ঝাড়গ্রাম, 19 ডিসেম্বর: নিজের গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে ড্রাইভার, খালাসি এবং ভাগ্নেকে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনতাই করানোর ঘটনার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Man Burnt his Car to Avoid Car Installments)। গোপীবল্লভপুর থানার আসনবনি গ্রামের বাসিন্দা পিন্টু দোলাই ঝাড়গ্রাম থানায় এমনই অভিযোগ করেন ।
ভাগ্নে পিন্টু দোলাই-এর দাবি, গত 16 তারিখ বিকেল চারটে নাগাদ তাঁর মামা নিমাই মহাপাত্রের একটি মালবাহী ছোট চারচাকা নিয়ে গাড়ি নিয়ে ঝাড়গ্রামের উদ্দেশে রড কিনতে আসেন । সঙ্গে ছিলেন গাড়ির ড্রাইভার এবং খালাসি । এমনকী রড কেনার জন্য মামা 20 হাজার টাকা দেয় । কিন্তু কেউ জিজ্ঞাসা করলে যেন 80 হাজার টাকা বলা হয় । এরপর গাড়ি নিয়ে যখন ঝাড়গ্রাম ওভারব্রিজ সংলগ্ন এলাকায় আসে তখন তার মামা ফোন করে বলে রড দোকান বন্ধ রয়েছে তুই গাড়ি নিয়ে বাড়ি ফিরে চলে আয় । গাড়ি নিয়ে গোপীবল্লভপুরের বাড়ি ফেরার সময় ঝাড়গ্রামের জারুলিয়া গ্রাম সংলগ্ন রাস্তায় দু'জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ি আটক করে । চালক অর্জুন মুর্মু ও খালাসি পরিমল মাণ্ডিকে মারধর করে গাড়ির কাঁচ ভেঙে দেয় । তারপর গাড়িতে পেট্রল ধরিয়ে আগুন লাগিয়ে দেয় ।
পিন্টুর সন্দেহ, তার মামা অসৎ উদ্দেশে তার সঙ্গে একাজ করেছে । গত 17 তারিখ ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করা হয় ৷ পুলিশ নিমাই মহাপাত্রকে গ্রেফতার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিমাই মহাপাত্রের ফাইন্যান্স কোম্পানিতে গাড়ির 1 লক্ষ 30 হাজার টাকা কিস্তি বাকি ছিল । তাই তিনি এই ঘটনার ছক কষেছিল যা বিন্দুমাত্র বুঝতে দেননি ভাগ্নে পিন্টু দোলাইকে ।
আরও পড়ুন: দিল্লিতে গাড়ির ধাক্কায় আহত তিন বালক
রবিবার ভারপ্রাপ্ত সিজেএম বিচারকের এজলাসে তোলা হয় । মামলার তদন্তকারী অফিসার তদন্তের স্বার্থে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন আদালতে । বিচারক 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । অভিযুক্ত পক্ষের আইনজাবী অন্তরীক্ষ সিনহা বলেন, "আমার মক্কেল নিমাই মহাপাত্র নিজের গাড়িতে কখনই নিজে আগুন লাগাতে পারে না। মক্কেলকে ফাঁসানো হয়েছে"।