ETV Bharat / state

Dilip Ghosh Nephew Arrested: প্রেমিকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি, ধৃত দিলীপ ঘোষের ভাইপো - গ্রেফতার দিলীপ ঘোষের ভাইপো

ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেফতার করেছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপোকে ৷ ধৃতের বিরুদ্ধে প্রেমিকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ৷

ETV Bharat
ধৃত
author img

By

Published : May 14, 2023, 6:23 PM IST

Updated : May 14, 2023, 7:58 PM IST

ঝাড়গ্রাম, 14 মে : প্রেমিকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি এবং বিয়ে ভাঙার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপোকে ৷ রবিবার তাকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার পুলিশ । ধৃতের নাম অরিন্দম ঘোষ (23) ৷ সে দিলীপ ঘোষের ছোট ভাই হীরক ঘোষের ছেলে ৷

তবে এই গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষের পরিবারের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের বদনাম করার জন্য এই চক্রান্ত করা হয়েছে ৷ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিয়ানা গ্রামে দিলীপ ঘোষের বসতবাড়ি । সেইখানেই সপরিবারে বসবাস করেন দিলীপ ঘোষের ভাই হীরক ঘোষ । তাঁর ছেলে অরিন্দম গ্রেজুয়েশন পাশ করার পর একটি বেসরকারি সংস্থায় সদ্য কাজে নিযুক্ত হয়েছিল ৷

জানা গিয়েছে, বেলিয়াবেড়া থানার অন্তর্গত এক যুবতী শনিবার ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় এসে অরিন্দমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় । সাইবার ক্রাইম বিভাগের ডিএসপি সব্যসাচী ঘোষ বলেন,"এক যুবতী অরিন্দমের বিরুদ্ধে তাঁর গোপন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি এবং কয়েকবার বিয়ে ভাঙার অভিযোগ তুলে একটি লিখিত অভিযোগ করেন । সেই লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অরিন্দমকে" । অরিন্দমের সঙ্গে ওই যুবতীর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক বলেও জানা গিয়েছে ৷

অরিন্দমের বাবা হীরক ঘোষ বলেন,"চলতি বছরের জানুয়ারি মাসে মেয়ের বাবা এবং জেঠু আমাকে অরিন্দমের সঙ্গে তাঁদের মেয়ের সম্পর্কের কথা জানিয়েছিল ৷ প্রেম, ভালবাসাকে আমি পবিত্র চোখেই দেখি । আমি বলেছিলাম ছেলে সদ্য গেজুয়েশন পাস করেছে । এখনও রোজগার শুরু করেনি । ছেলে বা মেয়ে দু'জনের কেউ রোজগার করুক তাহলেই আমি বিয়ে দিয়ে দেব । তারপর আমি কিছুই জানতে পারিনি । আমার স্ত্রীর কাছে গতকাল রাত্রে জানতে পারি ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে ।"

আরও পড়ুন: সিপিএমের বিরুদ্ধে কর্ণাটকে ভোট-ভাগাভাগির রাজনীতির অভিযোগ কুণালের

ঝাড়গ্রাম, 14 মে : প্রেমিকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি এবং বিয়ে ভাঙার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপোকে ৷ রবিবার তাকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার পুলিশ । ধৃতের নাম অরিন্দম ঘোষ (23) ৷ সে দিলীপ ঘোষের ছোট ভাই হীরক ঘোষের ছেলে ৷

তবে এই গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষের পরিবারের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের বদনাম করার জন্য এই চক্রান্ত করা হয়েছে ৷ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিয়ানা গ্রামে দিলীপ ঘোষের বসতবাড়ি । সেইখানেই সপরিবারে বসবাস করেন দিলীপ ঘোষের ভাই হীরক ঘোষ । তাঁর ছেলে অরিন্দম গ্রেজুয়েশন পাশ করার পর একটি বেসরকারি সংস্থায় সদ্য কাজে নিযুক্ত হয়েছিল ৷

জানা গিয়েছে, বেলিয়াবেড়া থানার অন্তর্গত এক যুবতী শনিবার ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় এসে অরিন্দমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় । সাইবার ক্রাইম বিভাগের ডিএসপি সব্যসাচী ঘোষ বলেন,"এক যুবতী অরিন্দমের বিরুদ্ধে তাঁর গোপন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি এবং কয়েকবার বিয়ে ভাঙার অভিযোগ তুলে একটি লিখিত অভিযোগ করেন । সেই লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অরিন্দমকে" । অরিন্দমের সঙ্গে ওই যুবতীর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক বলেও জানা গিয়েছে ৷

অরিন্দমের বাবা হীরক ঘোষ বলেন,"চলতি বছরের জানুয়ারি মাসে মেয়ের বাবা এবং জেঠু আমাকে অরিন্দমের সঙ্গে তাঁদের মেয়ের সম্পর্কের কথা জানিয়েছিল ৷ প্রেম, ভালবাসাকে আমি পবিত্র চোখেই দেখি । আমি বলেছিলাম ছেলে সদ্য গেজুয়েশন পাস করেছে । এখনও রোজগার শুরু করেনি । ছেলে বা মেয়ে দু'জনের কেউ রোজগার করুক তাহলেই আমি বিয়ে দিয়ে দেব । তারপর আমি কিছুই জানতে পারিনি । আমার স্ত্রীর কাছে গতকাল রাত্রে জানতে পারি ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে ।"

আরও পড়ুন: সিপিএমের বিরুদ্ধে কর্ণাটকে ভোট-ভাগাভাগির রাজনীতির অভিযোগ কুণালের

Last Updated : May 14, 2023, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.