ঝাড়গ্রাম, 24 সেপ্টেম্বর: একদিকে যখন এসটি তালিকাভুক্ত হওয়ার দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছে কুড়মি সমাজ । ঠিক সেই সময় দুর্গাপুজো কমিটি লালগড় বাজারে পথ অবরোধ শুরু করেছে শুক্রবার সন্ধ্যা থেকে (Villagers protest to block road) । যার জেরে বন্ধ হয়ে গিয়েছে লালগড় হয়ে রামগড় ও পিড়াকাটা যাওয়ার রাস্তা ।
শুক্রবার লালগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির চার যুবককে জোর-জুলুম করে গাড়ি থামিয়ে চাঁদা কাটার অভিযোগে বাজার থেকে গ্রেফতার করে পুলিশ (Four arrested in Jhargram for forcefully taking donation in name of Durga Puja) । গ্রেফতারের পর তাঁদেরকে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।
এই ঘটনার পরে পুজো কমিটি গ্রামবাসীদের সঙ্গে বিকেলে বৈঠকে বসে । বৈঠকের পর লালগড় থানার পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে মাইর্কিং করা হয় এলাকায় । তারপর বিকেল বেলায় লালগড় বাজারের এসআই চকের চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে মাঝে ত্রিপল বিছিয়ে পথ অবরোধ শুরু করে লালগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য ও গ্রামবাসীরা । এর জেরে লালগড়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ।
আরও পড়ুন: কুড়মি আন্দোলনে কার্যত স্তব্ধ একাধিক জেলা, আজও বাতিল দূরপাল্লার বেশ কিছু ট্রেন
শনিবার সকালেও পথ অবরোধ জারি রয়েছে লালগড়ের এসআই চকে । পুজোর উদ্যোক্তারা জানান,যতক্ষণ না পর্যন্ত ওই চারজন যুবক জেল থেকে মুক্তি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই পথ অবরোধ জারি থাকবে (Durga Puja 2022) ।