লালগড়, 27 জানুয়ারি : লালগড় থানার মালখানা থেকে চুরি যাওয়া 18টি আগ্নেয়াস্ত্রের মধ্যে কলকাতা থেকে একটি উদ্ধার হল । এই ঘটনায় জড়িত সন্দেহে লালগড় থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম সুপ্রিয় দে । সবমিলিয়ে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হল ৷
গোপন সূত্রে খবর পেয়ে লালগড় থানার পুলিশ কলকাতার বাগুইআটি থেকে শনিবার এই ব্যক্তিকে গ্রেপ্তার করে । ধৃতকে রবিবার কোর্টে তোলা হলে ঝাড়গ্রাম আদালত চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় । অন্যদিকে থানার মালখানা থেকে বন্দুক চুরির ঘটনায় বিনপুর থেকে ধৃত সুধাংশু সেনাপতিকে বার্ধক্যজনিত কারণে গতকাল জেল হাজতে পাঠানো হয় । সোমবার তারাপদ টুডু এবং আরও দু'জনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে মোট নয় দিনের জেল হেপাজত চাওয়া হয় । কিন্তু বিচারক তিনজনকেই পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।
কয়েকদিন আগে লালগড় থানার মালখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সম্প্রতি এই থানায় দায়িত্বে আসেন IC অরিন্দম ভট্টাচার্য । এই থানার মালখানার দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর তারাপদ টুডু । মালখানার আগ্নেয়াস্ত্রের হিসাব না মেলায় সন্দেহ হয় অরিন্দমবাবুর । তারপরই তারাপদকে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জাকে মালখানার দায়িত্ব দেওয়া হয় । তারাপদকে জামবনি থানায় পাঠানো হয় । অভিযোগ ওঠে, এই আগ্নেয়াস্ত্রগুলি তারাপদবাবু সরিয়েছেন । এরপরই 409 ধারায় মামলা রুজু করা হয় । অস্ত্র চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তারাপদবাবু সহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করে । এই ঘটনায় এই ধৃতদের জি়জ্ঞাসা করেই অন্যদের সম্পর্কে খবর পায় পুলিশ । আর তারপরই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় সুপ্রিয় দে'কে ।