লালগড়, 16 মার্চ: লালগড়ে উদ্ধার মাওবাদী নামাঙ্কিত পোস্টার ৷ বুধবার সকালে লাল কালিতে লেখা পোস্টারগুলি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় (Maoist Posters in Lalgarh) ৷ পোস্টারগুলিতে পিএলজি ও সিপিআই নাম থাকতে দেখা যায় ৷
সূত্রের খবর, আদিবাসীদের জল-জঙ্গল ও জমির অধিকারের দাবিতে যুব সমাজকে জনযুদ্ধে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে । পাশাপাশি বর্তমান সরকারের সমালোচনা করে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারগুলিতে ।
আরও পড়ুন: Purulia Maoist Poster : বরাবাজারে ফের মাওবাদী পোস্টার, খুনের হুমকি তৃণমূল নেতাদের
সম্প্রতি সিপিআই মাওবাদীদের নামে বিভিন্ন জায়গায় পোস্টার পাওয়া যাচ্ছে । তবে পিএলজিএ-র নামে করে পোস্টার এই প্রথম, যা যথেষ্ট ভাবাচ্ছে পুলিশ ও গোয়েন্দাদের । সূত্রের খবর, আগামী বছর 2023 সালে পঞ্চায়েত নির্বাচন রয়েছে । তাই পঞ্চায়েত নির্বাচনে প্রভাব খাটানোর জন্য সমাজবিরোধীরা এই ধরনের কার্যকলাপ ঘটাচ্ছে বলে প্রশাসনিক মহলের একাংশের দাবি ।
লালগড় থানা থেকে প্রায় 5 কিমি দূরে প্রধান রাস্তার উপর পাওয়া গিয়েছে পোস্টারগুলি । এদিকে থানার এত কাছে এই ধরনের পোস্টার পাওয়া যাওয়ায় স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েছে প্রশাসন ৷ যদিও এব্যাপারে তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