ETV Bharat / state

Madhyamik Result 2022 : ডাক্তার হতে চায় মাধ্যমিকে দশম ঝাড়গ্রামের অরিত্র

author img

By

Published : Jun 3, 2022, 4:27 PM IST

Updated : Jun 3, 2022, 5:37 PM IST

মাধ্যমিকে দশম স্থানাধিকারী ঝাড়গ্রামের অরিত্র মণ্ডল হতে চায় চিকিৎসক (Madhyamik Result 2022) ৷ মাধ্যমিক পরীক্ষার শুরুতেই খানিকটা অসুস্থও হয়ে গিয়েছিল অরিত্র ৷ তবে তারপরও এমন সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশি সবাই ৷

Jhargram Madhyamik Result 2022 News
ডাক্তার হতে চায় মাধ্যমিকে দশম ঝাড়গ্রামের অরিত্র

ঝাড়গ্রাম, 3 জুন : মাধ্যমিকে দশম স্থান অধিকার করে ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করল ঝাড়গ্রামের অরিত্র মণ্ডল (Madhyamik Result 2022) । ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের ছাত্র ।

অরিত্র বলে, "আমি ভেবেছিলাম 680 নাম্বার পাব কিন্তু পরীক্ষার রেজাল্টের পর দেখলাম 684 নম্বর হয়েছে । ভাল ফল করব ভেবেছিলাম কিন্তু এক থেকে দশের মধ্যে আসব তা ভাবিনি । ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন থেকেই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয়ে পড়ার ইচ্ছে রয়েছে । ভবিষ্যতে আমার মূল লক্ষ্য ডাক্তার হওয়া দেশের সেবা করা ৷"

বাবা অনিন্দ্য মণ্ডল পেশায় স্কুল শিক্ষক । মা প্রিয়াঙ্কা মণ্ডল গৃহবধূ । দাদু হিতেশ মণ্ডল শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ । ঠাকুরমা কল্পনা মণ্ডল গৃহবধূ । বাড়িতে রয়েছে তার চার বছরের ছোট্ট বোন চতুর্থ শ্রেণির ছাত্রী অদিত্রী মণ্ডল । মাধ্যমিক পরীক্ষা দিনই অসুস্থ হয়ে পড়েন দাদু হিতেশ মণ্ডল । পরীক্ষার দিন সকালে দাদুকে ঝাড়গ্রামের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে অরিত্র ও তাঁর বাবা । তারপর পরীক্ষা দেয় অরিত্র । পরীক্ষা চলাকালীন অরিত্র খোদ নিজেও অসুস্থ হয়ে পড়েন । তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং অসুস্থতার মধ্যেই বাকি পরীক্ষাগুলো দেয় অরিত্র । আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশা হওয়ায় পর দেখা যায় আশাতিত ফল করে অরিত্র ।

ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের ছাত্র অরিত্র ভাবতেই পারেনি যে সে এক থেকে দশের মধ্যে আসবে

দাদু হিতেশ বলেন, "আজ সকাল থেকেই আমার মনটা বলছিল দাদু কিছু একটা স্থান অধিকার করবেই কিন্তু রেজাল্ট না বেরোলে সকলকে তা বলতে পারিনি । রেজাল্ট বের হতেই টিভিতে দেখলাম সত্যি সত্যি নাতি দশম স্থান অধিকার করেছে । খুব ভালো লাগছে ৷ ও আরও বড় হোক । আমি অসুস্থ ছিলাম যখন মাধ্যমিক পরীক্ষা হয় । ফের সুস্থ হয়েছি হয়তো আজকের এই দিনটি দেখার জন্য ৷"

অরিত্রর বাবা অনিন্দ্য বলেন, "ছেলে যা নিয়ে পড়তে চায়, আমরা তাই পড়াব । কোনও কিছুই চাপিয়ে দেব না ৷ ওর যা মনের ইচ্ছে তা সফল করতে আমরা সাহায্য করব ৷" মা প্রিয়াঙ্কা বলেন, "খুবই ভালো লাগছে ছেলের আজকের রেজাল্ট দেখে । সকলের আশীর্বাদে আগামী দিনে আরও এগিয়ে যাক এটাই শুধু চাওয়া ৷"

এদিন রেজাল্ট বেরোনোর পরে অরিত্রর বাড়িতে শিক্ষক সংগঠন এবং সাংবাদিকদের ঢল নামে । ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তার বাড়ি গিয়ে অরিত্রর হাতে শুভেচ্ছা স্মারক, পেন, মিষ্টি তুলে দেন ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সদস্য ইন্দ্রজিৎ মণ্ডল, সুমন্ত সিনহা, স্বপ্নীল মজুমদার । ঝাড়গ্রাম জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়দীপ হোতা ফুল এবং মিষ্টি দিয়ে তাঁকে সংবর্ধনা জানান । ঝাড়গ্রাম জেলার মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক অজিত নায়েক তিনি অরিত্রর হাতে উপহারস্বরূপ বিজ্ঞানের একটি বই তুলে দেন । বই পেয়ে অরিত্র জানিয়ে দিলেন ভবিষ্যতে তার লক্ষ্য চিকিৎসক হওয়া আর জঙ্গলমহলের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা করে যাওয়া ।

