ঝাড়গ্রাম, 9 অগস্ট: 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে কেন্দ্র থেকে সরাতে ইন্ডিয়া জোট তৈরি করেছে বিরোধীরা ৷ সেই জোটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাম ও কংগ্রেসও রয়েছে ৷ অথচ পশ্চিমবঙ্গে এই তিনদলই যুযুধান ৷ এই নিয়ে বিজেপি ‘দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি’-র অভিযোগ তুলে সরব হয়েছে ৷ এবার এরই পালটা অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করলেও বাংলায় কংগ্রেস ও সিপিএম সেই বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে বলে তিনি বুধবার অভিযোগ করেছেন ৷ এ দিন ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠান থেকে এই অভিযোগ করেছেন তিনি ৷
মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘যদিও এখন রাম-বাম, জগাই-মাধাই-গদাই অর্থাৎ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারাতে সিপিএম-কংগ্রেস-বিজেপি এক হয়ে গিয়েছে । সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া । আর এখানে বিজেন্ডিয়া । বিজেপির সঙ্গে বসে আছে । লজ্জাও করে না । মানুষের একটা নীতি থাকে । সেই নীতিটা মেনে চলতে হয় ।’’
এই ইস্যুতে সিপিএম ও কংগ্রেসকে হুঁশিয়ারিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘যদি এমনটা হয়, আমাদের লড়াই থাকবে সিপিএমের বিরুদ্ধে বাংলায় । যদি এইরকম করতে থাকে, তাহলে কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে বাংলায় ।’’ একই সঙ্গে বিজেপিকেও নিশানা করেছেন তিনি ৷ মমতা বলেন, ‘‘আর বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়াই থাকবেই । যারা 100 দিনের কাজ বন্ধ করে দেয়, যারা রাস্তার টাকা দেয় না । গরিব মানুষের স্কলারশিপ বন্ধ করে দেয়, মানুষকে ভাতে মারতে চায় । যারা দলিতদের উপর অত্যাচার করে, যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, আদিবাসীদের উপর অত্যাচার করে, শিক্ষক-শিক্ষিকাদের উপর অত্যাচার করে, তাদের কোনোভাবেই সমর্থন নয় ।’’
আরও পড়ুন: বাংলা ভাষা কারও উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না: মমতা
তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সিপিএম-কংগ্রেস-বিজেপির একজোট হওয়ার অভিযোগ তুলেছেন ৷ গত 16 জুন তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘সিপিএমের কোলে কংগ্রেস দোলে ৷ কংগ্রেসের কোলে বিজেপি দোলে । বিজেপির দোসর সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস । তিনটে দল মিলে গিয়ে তৃণমূলের পিছনে পড়ে আছে । কংগ্রেস বাংলায় সিপিএমের সঙ্গে জোট বেঁধে আবার সংসদে আমাদের সাহায্য চায় । বিজেপি বিরোধিতার জন্য আমরা দিল্লিতে তাও সাহায্য করব । কিন্তু বাংলায় সিপিএমের সঙ্গে ঘর করে তৃণমূলের সাহায্য যেন আশা না করে কংগ্রেস ।’’
সেই সময়ের পর থেকেই প্রশ্ন উঠছিল, এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে আদৌ ঐক্যবদ্ধ হতে পারবে কংগ্রেস ও তৃণমূল ৷ যদিও তার পর জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট তৈরি হয়েছে ৷ সেই জোটে কংগ্রেস ও তৃণমূল রয়েছে ৷ সঙ্গে সিপিএম-সহ বাম দলগুলি অংশ নিয়েছে ৷ কিন্তু সেই জোট কতটা ঐক্যবদ্ধ হয়েছে, সেই প্রশ্ন এ দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্যের পর উঠতে শুরু করেছে ৷
আরও পড়ুন: 'কালো চশমা পরে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন', উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্যপালকে বিঁধলেন মমতা