ETV Bharat / state

লালগড় থানা থেকে অস্ত্র পাচারে ধৃত আরও 1, উদ্ধার বন্ধুক - অস্ত্র চুরির ঘটনায় কলকাতায় গ্রেপ্তার 1

লালগড় থানার মালখানা থেকে চুরি যাওয়া 18টি আগ্নেয়াস্ত্রের মধ্যে কলকাতা থেকে একটি উদ্ধার হল । এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কলকাতার বাগুইআটি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ।

one person arrested at kolkata on lalghar arms smuggling
কলকাতায় উদ্ধার বন্ধুক
author img

By

Published : Jan 28, 2020, 4:45 AM IST

লালগড়, 27 জানুয়ারি : লালগড় থানার মালখানা থেকে চুরি যাওয়া 18টি আগ্নেয়াস্ত্রের মধ্যে কলকাতা থেকে একটি উদ্ধার হল । এই ঘটনায় জড়িত সন্দেহে লালগড় থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম সুপ্রিয় দে । সবমিলিয়ে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হল ৷

গোপন সূত্রে খবর পেয়ে লালগড় থানার পুলিশ কলকাতার বাগুইআটি থেকে শনিবার এই ব্যক্তিকে গ্রেপ্তার করে । ধৃতকে রবিবার কোর্টে তোলা হলে ঝাড়গ্রাম আদালত চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় । অন্যদিকে থানার মালখানা থেকে বন্দুক চুরির ঘটনায় বিনপুর থেকে ধৃত সুধাংশু সেনাপতিকে বার্ধক্যজনিত কারণে গতকাল জেল হাজতে পাঠানো হয় । সোমবার তারাপদ টুডু এবং আরও দু'জনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে মোট নয় দিনের জেল হেপাজত চাওয়া হয় । কিন্তু বিচারক তিনজনকেই পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

কয়েকদিন আগে লালগড় থানার মালখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সম্প্রতি এই থানায় দায়িত্বে আসেন IC অরিন্দম ভট্টাচার্য । এই থানার মালখানার দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর তারাপদ টুডু । মালখানার আগ্নেয়াস্ত্রের হিসাব না মেলায় সন্দেহ হয় অরিন্দমবাবুর । তারপরই তারাপদকে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জাকে মালখানার দায়িত্ব দেওয়া হয় । তারাপদকে জামবনি থানায় পাঠানো হয় । অভিযোগ ওঠে, এই আগ্নেয়াস্ত্রগুলি তারাপদবাবু সরিয়েছেন । এরপরই 409 ধারায় মামলা রুজু করা হয় । অস্ত্র চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তারাপদবাবু সহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করে । এই ঘটনায় এই ধৃতদের জি়জ্ঞাসা করেই অন্যদের সম্পর্কে খবর পায় পুলিশ । আর তারপরই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় সুপ্রিয় দে'কে ।

লালগড়, 27 জানুয়ারি : লালগড় থানার মালখানা থেকে চুরি যাওয়া 18টি আগ্নেয়াস্ত্রের মধ্যে কলকাতা থেকে একটি উদ্ধার হল । এই ঘটনায় জড়িত সন্দেহে লালগড় থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম সুপ্রিয় দে । সবমিলিয়ে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হল ৷

গোপন সূত্রে খবর পেয়ে লালগড় থানার পুলিশ কলকাতার বাগুইআটি থেকে শনিবার এই ব্যক্তিকে গ্রেপ্তার করে । ধৃতকে রবিবার কোর্টে তোলা হলে ঝাড়গ্রাম আদালত চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় । অন্যদিকে থানার মালখানা থেকে বন্দুক চুরির ঘটনায় বিনপুর থেকে ধৃত সুধাংশু সেনাপতিকে বার্ধক্যজনিত কারণে গতকাল জেল হাজতে পাঠানো হয় । সোমবার তারাপদ টুডু এবং আরও দু'জনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে মোট নয় দিনের জেল হেপাজত চাওয়া হয় । কিন্তু বিচারক তিনজনকেই পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

কয়েকদিন আগে লালগড় থানার মালখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সম্প্রতি এই থানায় দায়িত্বে আসেন IC অরিন্দম ভট্টাচার্য । এই থানার মালখানার দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর তারাপদ টুডু । মালখানার আগ্নেয়াস্ত্রের হিসাব না মেলায় সন্দেহ হয় অরিন্দমবাবুর । তারপরই তারাপদকে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জাকে মালখানার দায়িত্ব দেওয়া হয় । তারাপদকে জামবনি থানায় পাঠানো হয় । অভিযোগ ওঠে, এই আগ্নেয়াস্ত্রগুলি তারাপদবাবু সরিয়েছেন । এরপরই 409 ধারায় মামলা রুজু করা হয় । অস্ত্র চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তারাপদবাবু সহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করে । এই ঘটনায় এই ধৃতদের জি়জ্ঞাসা করেই অন্যদের সম্পর্কে খবর পায় পুলিশ । আর তারপরই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় সুপ্রিয় দে'কে ।

