ETV Bharat / state

Chatradhar Mahato: দুই ছেলের বিয়ে, অন্তর্বর্তী জামিন ছত্রধরের - ছত্রধর মাহাতো

2021-র মার্চে এনআইএ (NIA) গ্রেফতার করে ছত্রধর মাহাতোকে ৷ দুই ছেলের বিয়ের জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে এনআইএ আদালত (NIA Court grants Interim Bail to Chatradhar Mahato) ৷ তিনি লালগড় থানার বাইরে যেতে পারবেন না বলে শর্ত দিয়েছে আদালত ৷

nia-court-grants-interim-bail-to-chatradhar-mahato
Chatradhar Mahato: দুই ছেলের বিয়ে, অন্তর্বর্তী জামিন ছত্রধরের
author img

By

Published : Jul 2, 2022, 7:16 PM IST

ঝাড়গ্রাম, 2 জুলাই : সাত পাকে আবদ্ধ হতে চলেছে দুই ছেলে । এমন এক আনন্দের মুহূর্তে বাবার উপস্থিতিও জরুরি ৷ তাই দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ছত্রধর মাহাতোকে অন্তর্বর্তী জামিন দিল এনআইএ-এর বিশেষ আদালত (NIA Court grants Interim Bail to Chatradhar Mahato)।

জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর (Chatradhar Mahato) দুই ছেলের বিয়ের জন্য আদালত 2 জুলাই শনিবার থেকে 7 জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ৷ লালগড় থানার অন্তর্গত আমলিয়া গ্রামে ছত্রধরের বাড়ি । আদালতের নির্দেশ, অন্তর্বর্তী জামিনে থাকাকালীন তিনি লালগড় থানার বাইরে যেতে পারবেন না ৷ প্রতিদিন তাঁকে লালগড় থানায় গিয়ে হাজিরা দিতে হবে ।

ছত্রধর মাহাতোর বড় ছেলে ধৃতিপ্রকাশ মাহাতোর বিয়ে 3 জুলাই ৷ আর ছোট ছেলে দেবীপ্রকাশ মাহাতোর বিয়ে 5 জুলাই ৷ ধৃতিপ্রকাশের বিয়ে হচ্ছে স্থানীয় পূর্ণাপানি গ্রামে ৷ আর দেবীপ্রকাশ বিয়ে করছেন এলাকারই কারগানালা গ্রামে ৷ বৌভাতের অনুষ্ঠান 6 জুলাই ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ণাপাণি ও কারগানালা গ্রাম লালগড় থানার মধ্যে পড়ছে ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, ওই থানা এলাকাতেই থাকতে পারবেন ছত্রধর ৷ তাই বিয়ের সমস্ত অনুষ্ঠানে যোগ দিতে তাঁর কোনও বাধা থাকবে না ৷ তাই খুশি পরিবারের সদস্যরাও ৷

NIA Court grants Interim Bail to Chatradhar Mahato
ছত্রধরের ছেলের বিয়ের কার্ড

ছত্রধর মাহাতোর আইনজীবী কৌশিক সিনহা বলেন, "ছত্রধর মাহাতোর দুই ছেলের বিয়ে রয়েছে ৷ তাই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ আদালত শর্তানুযায়ী অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে ছত্রধর মাহাতোর ৷"

2021 সালের 28 মার্চ ভোরে এনআইএ (NIA) জিজ্ঞাসাবাদের জন্য ছত্রধর মাহাতোকে বাড়ি থেকে নিয়ে যায় । বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের মামলায় তাঁকে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ এনআইএ-এর বিশেষ আদালত ছত্রধর মাহাতোকে এনআইএ-এর হেফাজতে পাঠায় ৷ তারপর থেকে ছত্রধর মাহাতো প্রেসিডেন্সি জেলে রয়েছেন ৷"

ছত্রধর মাহাতোর আইনজীবীর বক্তব্য

প্রসঙ্গত, 2009 সালে ছত্রধর গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের হয়েছিল ৷ সেই সময় তিনি জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা ৷ তার পর থেকে তিনি জেলেই ছিলেন ৷ পরে কলকাতা হাইকোর্ট তাঁর সাজার মেয়াদ কমান ৷ 2020 সালে তিনি জেল মুক্ত হন ৷

জেল থেকে বেরিয়ে তিনি তৃণমূলে যোগ দেন ৷ তাঁকে রাজ্য সম্পাদকের পদ দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) দল ৷ তার পর থেকে জঙ্গলমহলে তৃণমূলের সমস্ত কর্মসূচিতেই তাঁকে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : গায়ে গেঞ্জি আর গামছা, টেনে হিঁচড়ে নিয়ে গেল...

