ETV Bharat / state

ঝাড়গ্রামে হাতির হানায় প্রৌঢ়ের মৃত্যু - Jhargram

ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের ৷ ঝাড়গ্রাম বন বিভাগের গিধনি ফরেস্ট রেঞ্জের আমতলিয়া বিটের বনডিহি এলাকার ঘটনা ৷ দলছুট একটি বুনো হাতি শুঁড়ে তুলে আছাড় মারে ওই ব্যক্তিকে ৷ ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তাঁর ৷

man death by elephant attack in Jhargram
ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের
author img

By

Published : Jun 3, 2021, 5:09 PM IST

ঝাড়গ্রাম, 3 জুন : ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের ৷ বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম বন বিভাগের গিধনি ফরেস্ট রেঞ্জের আমতলিয়া বিটের বনডিহি এলাকায় দলছুট একটি বুনো হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির ৷ মৃতের নাম রুটু বাগাল (50) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বড়রাজ গ্রামের বাসিন্দা ছিলেন ৷ এদিন সকালে ধানের জমি দেখতে গিয়েছিলেন তিনি ৷ সেই সময়েই হাতির দলের সামনে পড়ে যান ওই ব্যক্তি ৷ এরপরই প্রাণ ভয়ে সেখান থেকে পালান রুটু ৷ তবে হাতির দলের কবল থেকে কোনওক্রমে পালিয়ে বাঁচলেও অন্য একটি হাতির সামনে পড়ে যান তিনি ৷ রুটুকে সামনে পেয়ে হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ বন দফতর খবর পেয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ পরে ময়নাতদন্তের জন্য দেহটি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ৷

আরও পড়ুন : শৌচকর্ম সারতে গিয়ে হাতির হানায় মৃত্যু

প্রসঙ্গত, বুধবার রাত থেকেই 12টি হাতির একটি দল আমতলিয়ার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৷ তাদের পায়ের চাপে নষ্ট হচ্ছে ক্ষেতের পাকা ধান ৷ ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷

বন দফতরের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ‘‘সরকারি নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে ৷’’ হাতির দলটি যাতে আর কারও অনিষ্ট করতে না পারে, সে দিকেও তাঁদের নজর রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

ঝাড়গ্রাম, 3 জুন : ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের ৷ বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম বন বিভাগের গিধনি ফরেস্ট রেঞ্জের আমতলিয়া বিটের বনডিহি এলাকায় দলছুট একটি বুনো হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির ৷ মৃতের নাম রুটু বাগাল (50) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বড়রাজ গ্রামের বাসিন্দা ছিলেন ৷ এদিন সকালে ধানের জমি দেখতে গিয়েছিলেন তিনি ৷ সেই সময়েই হাতির দলের সামনে পড়ে যান ওই ব্যক্তি ৷ এরপরই প্রাণ ভয়ে সেখান থেকে পালান রুটু ৷ তবে হাতির দলের কবল থেকে কোনওক্রমে পালিয়ে বাঁচলেও অন্য একটি হাতির সামনে পড়ে যান তিনি ৷ রুটুকে সামনে পেয়ে হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ বন দফতর খবর পেয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ পরে ময়নাতদন্তের জন্য দেহটি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ৷

আরও পড়ুন : শৌচকর্ম সারতে গিয়ে হাতির হানায় মৃত্যু

প্রসঙ্গত, বুধবার রাত থেকেই 12টি হাতির একটি দল আমতলিয়ার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৷ তাদের পায়ের চাপে নষ্ট হচ্ছে ক্ষেতের পাকা ধান ৷ ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷

বন দফতরের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ‘‘সরকারি নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে ৷’’ হাতির দলটি যাতে আর কারও অনিষ্ট করতে না পারে, সে দিকেও তাঁদের নজর রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.