ঝাড়গ্রাম, 12 ডিসেম্বর: জঙ্গলমহলে মহিলাদের হাতিয়ার করেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) লড়াই করতে চলেছে জাতীয় কংগ্রেস (Congress) । তারই প্রস্তুতি হয়ে গেল সোমবার দুপুরে ঝাড়গ্রাম শহরের জেলা কংগ্রেসের দলীয় কার্যালয়ে। পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্তের উপস্থিতিতে জেলার নেতৃত্বদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের প্রাধান্য দিয়েই ভোট লড়াইয়ের কথা বলেন তিনি । এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সাংগঠনিক নেতৃত্বরা এবং মহিলা কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্বরা ।
প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত বলেন, "এই জেলাতে আমরা এসে বুঝেছি জঙ্গলমহলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জঙ্গলমহলের মহিলাদেরকেই সামনে নিয়ে আসতে হবে ৷ তাই আমরা ঠিক করেছি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এখানকার সিংহভাগ আসনে আমরা মহিলা প্রার্থী দেওয়ার (INC involves women for Panchayat elections ) ।"
বিগতদিনের পঞ্চায়েত নির্বাচনগুলির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, "গত পঞ্চায়েত নির্বাচনে আমরা নমিনেশন ফাইল করতে পারিনি । তৃণমূল চেয়েছিল যাতে বিরোধীশূন্য হয় এবং বিরোধীরা ভোটে দাঁড়াতে না-পারে। আমরা জানি এবারও তার ব্যতিক্রম হবে না, এবারও সেটাই হবে। এইসব বিষয়কে মাথায় রেখে আমরা কীভাবে পঞ্চায়েত ভোটে লড়াই করব এবং কীভাবে আমাদের সংগঠনকে মজবুত করব সেই প্রসঙ্গে এদিন আলোচনা হয়।"
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে রক্তপাতের আশঙ্কা, মানবধিকার রক্ষায় আইনজীবীদের কমিটি গঠন কংগ্রেসের
জঙ্গলমহলের উন্নয়ন প্রসঙ্গে সুব্রতা বলেন, "জঙ্গলমহলের কোন প্রকৃত উন্নয়ন হয়নি, খোঁজ নিয়ে দেখুন তো ক'টা ছেলেমেয়ে চাকরি পেয়েছে, সমস্ত স্তরই দুর্নীতিতে ভরা।"