের উন্নয়ন নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা । রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আদিবাসীদের উন্নয়নের জন্য টাকা পাঠাচ্ছে । কিন্তু আদিবাসীদের কোনও উন্নয়ন হচ্ছে না ।

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে "গৃহ সম্পর্ক" অভিযানে যোগ দেন কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা । তিনি বলেন, "এই এলাকার আদিবাসীদের উন্নয়নের জন্য আমি প্রচুর টাকা পাঠিয়েছি । কিন্তু রাজ্য সরকার তা বিন্দুমাত্র খরচ করেনি । এর নথি আমার কাছে রয়েছে ।" তাঁর আরও দাবি, 2021-এ এই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি । তাই এখন থেকেই বিজেপির পাশে সাধারণ মানুষকে থাকার জন্য অনুরোধ করেন ।

আরও পড়ুন : সারনা ধর্ম কোড লাগুর দাবিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের

শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারের একটি অতিথিশালায় দীর্ঘক্ষণ সভা করেন তিনি । গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সোনাহারা, ফানিয়ামারা এবং ছাচনাশোলের মতো আদিবাসী গ্রামের বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন । আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধা ঠিকমতো পৌঁছেছে কি না সেই বিষয়ে খোঁজ নেন তিনি । কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাত । ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কুণার হেমব্রম এবং ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথি ।

ঝাড়গ্রাম, 6 ডিসেম্বর : "গৃহ সম্পর্ক" অভিযানে ঝাড়গ্রামে এসে আদিবাসীদের উন্নয়ন নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা । রাজ্য সরকারের উপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আদিবাসীদের উন্নয়নের জন্য টাকা পাঠাচ্ছে । কিন্তু আদিবাসীদের কোনও উন্নয়ন হচ্ছে না ।

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে "গৃহ সম্পর্ক" অভিযানে যোগ দেন কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা । তিনি বলেন, "এই এলাকার আদিবাসীদের উন্নয়নের জন্য আমি প্রচুর টাকা পাঠিয়েছি । কিন্তু রাজ্য সরকার তা বিন্দুমাত্র খরচ করেনি । এর নথি আমার কাছে রয়েছে ।" তাঁর আরও দাবি, 2021-এ এই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি । তাই এখন থেকেই বিজেপির পাশে সাধারণ মানুষকে থাকার জন্য অনুরোধ করেন ।

আরও পড়ুন : সারনা ধর্ম কোড লাগুর দাবিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের

শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারের একটি অতিথিশালায় দীর্ঘক্ষণ সভা করেন তিনি । গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সোনাহারা, ফানিয়ামারা এবং ছাচনাশোলের মতো আদিবাসী গ্রামের বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন । আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধা ঠিকমতো পৌঁছেছে কি না সেই বিষয়ে খোঁজ নেন তিনি । কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাত । ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কুণার হেমব্রম এবং ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.