আরও পড়ুন : Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক

ঝাড়গ্রাম, 3 জুন : মাধ্যমিকে দশম স্থান অধিকার করে ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করল ঝাড়গ্রামের অরিত্র মণ্ডল (Madhyamik Result 2022) । ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের ছাত্র ।

অরিত্র বলে, "আমি ভেবেছিলাম 680 নাম্বার পাব কিন্তু পরীক্ষার রেজাল্টের পর দেখলাম 684 নম্বর হয়েছে । ভাল ফল করব ভেবেছিলাম কিন্তু এক থেকে দশের মধ্যে আসব তা ভাবিনি । ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন থেকেই উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয়ে পড়ার ইচ্ছে রয়েছে । ভবিষ্যতে আমার মূল লক্ষ্য ডাক্তার হওয়া দেশের সেবা করা ৷"

বাবা অনিন্দ্য মণ্ডল পেশায় স্কুল শিক্ষক । মা প্রিয়াঙ্কা মণ্ডল গৃহবধূ । দাদু হিতেশ মণ্ডল শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ । ঠাকুরমা কল্পনা মণ্ডল গৃহবধূ । বাড়িতে রয়েছে তার চার বছরের ছোট্ট বোন চতুর্থ শ্রেণির ছাত্রী অদিত্রী মণ্ডল । মাধ্যমিক পরীক্ষা দিনই অসুস্থ হয়ে পড়েন দাদু হিতেশ মণ্ডল । পরীক্ষার দিন সকালে দাদুকে ঝাড়গ্রামের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে অরিত্র ও তাঁর বাবা । তারপর পরীক্ষা দেয় অরিত্র । পরীক্ষা চলাকালীন অরিত্র খোদ নিজেও অসুস্থ হয়ে পড়েন । তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং অসুস্থতার মধ্যেই বাকি পরীক্ষাগুলো দেয় অরিত্র । আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশা হওয়ায় পর দেখা যায় আশাতিত ফল করে অরিত্র ।

ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের ছাত্র অরিত্র ভাবতেই পারেনি যে সে এক থেকে দশের মধ্যে আসবে

দাদু হিতেশ বলেন, "আজ সকাল থেকেই আমার মনটা বলছিল দাদু কিছু একটা স্থান অধিকার করবেই কিন্তু রেজাল্ট না বেরোলে সকলকে তা বলতে পারিনি । রেজাল্ট বের হতেই টিভিতে দেখলাম সত্যি সত্যি নাতি দশম স্থান অধিকার করেছে । খুব ভালো লাগছে ৷ ও আরও বড় হোক । আমি অসুস্থ ছিলাম যখন মাধ্যমিক পরীক্ষা হয় । ফের সুস্থ হয়েছি হয়তো আজকের এই দিনটি দেখার জন্য ৷"

অরিত্রর বাবা অনিন্দ্য বলেন, "ছেলে যা নিয়ে পড়তে চায়, আমরা তাই পড়াব । কোনও কিছুই চাপিয়ে দেব না ৷ ওর যা মনের ইচ্ছে তা সফল করতে আমরা সাহায্য করব ৷" মা প্রিয়াঙ্কা বলেন, "খুবই ভালো লাগছে ছেলের আজকের রেজাল্ট দেখে । সকলের আশীর্বাদে আগামী দিনে আরও এগিয়ে যাক এটাই শুধু চাওয়া ৷"

এদিন রেজাল্ট বেরোনোর পরে অরিত্রর বাড়িতে শিক্ষক সংগঠন এবং সাংবাদিকদের ঢল নামে । ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তার বাড়ি গিয়ে অরিত্রর হাতে শুভেচ্ছা স্মারক, পেন, মিষ্টি তুলে দেন ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সদস্য ইন্দ্রজিৎ মণ্ডল, সুমন্ত সিনহা, স্বপ্নীল মজুমদার । ঝাড়গ্রাম জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়দীপ হোতা ফুল এবং মিষ্টি দিয়ে তাঁকে সংবর্ধনা জানান । ঝাড়গ্রাম জেলার মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক অজিত নায়েক তিনি অরিত্রর হাতে উপহারস্বরূপ বিজ্ঞানের একটি বই তুলে দেন । বই পেয়ে অরিত্র জানিয়ে দিলেন ভবিষ্যতে তার লক্ষ্য চিকিৎসক হওয়া আর জঙ্গলমহলের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা করে যাওয়া ।

আরও পড়ুন : Madhyamik Result 2022 : মাধ্যমিকে যুগ্ম প্রথম, ডাক্তার হতে চায় সিএমএস স্কুলের ছাত্র রৌনক

Last Updated : Jun 3, 2022, 5:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.