ETV Bharat / state

Mamata Banerjee at Jhargram : এখানে আর মাওবাদী নেই, যারা ছিল তারা এখন আমাদের সঙ্গে : মমতা - No more Maoist in Jhargram

এখানে মাওবাদী নেই । যারা আগে মাওবাদী ছিল তারা এখন আমাদের সঙ্গে কাজ করে । অনেকে তাঁরা পুলিশে নিয়োগ হয়েছে ৷ মাওবাদী প্রসঙ্গে ঝাড়গ্রামের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (No more Maoist in Jhargram)।

Mamata Banerjee at Jhargram news
যারা আগে মাওবাদী ছিল তারা এখন আমাদের সঙ্গে কাজ করছে, ঝাড়গ্রামের সভায় বললেন মমতা
author img

By

Published : May 19, 2022, 9:08 PM IST

ঝাড়গ্রাম, 19 মে : "এখানে আর মাওবাদী নেই ৷ যাঁরা মাওবাদী ছিল, তাঁরা এখন আমাদের সঙ্গে কাজ করে ৷" ঝাড়গ্রামের কর্মিসভা থেকে এ কথাই বললেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (No Maoist in Jhargram) ।

মাসকয়েক ধরে জঙ্গলমহল জুড়ে ফের উঠেছিল মাওবাদী রব ৷ প্রায় প্রতিদিনই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই চার জেলায় মাওবাদী নামাঙ্কিত সাদা পাতার উপর লাল কালির পোস্টার পাওয়া যাচ্ছিল । জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় 15 দিনের হাই অ্য়ালার্ট জারি করা হয় । এছাড়াও মাওবাদীদের ডাকা বনধগুলাে কার্যত সফল হয় । যার দরুণ জঙ্গলমহলে নতুন করে মাওবাদী আতঙ্ক দানা বাঁধে ।

আরও পড়ুন : 'এত সুন্দর ঝাড়গ্রাম', পর্যটনের উন্নতিতে যুবসমাজকে এগিয়ে আসার বার্তা মুখ্যমন্ত্রীর

মাওবাদী আতঙ্ক প্রসঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামিদিনে ঝাড়গ্রামে কেউ হিংসার খেলা খেলতে সাহায্য করবেন না । যদি কেউ ভয় দেখায় আর যদি কেউ মাওবাদী বলে মিথ্যে আতঙ্ক প্রচার করে, তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে । এখানে মাওবাদী নেই । যারা আগে মাওবাদী ছিল তারা এখন আমাদের সঙ্গে কাজ করে । তাঁরা পুলিশে জয়েন করেছে । প্রায় এক হাজারেরও বেশি ছেলেমেয়েদের আমরা হোম গার্ডের চাকরি দিয়েছি । যারা মাওবাদী করত তারা আত্মসমর্পণ করেছে, আমি তাদের কথা বলছি । এছাড়াও যে সকল পরিবার মাওবাদী হানায় নিহত হয়েছে, তাঁদেরও প্রায় 556 জনকে আমরা চাকরি দিয়েছি । গতকালও 35 থেকে 37 জনের হাতে চাকরির লেটার তুলে দিয়েছি ৷"

যারা আগে মাওবাদী ছিল তারা এখন আমাদের সঙ্গে কাজ করছে, ঝাড়গ্রামের সভায় বললেন মমতা

দু'দিনের জঙ্গলমহল সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন তিনি । আজ বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে কর্মিসভা করেন । কর্মিসভার শেষে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশে রওনা দেন ।

ঝাড়গ্রাম, 19 মে : "এখানে আর মাওবাদী নেই ৷ যাঁরা মাওবাদী ছিল, তাঁরা এখন আমাদের সঙ্গে কাজ করে ৷" ঝাড়গ্রামের কর্মিসভা থেকে এ কথাই বললেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (No Maoist in Jhargram) ।

মাসকয়েক ধরে জঙ্গলমহল জুড়ে ফের উঠেছিল মাওবাদী রব ৷ প্রায় প্রতিদিনই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই চার জেলায় মাওবাদী নামাঙ্কিত সাদা পাতার উপর লাল কালির পোস্টার পাওয়া যাচ্ছিল । জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় 15 দিনের হাই অ্য়ালার্ট জারি করা হয় । এছাড়াও মাওবাদীদের ডাকা বনধগুলাে কার্যত সফল হয় । যার দরুণ জঙ্গলমহলে নতুন করে মাওবাদী আতঙ্ক দানা বাঁধে ।

আরও পড়ুন : 'এত সুন্দর ঝাড়গ্রাম', পর্যটনের উন্নতিতে যুবসমাজকে এগিয়ে আসার বার্তা মুখ্যমন্ত্রীর

মাওবাদী আতঙ্ক প্রসঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামিদিনে ঝাড়গ্রামে কেউ হিংসার খেলা খেলতে সাহায্য করবেন না । যদি কেউ ভয় দেখায় আর যদি কেউ মাওবাদী বলে মিথ্যে আতঙ্ক প্রচার করে, তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে । এখানে মাওবাদী নেই । যারা আগে মাওবাদী ছিল তারা এখন আমাদের সঙ্গে কাজ করে । তাঁরা পুলিশে জয়েন করেছে । প্রায় এক হাজারেরও বেশি ছেলেমেয়েদের আমরা হোম গার্ডের চাকরি দিয়েছি । যারা মাওবাদী করত তারা আত্মসমর্পণ করেছে, আমি তাদের কথা বলছি । এছাড়াও যে সকল পরিবার মাওবাদী হানায় নিহত হয়েছে, তাঁদেরও প্রায় 556 জনকে আমরা চাকরি দিয়েছি । গতকালও 35 থেকে 37 জনের হাতে চাকরির লেটার তুলে দিয়েছি ৷"

যারা আগে মাওবাদী ছিল তারা এখন আমাদের সঙ্গে কাজ করছে, ঝাড়গ্রামের সভায় বললেন মমতা

দু'দিনের জঙ্গলমহল সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন তিনি । আজ বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে কর্মিসভা করেন । কর্মিসভার শেষে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশে রওনা দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.