ঝাড়গ্রাম, 8 এপ্রিল : ফিরে এল পুরনো স্মৃতি ৷ শুক্রবার মাওবাদীদের ডাকা বাংলা বনধের ভাল সাড়া পড়ল জঙ্গলমহলে (Maoists Bandh in Jangal mahal ) । শুক্রবার সকাল থেকে জঙ্গলমহল অঞ্চলের অন্তর্গত বলে পরিচিত রাস্তায় কোনও যানবাহনের দেখা নেই । কেবলমাত্র হাতেগোনা কয়েকটি সরকারি বাস দেখা গিয়েছিল । খোলেনি প্রায় কোনও দোকানপাট ৷ ঝাড়গ্রাম শহর থেকে শুরু করে পাহাড় জঙ্গলে ঘেরা বেলপাহাড়ির প্রায়ই সমস্ত দোকানপাট বন্ধ, খাঁ খাঁ করছে রাস্তাঘাট । ঝাড়গ্রাম, দহিজুড়ি, বিনপুর, শিলদা, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় এই বনধের ব্যাপক সাড়া পড়েছে ।
রাজ্য সরকারের দুর্নীতি, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে এই বনধের ডাক দিয়েছে মাওবাদীরা ৷ গত কয়েকদিন ধরে বনধের সমর্থনে পোস্টার লক্ষ্য করা গিয়েছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় ৷ মাওবাদীদের এদিন বনধে যে ব্যাপক সাড়া পড়েছে, তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী ফের ফিরছে মাও আতঙ্ক ৷ রাজ্য সরকার যেখানে দাবি করছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা বিশেষত জঙ্গলমহলে মাও কার্যকলাপ প্রায় বন্ধ হয়ে গিয়েছে সেখানে এদিনের এই দৃশ্য কিন্ত অন্য কথাই বলছে ৷ মাও কার্যকলাপ বন্ধ থাকলেও, এলাকাবাসীর মনে কী ফের প্রভাব বিস্তার করছে মাওবাদীরা, এদিনের দৃশ্য সেই প্রশ্ন তুলে দিচ্ছে ৷
আরও পড়ুন : ধারের টাকা শোধ না পাওয়াতেই খুন, দেগঙ্গায় যৌনকর্মী খুনে স্বীকার মূল অভিযুক্তর
বেলপাহাড়ি বাজারের এক বাসিন্দা মাওবাদীদের বনধ প্রসঙ্গে বলেন, "রাজনৈতিক দলগুলির চুরি বেড়ে গিয়েছে ৷ মাওবাদীরা বনধ ডেকে তার প্রতিবাদ করছে, মানুষ এই চুরির বিরুদ্ধে মাওবাদীদের ডাকা বনধকে সমর্থন করছে । তাই আজ বেলপাহাড়ির সমস্ত বাজার দোকান বন্ধ ।" কেউ কেউ আবার জানিয়েছেন, মাওবাদীদের ডাকা বনধ তাই তাঁরা দোকান খুলতে সাহস পাচ্ছেন না ৷
বেশ কয়েকদিন ধরেই 8 তারিখ বাংলা বনধের ডাক দিয়ে দেওয়া মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হচ্ছিল জঙ্গলমহল থেকে ৷ বনধের সমর্থনে পোস্টারের পাশাপাশি বনধ না মানলে মাথা কেটে নেয়ারও হুমকিও দেওয়া হয় ওই পোস্টারগুলিতে । এরই মাঝে, বৃহস্পতিবার বেলপাহাড়ির লবনী এলাকায় একটি সক্রিয় ল্যান্ডমাইন উদ্ধার হয় । সিআরপিএফ, বেলপাহাড়ি থানার পুলিশ এবং বম স্কোয়াডের সদস্যরা গিয়ে ল্যান্ডমাইনটিকে উদ্ধার করে পরে নিষ্ক্রিয় করে । এই ল্যান্ডমাইন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে জঙ্গলমহলে ৷ তার প্রভাবই এদিন চোখে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