ঝাড়গ্রাম, 2 জুলাই : সাত পাকে আবদ্ধ হতে চলেছে দুই ছেলে । এমন এক আনন্দের মুহূর্তে বাবার উপস্থিতিও জরুরি ৷ তাই দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ছত্রধর মাহাতোকে অন্তর্বর্তী জামিন দিল এনআইএ-এর বিশেষ আদালত (NIA Court grants Interim Bail to Chatradhar Mahato)।

জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর (Chatradhar Mahato) দুই ছেলের বিয়ের জন্য আদালত 2 জুলাই শনিবার থেকে 7 জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ৷ লালগড় থানার অন্তর্গত আমলিয়া গ্রামে ছত্রধরের বাড়ি । আদালতের নির্দেশ, অন্তর্বর্তী জামিনে থাকাকালীন তিনি লালগড় থানার বাইরে যেতে পারবেন না ৷ প্রতিদিন তাঁকে লালগড় থানায় গিয়ে হাজিরা দিতে হবে ।

ছত্রধর মাহাতোর বড় ছেলে ধৃতিপ্রকাশ মাহাতোর বিয়ে 3 জুলাই ৷ আর ছোট ছেলে দেবীপ্রকাশ মাহাতোর বিয়ে 5 জুলাই ৷ ধৃতিপ্রকাশের বিয়ে হচ্ছে স্থানীয় পূর্ণাপানি গ্রামে ৷ আর দেবীপ্রকাশ বিয়ে করছেন এলাকারই কারগানালা গ্রামে ৷ বৌভাতের অনুষ্ঠান 6 জুলাই ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ণাপাণি ও কারগানালা গ্রাম লালগড় থানার মধ্যে পড়ছে ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, ওই থানা এলাকাতেই থাকতে পারবেন ছত্রধর ৷ তাই বিয়ের সমস্ত অনুষ্ঠানে যোগ দিতে তাঁর কোনও বাধা থাকবে না ৷ তাই খুশি পরিবারের সদস্যরাও ৷

NIA Court grants Interim Bail to Chatradhar Mahato
ছত্রধরের ছেলের বিয়ের কার্ড

ছত্রধর মাহাতোর আইনজীবী কৌশিক সিনহা বলেন, "ছত্রধর মাহাতোর দুই ছেলের বিয়ে রয়েছে ৷ তাই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ আদালত শর্তানুযায়ী অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে ছত্রধর মাহাতোর ৷"

2021 সালের 28 মার্চ ভোরে এনআইএ (NIA) জিজ্ঞাসাবাদের জন্য ছত্রধর মাহাতোকে বাড়ি থেকে নিয়ে যায় । বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের মামলায় তাঁকে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ এনআইএ-এর বিশেষ আদালত ছত্রধর মাহাতোকে এনআইএ-এর হেফাজতে পাঠায় ৷ তারপর থেকে ছত্রধর মাহাতো প্রেসিডেন্সি জেলে রয়েছেন ৷"

ছত্রধর মাহাতোর আইনজীবীর বক্তব্য

প্রসঙ্গত, 2009 সালে ছত্রধর গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের হয়েছিল ৷ সেই সময় তিনি জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা ৷ তার পর থেকে তিনি জেলেই ছিলেন ৷ পরে কলকাতা হাইকোর্ট তাঁর সাজার মেয়াদ কমান ৷ 2020 সালে তিনি জেল মুক্ত হন ৷

জেল থেকে বেরিয়ে তিনি তৃণমূলে যোগ দেন ৷ তাঁকে রাজ্য সম্পাদকের পদ দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) দল ৷ তার পর থেকে জঙ্গলমহলে তৃণমূলের সমস্ত কর্মসূচিতেই তাঁকে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : গায়ে গেঞ্জি আর গামছা, টেনে হিঁচড়ে নিয়ে গেল...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.