ETV Bharat / state

Landmine recover in Jhargram : মাওবাদীদের ডাকা বনধের 24 ঘণ্টা আগেই বেলপাহাড়িতে উদ্ধার ল্যান্ডমাইন - Landmine recover in Jhargram 24 hours before Strike

বেলপাহাড়ির জঙ্গলের রাস্তা থেকে উদ্ধার হল ল্যান্ডমাইন ৷ ঘটনাস্থলে বেলপাহাড়ি থানার পুলিশ, সিআরপিএফ এবং বোম স্কোয়াড গিয়ে ল্যান্ডমাইনটিকে নিষ্ক্রিয় করে (Landmine recover in Jhargram 24 hours before Strike) ।

Landmine
বেলপাহাড়িতে উদ্ধার ল্যান্ডমাইন
author img

By

Published : Apr 7, 2022, 9:59 PM IST

ঝাড়গ্রাম, 7 এপ্রিল : আগামিকাল বাংলা বনধের ডাক দিয়েছে মাওবাদীরা ৷ তার 24 ঘণ্টা আগে বেলপাহাড়ির জঙ্গলের রাস্তা থেকে উদ্ধার হল ল্যান্ডমাইন ৷ যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলে (Landmine recover in Jhargram 24 hours before Strike) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের ওদোলচুয়া, বালিচুয়া পেরিয়ে জমাইমারি যাওয়ার রাস্তায় পড়ে লবনী গ্রাম । লবনী গ্রামে রয়েছে 184 সিআরপিএফ-এর ক্যাম্প । সেখানেই বৃহস্পতিবার সকালে রাস্তায় পোঁতা একটি ল্যান্ডমাইন দেখা যায় । তারপরেই ঘটনাস্থলে বেলপাহাড়ি থানার পুলিশ, সিআরপিএফ এবং বোম স্কোয়াড গিয়ে ল্যান্ডমাইনটিকে নিষ্ক্রিয় করে ।

বেলপাহাড়িতে উদ্ধার ল্যান্ডমাইন

আরও পড়ুন : বায়ুসেনার পরিত্যক্ত বোমা খুলতে ছেনি-হাতুড়ি, বিস্ফোরণে মৃত 1, জখম 3

আগামী বছর এপ্রিল-মে মাসে রয়েছে পঞ্চায়েত নির্বাচন । স্থানীয়রা বলছেন, তাতে প্রভাব ফেলার জন্যই এই ধরনের কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে জঙ্গলমহলে । বেশ কয়েকদিন ধরেই কাঁকো এবং মোহনপুর এলাকায় মাওবাদীদের দেওয়া পোস্টার উদ্ধার হচ্ছে । বেশিরভাগ পোস্টারেই লাল কালিতে তৃণমূলকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

ঝাড়গ্রাম, 7 এপ্রিল : আগামিকাল বাংলা বনধের ডাক দিয়েছে মাওবাদীরা ৷ তার 24 ঘণ্টা আগে বেলপাহাড়ির জঙ্গলের রাস্তা থেকে উদ্ধার হল ল্যান্ডমাইন ৷ যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলে (Landmine recover in Jhargram 24 hours before Strike) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের ওদোলচুয়া, বালিচুয়া পেরিয়ে জমাইমারি যাওয়ার রাস্তায় পড়ে লবনী গ্রাম । লবনী গ্রামে রয়েছে 184 সিআরপিএফ-এর ক্যাম্প । সেখানেই বৃহস্পতিবার সকালে রাস্তায় পোঁতা একটি ল্যান্ডমাইন দেখা যায় । তারপরেই ঘটনাস্থলে বেলপাহাড়ি থানার পুলিশ, সিআরপিএফ এবং বোম স্কোয়াড গিয়ে ল্যান্ডমাইনটিকে নিষ্ক্রিয় করে ।

বেলপাহাড়িতে উদ্ধার ল্যান্ডমাইন

আরও পড়ুন : বায়ুসেনার পরিত্যক্ত বোমা খুলতে ছেনি-হাতুড়ি, বিস্ফোরণে মৃত 1, জখম 3

আগামী বছর এপ্রিল-মে মাসে রয়েছে পঞ্চায়েত নির্বাচন । স্থানীয়রা বলছেন, তাতে প্রভাব ফেলার জন্যই এই ধরনের কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে জঙ্গলমহলে । বেশ কয়েকদিন ধরেই কাঁকো এবং মোহনপুর এলাকায় মাওবাদীদের দেওয়া পোস্টার উদ্ধার হচ্ছে । বেশিরভাগ পোস্টারেই লাল কালিতে তৃণমূলকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.