ঝাড়গ্রাম, 26 জুন: নাকা চেকিংয়ের দায়িত্বে থাকাকালীন হাতির হানায় মৃত্যু হল এক হোমগার্ডের । রবিবার রাতে ঝাড়গ্রামের লালগড় থানার অন্তর্গত ব্লক অফিস ও রেঞ্জের অফিসের সামনে ঘটনাটি ঘটেছে । মৃত ওই হোমগার্ডের নাম নবীন মান্ডি (36) ৷ লালগড়ের বেলাটিকরি অঞ্চলের জামদোহরি গ্রামের বাসিন্দা ৷
জানা গিয়েছে, রবিবার রাত থেকে লালগড় ব্লক অফিস ও লালগড় রেঞ্জ অফিস সংলগ্ন ঝিটকার জঙ্গল লাগোয়া রাস্তায় নাকা চেকিং চলছিল ৷ সেখানেই ওই হোমগার্ডে সঙ্গে আরও দু’জন স্পেশাল হোমগার্ড, দু’জন পুলিশ-সহ মোট 5 জন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন । সেই সময়েই দাঁতালের হামলার ঘটনাটি ঘটে ৷
সূত্রের খবর, রবিবার রাতে নাকা চেকিংয়ের কাছের রাস্তায় সংস্কারের কাজ চলছিল । রাস্তার পাশেই রাখা ছিল ট্রাক্টর এবং রাস্তা নির্মাণের অন্যান্য সামগ্রী । নবীন ট্রাক্টারের উপর বসে ছিল । সেইসময়েই পড়িহার জঙ্গল থেকে একটি দলছুট দাঁতাল হাতি ওই এলাকায় ঢুকে পড়ে । হাতি দেখতে পেয়ে অন্যন্য পুলিশ কর্মীরা পালিয়ে যায় ৷ রাস্তার পাশে থাকা একটি ট্রাক্টরের উপর বসেছিলেন নবীন মান্ডি ৷ তিনি সেখান থেকে নামার আগেই একটি দাঁতাল শুঁড়ে তুলে পিচ রাস্তার উপর আছাড় মারে তাঁকে । গুরুতর আহত হন ওই হোমগার্ড ৷
দাঁতালের দলটি চলে গেলে ওই হোমগার্ডকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । সেখান থেকে তড়িঘড়ি স্থানান্তর করা হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । মেডিক্যাল কলেজের সিসিইউ বিভাগে ভরতি করা হয় তাঁকে । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই হোমগার্ডের ।
আরও পড়ুন: পুলিশ ক্যাম্পে হাতির হানা! শুঁড় ঢুকিয়ে ঘর থেকে হাঁড়ি নিয়ে গেল দাঁতাল, দেখুন ভিডিয়ো
বন দফতর সূত্রে জানা গিয়েছে, লালগড় রেঞ্জের মধ্যে বেশ কয়েকদিন ধরে একটি হাতি ঘোরাফেরা করছিল । রবিবার রাতে আরও একটি হাতি এলাকায় ঢুকে পড়েছে । লালগড় রেঞ্জে বর্তমানে দু’টি হাতি রয়েছে । লালগড়ের রেঞ্জের আধিকারিক শ্রাবনী দে জানান, একটি দলছুট হাতির হানায় ওই হোমগার্ডের মৃত্যু হয়েছে ।