ETV Bharat / state

Jhargram Baby Rescue : লালগড়ের জঙ্গলে উদ্ধার সদ্যোজাত কন্যার ঠাঁই হল হোমে

দু’মাসে আগে ঝাড়গ্রামের লালগড়ের জঙ্গল থেকে এক সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করা হয় (Jhargram Baby Rescue) ৷ দু’মাস শিশুটি ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৷ মঙ্গলবার তাকে মানিকপাড়া নিবেদিতা কর্মমন্দির হোম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ৷

jhargram district super speciality hospital handover the rescued baby girl to home
Jhargram Baby Rescue : লালগড়ের জঙ্গলে উদ্ধার সদ্যোজাত কন্যার ঠাঁই হল হোমে
author img

By

Published : Dec 21, 2021, 9:01 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : ঝাড়গ্রামের লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুকন্যাকে (Jhargram Baby Rescue) দু’মাস পর মানিকপাড়া নিবেদিতা কর্মমন্দির হোম কর্তৃপক্ষের হাতে তুলে দিল ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ গত 23 অক্টেবর লালগড়ের জঙ্গল থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা ৷ জঙ্গলের ভিতরে ঢুকে সদ্যোজাত শিশুকন্যাকে দেখতে পান তাঁরা ৷ এলাকারই এক আশাকর্মী তাকে জঙ্গল থেকে তুলে নিয়ে আসেন ৷ পরে লালগড় থানার পুলিশ শিশুটিকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ৷

দু’মাসের চেষ্টায় সদ্যোজাতকে সুস্থ করে তোলা হয় ৷

আরও পড়ুন : ট্রেনের সিটের তলায় উদ্ধার একমাসের শিশুকন্যা

হাসপাতালের সুপার ড. ইন্দ্রনীল সরকার জানিয়েছেন, দু’মাস আগে যখন শিশুটিকে আনা হয়েছিল, তখন তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল ৷ শিশুটি ঠিকমতো শ্বাস নিতে পারছিল না ৷ সে তার দেহের স্বাভাবিক তাপমাত্রাও বজায় রাখতে পারছিল না ৷ এরপর দু’মাস ধরে অক্লান্ত চেষ্টা করে একরত্তিকে সুস্থ করে তোলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ মঙ্গলবার বাচ্চাটিকে হোম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Child rescues from Garbage piles : হাসপাতালের পাশে আবর্জনার স্তুপ থেকে উদ্ধার সদ্যোজাত শিশু

মানিকপাড়া নিবেদিতা কর্মমন্দির হোমের প্রধান শিক্ষিকা কল্পনা রাম জানিয়েছেন, এখন থেকে শিশুটির সমস্ত দায়-দায়িত্ব তাঁরাই পালন করবেন ৷ বাচ্চাটিকে সুস্থভাবে বড় করে তোলার পাশাপাশি, তাকে যাতে নতুন একটি পরিবারের হাতে তুলে দেওয়া যায়, সরকারি নিয়ম মেনে সেই চেষ্টাও করা হবে ৷ তবে কে, বা কারা ওই সদ্যোজাতকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, তা এখনও জানতে পারেনি পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁরা যদি শিশুটির কান্নার আওয়াজ সময় মতো শুনতে না পেতেন, তাহলে হয়তো তাকে আর বাঁচানো যেত না ৷

কলকাতা, 21 ডিসেম্বর : ঝাড়গ্রামের লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুকন্যাকে (Jhargram Baby Rescue) দু’মাস পর মানিকপাড়া নিবেদিতা কর্মমন্দির হোম কর্তৃপক্ষের হাতে তুলে দিল ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ গত 23 অক্টেবর লালগড়ের জঙ্গল থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা ৷ জঙ্গলের ভিতরে ঢুকে সদ্যোজাত শিশুকন্যাকে দেখতে পান তাঁরা ৷ এলাকারই এক আশাকর্মী তাকে জঙ্গল থেকে তুলে নিয়ে আসেন ৷ পরে লালগড় থানার পুলিশ শিশুটিকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ৷

দু’মাসের চেষ্টায় সদ্যোজাতকে সুস্থ করে তোলা হয় ৷

আরও পড়ুন : ট্রেনের সিটের তলায় উদ্ধার একমাসের শিশুকন্যা

হাসপাতালের সুপার ড. ইন্দ্রনীল সরকার জানিয়েছেন, দু’মাস আগে যখন শিশুটিকে আনা হয়েছিল, তখন তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল ৷ শিশুটি ঠিকমতো শ্বাস নিতে পারছিল না ৷ সে তার দেহের স্বাভাবিক তাপমাত্রাও বজায় রাখতে পারছিল না ৷ এরপর দু’মাস ধরে অক্লান্ত চেষ্টা করে একরত্তিকে সুস্থ করে তোলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ মঙ্গলবার বাচ্চাটিকে হোম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Child rescues from Garbage piles : হাসপাতালের পাশে আবর্জনার স্তুপ থেকে উদ্ধার সদ্যোজাত শিশু

মানিকপাড়া নিবেদিতা কর্মমন্দির হোমের প্রধান শিক্ষিকা কল্পনা রাম জানিয়েছেন, এখন থেকে শিশুটির সমস্ত দায়-দায়িত্ব তাঁরাই পালন করবেন ৷ বাচ্চাটিকে সুস্থভাবে বড় করে তোলার পাশাপাশি, তাকে যাতে নতুন একটি পরিবারের হাতে তুলে দেওয়া যায়, সরকারি নিয়ম মেনে সেই চেষ্টাও করা হবে ৷ তবে কে, বা কারা ওই সদ্যোজাতকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, তা এখনও জানতে পারেনি পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁরা যদি শিশুটির কান্নার আওয়াজ সময় মতো শুনতে না পেতেন, তাহলে হয়তো তাকে আর বাঁচানো যেত না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.