ঝাড়গ্রাম, 18 জানুয়ারি: ধামসা বাজিয়ে অষ্টম জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বিগত অন্যান্য বছরগুলিতে ঝাড়গ্রামে আয়োজিত হত রাজ্যস্তরীয় জঙ্গলমহল উৎসব । কিন্তু এই বছর জঙ্গলমহল উৎসবকে ছ'টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে । তাই জঙ্গলমহলের প্রতিটি জেলাতেই আয়োজিত হয়েছে জঙ্গলমহল উৎসব । এদিন পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, "এখানে উপস্থিত হতে পেরে খুবই ভাল লাগছে । আমি ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই । এত সুন্দর একটি মেলা করার জন্য যেখানে এত বড় মাঠের মধ্যে কুড়ি শতাংশের কম মানুষ রয়েছে । "
ঝাড়গ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতিতে কীভাবে জঙ্গলমহল উৎসব করা সম্ভব, এই দাবিকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু করেছিলেন ঝাড়গ্রামের এক যুবক । এর প্রেক্ষিতে হাইকোর্ট জেলা শাসকের কাছে জবাব তলব করে । জবাবে, জেলাশাসক হাইকোর্টকে জানিয়েছিলেন, করোনার সমস্ত প্রোটোকল মেনেই জঙ্গলমহল উৎসব অনুষ্ঠিত হবে এবং উৎসবে প্রবেশ করার সময় দর্শকদের দু'টো ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট অথবা করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে ।
আরও পড়ুন : 28 ফেব্রুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা
সেইমতো করোনা বিধি মেনে সোমবার সূচনা হল জঙ্গলমহল উৎসবের (Jhargram Jangalmahal Utsav)। দু'টো ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট অথবা করোনার নেগেটিভ রিপোর্ট দেখেই এদিন মেলায় দর্শকদের প্রবেশ করতে দেওয়া হয় ৷ ছিল থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও৷ অন্যান্যবার, এই উৎসবে বিশাল কারিগরি হাটের আয়োজন করা হত, কিন্তু এবছর তা ভেঙে ছোট ছোট স্টল দেওয়া হয়েছে ৷ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বন ও ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রামের জেলা শাসক ও পুলিশ সুপার প্রমুখ ৷