ETV Bharat / state

Maoist Posters : হাই অ্যালার্টের মধ্যেই ঝাড়গ্রামে মাওবাদী পোস্টার উদ্ধার - Maoist Posters in Jhargram

শুক্রবার রাতে ঝাড়গ্রামের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে উদ্ধার হয়েছে মাওবাদী পোস্টার (Maoist Posters in Jhargram) ৷

Jhargram News
ঝাড়গ্রামে মাওবাদী পোস্টার উদ্ধার
author img

By

Published : Apr 23, 2022, 12:35 PM IST

ঝাড়গ্রাম, 23 এপ্রিল : জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন । এরই মধ্যে ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া বিট হাউসের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে রাতের অন্ধকারে উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার (Maoist Posters in Jhargram) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

গতরাতে উদ্ধার হওয়া পোস্টারগুলিতে লালকালিতে লেখা রয়েছে, "কিশান জি অমর রহে, এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতার সাথে ৷" নিচে লেখা রয়েছে মাওবাদী । শনিবার সকালে এই পোস্টার দেখে রীতিমতো আতঙ্ক ছড়ায় মানিকপাড়ায় । মাওবাদী নামাঙ্কিত পোস্টারের খবর পুলিশের কানে আসতেই রামকৃষ্ণ বাজারে পৌঁছায় মানিকপাড়া বিট হাউসের পুলিশ । পুলিশ কর্মীরা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলোকে ছিঁড়ে ফেলেন ৷

কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্ট অনুযায়ী, জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে । সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের ওপর ভিত্তি করে জঙ্গলমহলে 15 দিনের হাই অ্যালার্ট জারি করা হয় । জঙ্গলমহলের সমস্ত থানার পুলিশ কর্মীদের 15 দিনের ছুটিও বাতিল করা হয় । রাতে তৃণমূল নেতাদের অবাধ যাতায়াতের সতর্ক করা হয় । যথেষ্ট সক্রিয় রয়েছে পুলিশ-প্রশাসন । পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতেও মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হচ্ছে । এরই মধ্যে মানিকপাড়ায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলের একাংশ অশনি সংকেত দেখছে জঙ্গলমহলে ।

আরও পড়ুন : Maoist poster over Anish Khan Death : আনিশ খানের মৃত্যুর বদলা চেয়ে মাওবাদী পোস্টার বারাসতে

ঝাড়গ্রাম, 23 এপ্রিল : জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন । এরই মধ্যে ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া বিট হাউসের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে রাতের অন্ধকারে উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার (Maoist Posters in Jhargram) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

গতরাতে উদ্ধার হওয়া পোস্টারগুলিতে লালকালিতে লেখা রয়েছে, "কিশান জি অমর রহে, এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতার সাথে ৷" নিচে লেখা রয়েছে মাওবাদী । শনিবার সকালে এই পোস্টার দেখে রীতিমতো আতঙ্ক ছড়ায় মানিকপাড়ায় । মাওবাদী নামাঙ্কিত পোস্টারের খবর পুলিশের কানে আসতেই রামকৃষ্ণ বাজারে পৌঁছায় মানিকপাড়া বিট হাউসের পুলিশ । পুলিশ কর্মীরা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলোকে ছিঁড়ে ফেলেন ৷

কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্ট অনুযায়ী, জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে । সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের ওপর ভিত্তি করে জঙ্গলমহলে 15 দিনের হাই অ্যালার্ট জারি করা হয় । জঙ্গলমহলের সমস্ত থানার পুলিশ কর্মীদের 15 দিনের ছুটিও বাতিল করা হয় । রাতে তৃণমূল নেতাদের অবাধ যাতায়াতের সতর্ক করা হয় । যথেষ্ট সক্রিয় রয়েছে পুলিশ-প্রশাসন । পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতেও মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হচ্ছে । এরই মধ্যে মানিকপাড়ায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলের একাংশ অশনি সংকেত দেখছে জঙ্গলমহলে ।

আরও পড়ুন : Maoist poster over Anish Khan Death : আনিশ খানের মৃত্যুর বদলা চেয়ে মাওবাদী পোস্টার বারাসতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.