ETV Bharat / state

Jhargram Maoist Poster: ঝাড়গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার, গ্রেফতার হোমগার্ড-সহ 6 - ঝাড়গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার

ঝাড়গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার(Jhargram Maoist Poster)উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে পুলিশ জাম্বনি থানায় হোমগার্ড-সহ ছ'জনকে গ্রেফতার করল ৷

six arrested Maoist Poster incident in Jhargram
Jhargram Maoist Poster
author img

By

Published : Jul 2, 2022, 7:14 PM IST

ঝাড়গ্রাম, 2 জুলাই: চলতি বছরের শুরু থেকেই মাও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জঙ্গলমহল জুড়ে । প্রতিদিন সকাল হলেই উদ্ধার হচ্ছিল মাও নামাঙ্কিত পোস্টার । মাওবাদীদের ডাকা বনধও সফল হতে দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল জেলা পুলিশ প্রশাসনের । বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে জেলা পুলিশ । তদন্তে নেমে ছয় জন ভুয়ো মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ (six arrested Maoist Poster incident in Jhargram)।

শনিবার সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার অরিজিৎ সিনহা । তিনি বলেন, "গত মার্চ, এপ্রিল ও মে মাসে এই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । বিনপুর থানার অন্তর্গত মালাবতি থেকে 4 এপ্রিল এবং ভান্ডারু, মোহনপুর, লালডাঙ্গা ও হাডদা এবং বাঁকুড়ার বর্ডারের বক্সী এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । প্রথম থেকে আমাদের দাবি ছিল, এই এলাকায় কোন মাওবাদী স্কোয়াড নেই । মে মাসে তদন্তের মাধ্যমে তিনজনকে গ্রেফতার করা হয় । পরে আরও দুজনকে সাঁকরাইল থেকে গ্রেফতার করা হয় । জুন মাসের শেষের দিকে মাওবাদীদের নাম করে পোস্টারের মাধ্যমে কিছু ডিমান্ড করা হয় । ওই পোস্টারে মাওবাদী লেখা ছিল না, কিন্তু মাওবাদীদের অন্য একটি সংগঠনের নাম লেখা ছিল । আমরা এটার উপরেও তদন্ত শুরু করি, কিন্তু আমাদের প্রথম থেকে ধারণা ছিল যে এটা কোন মাওবাদী স্কোয়ার্ড-এর কাজ নয়, কিছু স্বার্থান্বেষী বা লোভী মানুষ এই কাজগুলি করছে । তদন্তের মাধ্যমে আমরা গতকাল ছয়জনকে গ্রেফতার করেছি । এর মধ্যে 5 জন সরাসরি মাওবাদী নামাঙ্কিত পোস্টার এর সঙ্গে যুক্ত ।"

six arrested Maoist Poster incident in Jhargram
একটি দেশি বন্দুক উদ্ধার হয়েছে

তিনি আরও বলেন, "8 এপ্রিল যে মাওবাদী বনধ ডাকা হয়েছিল, যারা গ্রেফতার হয়েছে তারাই ডেকেছিল ৷ তারা সেকথা স্বীকার করেছে । তারা চেয়েছিল মাওবাদী নাম করে জঙ্গলমহলে আতঙ্ক সৃষ্টি করে তাদের স্বার্থসিদ্ধি করতে । এতে আরও বেশ কিছুজনের নাম রয়েছে ৷ তাদের এখনও ধরা হয়নি সন্ধান চলছে । যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বাহাদুর মান্ডি নামে জম্বনি থানার একটি হোমগার্ড, বিনপুর থানার অন্তর্গত শাহাড়ি থেকে শঙ্কর মণ্ডল, কাকো থেকে মহেন্দ্র হাঁসদা ও ইলিয়াস থোফা, ভাণ্ডারু থেকে বাবলু দোলে এবং শীলদা থেকে এলিয়াস লুলু । এগুলি ছাড়াও আরও একজন রয়েছে যাকে আমরা খুব শীগ্রই গ্রেফতার করব।"

মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘটনায় জাম্বনি থানায় হোমগার্ড-সহ ছ'জন গ্রেফতার

জানা গিয়েছে, এই চক্রটির কাজ হচ্ছে লাল কালিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার(Jhargram Maoist Poster)লিখে আতঙ্ক ছড়ানো । যার ফলে সহজেই যা ডিমান্ড করা হত, সেই ডিমান্ড পূরণ হত । বিভিন্ন জায়গায় টাকার ডিমান্ড করেছিল এরা ৷ কোন জায়গায় টাকা নিতে পারেনি ৷ পুলিশের হাতে টাকা সমেত ধরা পড়ে । বেশকিছু লাল কালিতে লেখা মাও নামাঙ্কিত পোস্টার, একটি দেশি বন্দুক এবং 35 হাজার টাকা, একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ৷ মোবাইলটির মাধ্যমে তারা সিম কার্ড পরিবর্তন করে ফোন করত । বাকিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷ তার জন্য তদন্ত চলছে ৷

