ঝাড়গ্রাম, 4 এপ্রিল : বায়ুসেনার পরিত্যক্ত বোমা ছেনি-হাতুড়ি দিয়ে খুলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন (Jhargram man died in a bomb blast 3 more hospitalized) । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত অঙ্গারনালী গ্রামে ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম রামজীবন রানা । বিস্ফোরণের জেরে জখম হয়েছেন তাঁর স্ত্রী মালতি রানা, জামাই সুরজিৎ রানা এবং মেয়ে মেনকা রানা ।
কলাইকুন্ডা বায়ুসেনার প্রশিক্ষণ কেন্দ্রের যুদ্ধবিমানগুলিকে সাঁকরাইল থানার অন্তর্গত অঙ্গারনালী এলাকার নির্দিষ্ট একটি জঙ্গলে বোমা ফেলার প্রশিক্ষণ দেওয়া হয় ৷ ওই বোমা ফেলার জায়গাটিতে সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ । তবে নিষেধ অমান্য করে বোমায় ব্যবহৃত ধাতুর খোঁজে কিছু মানুষ রাতে জঙ্গলে যান সেগুলি সংগ্রহ করতে ৷ সূত্রের খবর, পেশায় লোহার ব্যবসায়ী রামজীবনও এভাবে বোমার ধাতুর খোঁজে যেতেন ৷ গতকালও তিনি বোমার ধাতু খুঁজতে যান ৷ একটি বোমা পেয়েও যান ৷ তবে বুঝতে পারেননি সেটির বিস্ফোরণ হয়েছিল কি না ৷ আসলে তিনি একটি না ফাটা বোমা পেয়েছিলেন ৷
রামজীবন পেশায় লোহার ব্যবসায়ী । বোমাটি পেয়ে এদিন সকালে তিনি হাতুড়ি দিয়ে বোমা খোলার চেষ্টা করছিলেন ৷ তখনই বোমাটির বিস্ফোরণ ঘটে । ঘটনাস্থলেই মৃত্যু হয় রামজীবনের । সেই সময় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী মালতি, মেনকা এবং জামাই সুরজিৎ ৷ বিস্ফোরণের জেরে তাঁরাও জখম হয়েছেন । বাড়িটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ তাঁরাই রামজীবন-সহ বাকিদের উদ্ধার করে ভাঙ্গাগড় হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে রামজীবনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । সেখান থেকে আহতদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ।
আরও পড়ুন : Gas Cylinder Blast in Malda : কালিয়াচকে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত চার বছরের শিশু
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রামজীবনের স্ত্রী ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক । জামাই সুরজিৎ কেবল হাঁটুতে চোট পেয়েছেন । এদিন সুরজিৎ সংবাদমাধ্যমকে বলেন, "শ্বশুরমশাই এয়ারফোর্সের বোমা খুলছিলেন ছেনি হাতুড়ি দিয়ে । সেই সময় ওটা ফেটে গিয়ে ওঁর মৃত্যু হয় । আমি, আমার স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছি । আমার বাড়ি খড়গপুরের শলুয়া এলাকায় । আগামিকাল গ্রামে শীতলা পূজা রয়েছে বলে আমরা শ্বশুরবাড়ি এসেছিলাম ৷" কিন্তু সুরজিৎ পরিষ্কারভাবে জানেন না যে, তাঁর শ্বশুরমশাই এয়ারফোর্সের বোমাটি কীভাবে পেলেন ।
ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘কী করে ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । একজনের মৃত্যু হয়েছে ৷ দু'জন আহত হয়েছেন ।’’
আরও পড়ুন : Road Accident in Burdwan : জাতীয় সড়কে ডাম্পার-টোটো সংঘর্ষ, বর্ধমানে মৃত একই পরিবারের 4 জন