ETV Bharat / state

লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিল বিজেপির জেলা সভাপতির পরিবার - sukhoamoy satpathy

আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপতির বাবা, মা ও বোন ৷

Jhargram district BJP president sukhoamoy satpathy family stands in queue & collect Swasthya Sathi card
Jhargram district BJP president sukhoamoy satpathy family stands in queue & collect Swasthya Sathi card
author img

By

Published : Jan 10, 2021, 7:18 PM IST

ঝাড়গ্রাম, 10 জানুয়ারি : লাগাতার রাজ্য সরকারের "স্বাস্থ্যসাথী"র বিরোধিতা করে আসছে বিজেপির নেতা, কর্মীরা ৷ তার মধ্যেই আজ ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিল বিজেপি জেলা সভাপতির পরিবার ৷ আজ ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি সুখময় শতপতির পরিবারের সদস্যরা আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নেন । কার্ড সংগ্রহ করার পর বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতির বোন রাজ্য সরকারের এই উদ্যোগকে "খুব ভালো" বলেছেন ।

শনিবার ঝাড়গ্রাম শহরে 14 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি তোলা হচ্ছিল । দেওয়া হচ্ছিল কার্ড ৷ তখনই ক্যাম্পে গিয়ে উপস্থিত হন ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি সুখময় শতপতির বাবা অবনী শতপতি, মা স্নেহলতা শতপতি ও বোন অর্চনা শতপতি ৷ ছিলেন পরিবারের বাকি সদস্যরাও ৷ প্রায় আড়াই ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর সন্ধ্যা ছ’টা নাগাদ তাঁদের ছবি তোলা হয় । সঙ্গে সঙ্গে হাতে কার্ডও পেয়ে যান তারা । কার্ড সংগ্রহ করার পর সুখময় শতপতির বোন অর্চনা শতপতি বলেন, কার্ড পেয়ে তিনি খুব খুশি ৷

আরও পড়ুন : ঝাড়গ্রামে ভ্যাকসিনের ড্রাই রানে অংশ নিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক

অন্যদিকে সুখময় শতপতি বলেছেন, "রাজ্য সরকার টাকা খরচ করে স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে । এটা কী অবস্থায় আছে তা সত্যিই দেখতে চাই । আমার পরিবার যদি কার্ড না নেয় তাহলে আমি বুঝব কী করে ? আর তো চার মাস সময় রয়েছে । তারপর রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হয়ে যাবে ।" বিজেপি জেলা সভাপতি আরও বলেন, "রাজ্য সরকারের তরফে এই কার্ড দেওয়া হচ্ছে ৷ তাই যে কেউ কার্ড নিতে পারে । তবে এই কার্ড আগামী দিনে কতটা সুবিধা দেবে সেটাই প্রশ্নের । কার্ডে আদৌ টাকা আছে কি না সেটাও দেখার ।"

স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন সুখময় শতপতির বাবা, মা ও বোন
স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন সুখময় শতপতির বাবা, মা ও বোন

এই বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত কটাক্ষ করে বলেন, "বিজেপির জেলা সভাপতি বিভিন্ন জায়গায় মিটিংয়ে স্বাস্থ্যসাথীর বিরোধীতা করছেন ৷ অথচ তাঁর পরিবারের লোকজন লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন । বিজেপি মানুষকে মিথ্যা কথা বলছে । মানুষকে বোকা বানিয়ে রাখতে চাইছে ।" তিনি আরও বলেন, "শুধু স্বাস্থ্যসাথী নয়, বাংলার কোনও পরিষেবাতেই রং দেখা হয় না । এই প্রকল্প গণমুখী ।"

লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিলেন বিজেপির জেলা সভাপতির পরিবার

ঝাড়গ্রাম, 10 জানুয়ারি : লাগাতার রাজ্য সরকারের "স্বাস্থ্যসাথী"র বিরোধিতা করে আসছে বিজেপির নেতা, কর্মীরা ৷ তার মধ্যেই আজ ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিল বিজেপি জেলা সভাপতির পরিবার ৷ আজ ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি সুখময় শতপতির পরিবারের সদস্যরা আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নেন । কার্ড সংগ্রহ করার পর বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতির বোন রাজ্য সরকারের এই উদ্যোগকে "খুব ভালো" বলেছেন ।

শনিবার ঝাড়গ্রাম শহরে 14 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি তোলা হচ্ছিল । দেওয়া হচ্ছিল কার্ড ৷ তখনই ক্যাম্পে গিয়ে উপস্থিত হন ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি সুখময় শতপতির বাবা অবনী শতপতি, মা স্নেহলতা শতপতি ও বোন অর্চনা শতপতি ৷ ছিলেন পরিবারের বাকি সদস্যরাও ৷ প্রায় আড়াই ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর সন্ধ্যা ছ’টা নাগাদ তাঁদের ছবি তোলা হয় । সঙ্গে সঙ্গে হাতে কার্ডও পেয়ে যান তারা । কার্ড সংগ্রহ করার পর সুখময় শতপতির বোন অর্চনা শতপতি বলেন, কার্ড পেয়ে তিনি খুব খুশি ৷

আরও পড়ুন : ঝাড়গ্রামে ভ্যাকসিনের ড্রাই রানে অংশ নিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক

অন্যদিকে সুখময় শতপতি বলেছেন, "রাজ্য সরকার টাকা খরচ করে স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে । এটা কী অবস্থায় আছে তা সত্যিই দেখতে চাই । আমার পরিবার যদি কার্ড না নেয় তাহলে আমি বুঝব কী করে ? আর তো চার মাস সময় রয়েছে । তারপর রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হয়ে যাবে ।" বিজেপি জেলা সভাপতি আরও বলেন, "রাজ্য সরকারের তরফে এই কার্ড দেওয়া হচ্ছে ৷ তাই যে কেউ কার্ড নিতে পারে । তবে এই কার্ড আগামী দিনে কতটা সুবিধা দেবে সেটাই প্রশ্নের । কার্ডে আদৌ টাকা আছে কি না সেটাও দেখার ।"

স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন সুখময় শতপতির বাবা, মা ও বোন
স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন সুখময় শতপতির বাবা, মা ও বোন

এই বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত কটাক্ষ করে বলেন, "বিজেপির জেলা সভাপতি বিভিন্ন জায়গায় মিটিংয়ে স্বাস্থ্যসাথীর বিরোধীতা করছেন ৷ অথচ তাঁর পরিবারের লোকজন লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন । বিজেপি মানুষকে মিথ্যা কথা বলছে । মানুষকে বোকা বানিয়ে রাখতে চাইছে ।" তিনি আরও বলেন, "শুধু স্বাস্থ্যসাথী নয়, বাংলার কোনও পরিষেবাতেই রং দেখা হয় না । এই প্রকল্প গণমুখী ।"

লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিলেন বিজেপির জেলা সভাপতির পরিবার

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.