ETV Bharat / state

Jhargram Murder Case: জমি বিবাদের জেরে বোনকে গলা কেটে খুন! পলাতক স্ত্রী-সহ অভিযুক্ত - Man Allegedly Slitting Sister Throat

Man Allegedly Slitting Sister Throat in Jhargram: পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ ৷ আর তার জেরে বোনকে গলা কেটে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনায় তাঁর স্ত্রীও জড়িত বলে অভিযোগ ৷

Jhargram Murder Case ETV BHARAT
Jhargram Murder Case
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 7:31 PM IST

জমি বিবাদের জেরে ঝাড়গ্রামে বোনকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

ঝাড়গ্রাম, 27 অগস্ট: জমি বিবাদের জেরে চরম পরিণতি হল বোনের ! গলা কেটে বোনকে খুন করার অভিযোগ উঠল অনিল নায়েক এবং তাঁর স্ত্রী পুতুল নায়েকের বিরুদ্ধে ৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার কানপুর গ্রামে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে মৃত মহিলার নামপুতুল নায়েক (35) ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত অনিল নায়েক এবং তাঁর স্ত্রী পলাতক ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ মৃত পুতুল নায়েকের শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডের বড়শোল থানার মানসমুড়িয়া গ্রামে ৷ তবে, তিনি কানপুরে বাপের বাড়িতেই থাকতেন ৷ ওই মহিলা পেশায় দিন মজুর ছিলেন ৷

মৃতের বোন লক্ষ্মী নায়েক জানিয়েছেন, আজকেই স্থানীয় বাসিন্দারা জমি সংক্রান্ত বিবাদ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ৷ কিন্তু, তাঁর আগেই এই ঘটনা ঘটে ৷ আজ ভোরে ঘুম থেকে উঠে শৌচালয়ে গিয়েছিলেন পুতুল ৷ লক্ষ্মীর অভিযোগ তখনই অনিল এবং তাঁর স্ত্রী পুতুলের গলা কেটে হত্যা করেন ৷ ভোরের আলো ফুটতেই স্থানীয়দের নজরে আসে পুতুলের গলা কাটা দেহ ৷ চিৎকার শুনে বাড়ির সবাই বেরিয়ে আসেন ৷ ঘটনার পর থেকে অনিল নায়েক এবং তাঁর স্ত্রী পলাতক ৷ অভিযোগ তাঁরাই পুতুল নায়েককে হত্যা করেছেন ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, পুতুলের বাবা শ্রীমন্ত নায়েকের দু’টি বিয়ে ৷ প্রথম পক্ষের স্ত্রীর দুই ছেলে রয়েছে ৷ তাঁরা হলেন পুলিন নায়েক এবং অনিল নায়েক ৷ আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর দুই মেয়ে ৷ তাঁরা হলেন পুতুল এবং লক্ষ্মী নায়েক ৷ প্রথম পক্ষের স্ত্রী বহুদিন আগেই মারা গিয়েছেন ৷ পুতুলের বাবাও কয়েক বছর আগে মারা গিয়েছেন ৷ আর দ্বিতীয় পক্ষের স্ত্রী বীণা নায়েক মাসখানেক আগেই মারা যান ৷ স্বামীর সঙ্গে বাপের বাড়িতেই থাকছিলেন পুতুল নায়েক ৷

আরও পড়ুন: সন্তানদের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

প্রথম পক্ষের ছেলে অনিল গোপীবল্লভপুর থানার রায়কন্দ এলাকায় থাকতেন ৷ তবে, বাবা মারা যাওয়ার পর তিনি কানপুরের বাড়িতে থাকতে শুরু করেন ৷ শ্রীমন্ত নায়েকের বাড়ি 2 কাঠা জমির উপর ৷ একইসঙ্গে তাঁর আরও 13 কাঠা জমি রয়েছে ৷ সেই জমির ভাগ নিয়েই পুতুলের সঙ্গে অনিলের বিবাদ লেগেই থাকত ৷ মাঝে মধ্যেই জমির ভাগ নিয়ে অশান্তি হত ভাই-বোনের ৷ পুলিশ পুতুল নায়েকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

জমি বিবাদের জেরে ঝাড়গ্রামে বোনকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

ঝাড়গ্রাম, 27 অগস্ট: জমি বিবাদের জেরে চরম পরিণতি হল বোনের ! গলা কেটে বোনকে খুন করার অভিযোগ উঠল অনিল নায়েক এবং তাঁর স্ত্রী পুতুল নায়েকের বিরুদ্ধে ৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার কানপুর গ্রামে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে মৃত মহিলার নামপুতুল নায়েক (35) ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত অনিল নায়েক এবং তাঁর স্ত্রী পলাতক ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ মৃত পুতুল নায়েকের শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডের বড়শোল থানার মানসমুড়িয়া গ্রামে ৷ তবে, তিনি কানপুরে বাপের বাড়িতেই থাকতেন ৷ ওই মহিলা পেশায় দিন মজুর ছিলেন ৷

মৃতের বোন লক্ষ্মী নায়েক জানিয়েছেন, আজকেই স্থানীয় বাসিন্দারা জমি সংক্রান্ত বিবাদ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ৷ কিন্তু, তাঁর আগেই এই ঘটনা ঘটে ৷ আজ ভোরে ঘুম থেকে উঠে শৌচালয়ে গিয়েছিলেন পুতুল ৷ লক্ষ্মীর অভিযোগ তখনই অনিল এবং তাঁর স্ত্রী পুতুলের গলা কেটে হত্যা করেন ৷ ভোরের আলো ফুটতেই স্থানীয়দের নজরে আসে পুতুলের গলা কাটা দেহ ৷ চিৎকার শুনে বাড়ির সবাই বেরিয়ে আসেন ৷ ঘটনার পর থেকে অনিল নায়েক এবং তাঁর স্ত্রী পলাতক ৷ অভিযোগ তাঁরাই পুতুল নায়েককে হত্যা করেছেন ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, পুতুলের বাবা শ্রীমন্ত নায়েকের দু’টি বিয়ে ৷ প্রথম পক্ষের স্ত্রীর দুই ছেলে রয়েছে ৷ তাঁরা হলেন পুলিন নায়েক এবং অনিল নায়েক ৷ আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর দুই মেয়ে ৷ তাঁরা হলেন পুতুল এবং লক্ষ্মী নায়েক ৷ প্রথম পক্ষের স্ত্রী বহুদিন আগেই মারা গিয়েছেন ৷ পুতুলের বাবাও কয়েক বছর আগে মারা গিয়েছেন ৷ আর দ্বিতীয় পক্ষের স্ত্রী বীণা নায়েক মাসখানেক আগেই মারা যান ৷ স্বামীর সঙ্গে বাপের বাড়িতেই থাকছিলেন পুতুল নায়েক ৷

আরও পড়ুন: সন্তানদের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

প্রথম পক্ষের ছেলে অনিল গোপীবল্লভপুর থানার রায়কন্দ এলাকায় থাকতেন ৷ তবে, বাবা মারা যাওয়ার পর তিনি কানপুরের বাড়িতে থাকতে শুরু করেন ৷ শ্রীমন্ত নায়েকের বাড়ি 2 কাঠা জমির উপর ৷ একইসঙ্গে তাঁর আরও 13 কাঠা জমি রয়েছে ৷ সেই জমির ভাগ নিয়েই পুতুলের সঙ্গে অনিলের বিবাদ লেগেই থাকত ৷ মাঝে মধ্যেই জমির ভাগ নিয়ে অশান্তি হত ভাই-বোনের ৷ পুলিশ পুতুল নায়েকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.