Intro:লালগড় থানার মালখানা থেকে চুরি যাওয়া ১৮ টি বন্দুকের মধ্যে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং সুপ্রিয় দে নামে এক ব্যক্তিকে কলকাতার বাগুইহাটি থেকে গ্রেপ্তার করে লালগড় থানার পুলিশ ,পুলিশের পক্ষ থেকে নয় দিনের জেল হেফাজত চাওয়া হয় কিন্তু বিচারক তিন জনকেই পাঁচদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন l Body: লালগড় থানার মালখানা থেকে চুরি যাওয়া ১৮ টি বন্দুকের মধ্যে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং সুপ্রিয় দে নামে এক ব্যক্তিকে কলকাতার বাগুইহাটি থেকে গ্রেপ্তার করে লালগড় থানার পুলিশ ,পুলিশের পক্ষ থেকে নয় দিনের জেল হেফাজত চাওয়া হয় কিন্তু বিচারক তিন জনকেই পাঁচদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন l


লালগড় থানার মালখানা থেকে চুরি যাওয়া ১৮ টি বন্দুকের মধ্যে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং সুপ্রিয় দে নামে এক ব্যক্তিকে কলকাতার বাগুইহাটি থেকে গ্রেপ্তার করে লালগড় থানার পুলিশ l সুপ্রিয় দে কে গতকাল কোর্টে তোলা হলে ঝাড়গ্রাম আদালত ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ধৃত সুপ্রিয় কে এবং থানার মালখানা থেকেবন্দুক চুরি যাওয়ার ঘটনায় বিনপুর থেকে ধৃত বাবা ছেলের মধ্যে বাবা সুধাংশু সেনাপতি কে বার্ধক্যজনিত কারণে গতকালের জেল হাজতে পাঠানো হয় তাকে l সোমবার তারাপদ টুডু সহ আরো দুজনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে নয় দিনের জেল হেফাজত চাওয়া হয় কিন্তু বিচারক তিন জনকেই পাঁচদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন l

উলেখ্য লালগড় থানার সম্প্রতি দায়িত্ব পান আইসি অরিন্দম ভট্টাচার্য l পূর্বের লালগড় থানার মালখানার দায়িত্বে থাকা তারাপদ টুডু কে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জা কে দায়িত্ব দেওয়া হয় l এই দায়িত্ব পাওয়ার পরই 21 তারিখ একটি মামলা রুজু করেন আইসি অরিন্দম ভট্টাচার্য l তিনি মালখানায় থাকা বাজেয়াপ্ত 18 টি আর্মসের হদিশ পাচ্ছিলেন না l সেই ভিত্তিতে তিনি মামলা রুজু করেন l এই মামলা তদন্ত করতে গিয়ে অবশেষে পূর্বে দায়িত্বে থাকা তারাপদ টুডু অফিসারসহ এক এন ভি এফ ও দুজন সাধারণ মানুষ মিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ l এরা হলেন তারাপদ টুডু ,লক্ষীরাম রানা,দিলীপ সেনাপতি ও সুধাংশু সেনাপতি l 16 ই জানুয়ারি এবছর বিশ্বজিৎ পাঞ্জা মালখানার দায়িত্ব পান ,তারাপদ টুডু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় অসঙ্গতি লক্ষ্য করেন l 18 টা সেফ কাস্টডি বন্দুকের হিসেব মিলছিল না l মূলত এই অস্ত্রগুলো 2008 এর পর থেকে মাওবাদী পিরিয়ডের সময়ে বাজেয়াপ্ত করা হয় l অভিযোগ এরা নিজেদের যোগ সাজোগের মধ্যদিয়েই বাজেয়াপ্ত করা আঠারোটি আর্মস মালখানা থেকে সরিয়ে ফেলে l এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছিলো ঝাড়গ্রামে l

এছাড়াও এদিন ২৫ এবং ২৯ নম্বর অস্ত্র আইনের ধারা যুক্ত করা হয়েছে মামলার সঙ্গে ,মালখানার চুরি যাওয়া ১৮ টি বন্দুকের মধ্যে একটি বন্দুক কোথা থেকে উদ্ধার হয়েছে  তদন্ত সাপেক্ষে সেই বিষয়ে কোনো খোলাসা করেনি পুলিশ l পুলিশ সূত্রে জানা যায় এই অস্ত্র চুরির ঘটনায় বড় একটি চক্র হয়েছে l Conclusion:লালগড় থানার মালখানা থেকে চুরি যাওয়া ১৮ টি বন্দুকের মধ্যে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং সুপ্রিয় দে নামে এক ব্যক্তিকে কলকাতার বাগুইহাটি থেকে গ্রেপ্তার করে লালগড় থানার পুলিশ ,পুলিশের পক্ষ থেকে নয় দিনের জেল হেফাজত চাওয়া হয় কিন্তু বিচারক তিন জনকেই পাঁচদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.