ঝাড়গ্রাম, 1 ফেব্রুয়ারি: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে স্কুলের পাঁচিল ভেঙে ঢুকে পড়ল একটি যাত্রীবাহী বাস (Several injured at Bus Accident) । বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ঘটনাটি ঘটেছে । এই ঘটনায় আহত হয়েছেন ওই স্কুলের এক ছাত্রীর বাবা ও বাসের যাত্রীরা ৷ সারদা বিদ্যাপীঠ স্কুলের কাছে সিভিক ভলেন্টিয়াররা তড়িঘড়ি বিষয়টি ঝাড়গ্রাম থানায় জানায় । ছুটে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ । উদ্ধার কার্যের জন্য নিয়ে আসা হয় দুটো জেসিপি মেশিন । অভিভাবককে বাসের নীচ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।
জানা গিয়েছে, কাঁকড়াঝোড়-গোপীবল্লভপুর ভায়া ঝাড়গ্রাম রুটের একটি বাস গোপীবল্লভপুর থেকে যাত্রী নিয়ে লোধাশুলী হয়ে 5 নম্বর রাজ্য সড়ক ধরে শহরের দিকে আসছিল । ঝাড়গ্রাম শহর ঢোকার মুখে সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের কাছে রাস্তায় একটি বাইক হঠাৎ করে বাসের সামনে চলে আসে । বাইককে বাঁচাতে গিয়ে বাসের চালক বাসটিকে ডানদিকে ঘুরিয়ে দেয় । বাসটি গিয়ে ধাক্কা মারে সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের পাঁচিলে । তখন পাঁচিলের ধারে দাঁড়িয়েছিলেন স্কুলের এক ছাত্রীর বাবা । ওই অভিভাবক-সহ পাঁচিল ভেঙ্গে স্কুলের মধ্যে ঢুকে পড়ে বাসটি । বাসের নীচে চাপা হয়ে যায় পাঁচিলের ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি ও ওই ছাত্রীর বাবা ।
ছাত্রীর বাবার নাম যতীন সিং(28) ৷ তাঁর বাড়ি নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেউদিশোল গ্রামে । যতীন গুরুতরভাবে পায়ে আঘাত পেয়েছে । বর্তমানে সে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । বাসের মধ্যে যাত্রী থাকা যাত্রীরাও আহত হয়েছে । দু'জন বাস যাত্রীকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় । এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
সারদা বিদ্যাপীঠ স্কুলের সামনে প্রতিনিয়ত মানুষের ভিড় লেগেই থাকে । স্কুলের ছাত্রীদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অভিভাবকেরা হামেশাই রাস্তার ধারে পাঁচিলের কাছে বসে থাকে । স্কুল ছুটির সময় এই ধরনের ঘটনা ঘটলে বড় বিপদ বলে অনেকের আশংকা । বাস যাত্রী রাহুল ত্রিপাঠী বলেন, "আমরা বাসের মধ্যে বসেছিলাম । বাসের সামনে হঠাৎ করে একটি বাইক চলে আসে । বাইকটাকে বাঁচানোর জন্যই গিয়ে স্কুলের পাঁচিলে ধাক্কা মারে বাসটি ।"
লোধাশুলী থেকে ঝাড়গ্রাম আসার এই 15 কিলোমিটার রাস্তার মধ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে পথ দুর্ঘটনার ঘটনা । কয়েক মাস আগে বরিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উলটে যায় । ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বাস যাত্রী । তার ঠিক কয়েকদিন পরেই লোধাশুলী যাওয়ার পথে একটি গাড়ি গাছে ধাক্কা মারে ৷ ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বাস যাত্রী ।
লোধাশুলী থেকে ঝাড়গ্রাম আসার এই 15 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । প্রশাসনের উদ্যোগে মাস কয়েক আগে রাস্তার কাজ শুরু হয়েছে ৷ তবে কেবল ঝাড়গ্রাম রাজবাড়ি পেট্রল পাম্প থেকে শুরু করে বরিয়া পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ হয়েছে ৷ বাকি রাস্তাটি এখনও বেহাল অবস্থায় পড়ে রয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে ৷ আর সেই গর্তগুলির জন্যই প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটছে লোধাশুলী থেকে ঝাড়গ্রাম আসার রাস্তায় ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভাস্থলে প্রশিক্ষণ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 2, আহত অন্তত 40