ঝাড়গ্রাম, 2 জুলাই: চলতি বছরের শুরু থেকেই মাও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জঙ্গলমহল জুড়ে । প্রতিদিন সকাল হলেই উদ্ধার হচ্ছিল মাও নামাঙ্কিত পোস্টার । মাওবাদীদের ডাকা বনধও সফল হতে দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল জেলা পুলিশ প্রশাসনের । বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে জেলা পুলিশ । তদন্তে নেমে ছয় জন ভুয়ো মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ (six arrested Maoist Poster incident in Jhargram)।

শনিবার সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার অরিজিৎ সিনহা । তিনি বলেন, "গত মার্চ, এপ্রিল ও মে মাসে এই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । বিনপুর থানার অন্তর্গত মালাবতি থেকে 4 এপ্রিল এবং ভান্ডারু, মোহনপুর, লালডাঙ্গা ও হাডদা এবং বাঁকুড়ার বর্ডারের বক্সী এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয় । প্রথম থেকে আমাদের দাবি ছিল, এই এলাকায় কোন মাওবাদী স্কোয়াড নেই । মে মাসে তদন্তের মাধ্যমে তিনজনকে গ্রেফতার করা হয় । পরে আরও দুজনকে সাঁকরাইল থেকে গ্রেফতার করা হয় । জুন মাসের শেষের দিকে মাওবাদীদের নাম করে পোস্টারের মাধ্যমে কিছু ডিমান্ড করা হয় । ওই পোস্টারে মাওবাদী লেখা ছিল না, কিন্তু মাওবাদীদের অন্য একটি সংগঠনের নাম লেখা ছিল । আমরা এটার উপরেও তদন্ত শুরু করি, কিন্তু আমাদের প্রথম থেকে ধারণা ছিল যে এটা কোন মাওবাদী স্কোয়ার্ড-এর কাজ নয়, কিছু স্বার্থান্বেষী বা লোভী মানুষ এই কাজগুলি করছে । তদন্তের মাধ্যমে আমরা গতকাল ছয়জনকে গ্রেফতার করেছি । এর মধ্যে 5 জন সরাসরি মাওবাদী নামাঙ্কিত পোস্টার এর সঙ্গে যুক্ত ।"

six arrested Maoist Poster incident in Jhargram
একটি দেশি বন্দুক উদ্ধার হয়েছে

তিনি আরও বলেন, "8 এপ্রিল যে মাওবাদী বনধ ডাকা হয়েছিল, যারা গ্রেফতার হয়েছে তারাই ডেকেছিল ৷ তারা সেকথা স্বীকার করেছে । তারা চেয়েছিল মাওবাদী নাম করে জঙ্গলমহলে আতঙ্ক সৃষ্টি করে তাদের স্বার্থসিদ্ধি করতে । এতে আরও বেশ কিছুজনের নাম রয়েছে ৷ তাদের এখনও ধরা হয়নি সন্ধান চলছে । যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বাহাদুর মান্ডি নামে জম্বনি থানার একটি হোমগার্ড, বিনপুর থানার অন্তর্গত শাহাড়ি থেকে শঙ্কর মণ্ডল, কাকো থেকে মহেন্দ্র হাঁসদা ও ইলিয়াস থোফা, ভাণ্ডারু থেকে বাবলু দোলে এবং শীলদা থেকে এলিয়াস লুলু । এগুলি ছাড়াও আরও একজন রয়েছে যাকে আমরা খুব শীগ্রই গ্রেফতার করব।"

মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘটনায় জাম্বনি থানায় হোমগার্ড-সহ ছ'জন গ্রেফতার

জানা গিয়েছে, এই চক্রটির কাজ হচ্ছে লাল কালিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার(Jhargram Maoist Poster)লিখে আতঙ্ক ছড়ানো । যার ফলে সহজেই যা ডিমান্ড করা হত, সেই ডিমান্ড পূরণ হত । বিভিন্ন জায়গায় টাকার ডিমান্ড করেছিল এরা ৷ কোন জায়গায় টাকা নিতে পারেনি ৷ পুলিশের হাতে টাকা সমেত ধরা পড়ে । বেশকিছু লাল কালিতে লেখা মাও নামাঙ্কিত পোস্টার, একটি দেশি বন্দুক এবং 35 হাজার টাকা, একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ৷ মোবাইলটির মাধ্যমে তারা সিম কার্ড পরিবর্তন করে ফোন করত । বাকিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷ তার জন্য তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.